প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখ্য সচিব হিসেবে নিয়োগ পাওয়া জনপ্রশাসনের কর্মকর্তা সিরাজ উদ্দিন মিয়া আট বছর আগে অবসরে যান। তাকে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সমসাময়িক কালে অনালোচিত সাবেক আমলাকে নিয়োগের বিষয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারির পর তাঁর পরিচয় নিয়ে শুরু হয় আলোচনা। অনুসন্ধানে জানা যায়, ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি যুগ্মসচিব হিসেবে অবসরে যান।
তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার স্থলাভিষিক্ত হলেন। হাসিনা সরকারের পতনের দুই দিন পর গত ৭ আগস্ট তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তি বাতিল করা হয়। তখন থেকে ফাঁকা থাকা এই পদে নিয়োগ পেলেন আওয়ামী লীগ সরকারের সময়ে পদোন্নতি বঞ্চিত এই কর্মকর্তা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০০৯ সালে যুগ্ম সচিব অবস্থায় ওএসডি হন এই কর্মকর্তা। পরে ২০১৬ সালে তিনি অবসরে যান।
পরিচিত মহলে সিরাজ উদ্দিন সাথী নামে পরিচিত এই কর্মকর্তা আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে ৩২টি বই লিখেছেন। তার প্রথম বই ‘বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য’ সম্পাদনা করেছেন বর্তমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আমলাতন্ত্র নিয়ে তাঁর বইগুলো হলো—‘বাংলাদেশের আমলাতন্ত্র’ ও ‘আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর’।
তাকে মুখ্য সচিব হিসেবে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী মো. সিরাজ উদ্দিন মিয়াকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছরের মেয়াদে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখ্য সচিব হিসেবে নিয়োগ পাওয়া জনপ্রশাসনের কর্মকর্তা সিরাজ উদ্দিন মিয়া আট বছর আগে অবসরে যান। তাকে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সমসাময়িক কালে অনালোচিত সাবেক আমলাকে নিয়োগের বিষয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারির পর তাঁর পরিচয় নিয়ে শুরু হয় আলোচনা। অনুসন্ধানে জানা যায়, ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি যুগ্মসচিব হিসেবে অবসরে যান।
তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার স্থলাভিষিক্ত হলেন। হাসিনা সরকারের পতনের দুই দিন পর গত ৭ আগস্ট তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তি বাতিল করা হয়। তখন থেকে ফাঁকা থাকা এই পদে নিয়োগ পেলেন আওয়ামী লীগ সরকারের সময়ে পদোন্নতি বঞ্চিত এই কর্মকর্তা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০০৯ সালে যুগ্ম সচিব অবস্থায় ওএসডি হন এই কর্মকর্তা। পরে ২০১৬ সালে তিনি অবসরে যান।
পরিচিত মহলে সিরাজ উদ্দিন সাথী নামে পরিচিত এই কর্মকর্তা আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে ৩২টি বই লিখেছেন। তার প্রথম বই ‘বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য’ সম্পাদনা করেছেন বর্তমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আমলাতন্ত্র নিয়ে তাঁর বইগুলো হলো—‘বাংলাদেশের আমলাতন্ত্র’ ও ‘আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর’।
তাকে মুখ্য সচিব হিসেবে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী মো. সিরাজ উদ্দিন মিয়াকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছরের মেয়াদে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
নওগাঁর পত্নীতলায় নজিপুর-বদলগাছী সড়কে পিকআপ ও ভটভটির সংঘর্ষে জসিম উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার খিরসিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেবৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। ভোর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত যৌথবাহিনীর সদস্যরা ওই গ্রামে অভিযান চালিয়ে ৯ পিস তাজা কার্তুজ, ৪ পিস খালি কার্তুজ এবং ৪টি খালি মদের বোতল উদ্ধার করেন।
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী গাড়ি আটকে ডাকাতির সময় চলন্ত গাড়ির চাপায় ডাকাত দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় ডাকতদের হামলায় এক সিএনজি অটোচালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
২ ঘণ্টা আগেইউনিয়ন বিএনপির নেতৃত্ব নিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহামুদ এবং বর্তমান মেম্বার ফারুক হোসেনের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার দিবাগত রাতে মাহামুদ চেয়ারম্যানের অনুসারীদের হামলায় ফারুক মেম্বারের সমর্থকদের অন্তত ৩০টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয় এবং সাতজন...
২ ঘণ্টা আগে