নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ও অন্যান্য সমমনা দলের ডাকে চলছে ৪৮ ঘণ্টার (৫ ও ৬ নভেম্বর) সর্বাত্মক অবরোধ। এটি দ্বিতীয় দফার অবরোধ। এর আগে গত ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর একই কর্মসূচি পালন করা হয়। প্রথম দফায় রাজধানীতে যান চলাচল কম থাকলেও দ্বিতীয় দফার প্রথম দিনে আজ রোববার যান চলাচল বেড়েছে।
কর্মস্থল খোলা থাকায় মানুষ কষ্ট করে হলেও কর্মস্থলের দিকে ছুটছেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আলম হোসেইন। তাঁর অফিস বসুন্ধরায়, তিনি থাকেন রামপুরায়। অফিসে যাওয়ার পথে তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার প্রতিবেদকের। তিনি বলেন, ‘বেসরকারি চাকরি আমাদের। এক দিন না গেলে শত জবাবদিহি করতে হয়। তাই যানবাহনের যতই সংকট থাকুক, বের হতেই হয়।’
রিকশাচালক জামাল উদ্দিন বলেন, আগের তিন দিনের অবরোধে বাস চলাচল আরও কম ছিল।
এদিকে আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সড়কে ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশার চলাচলও বেড়েছে।
রাজধানীর ফার্মগেট, মগবাজার, শাহবাগ, জাতীয় প্রেসক্লাব, মতিঝিল, বাংলামোটর ঘুরে দেখা যায়, কর্মজীবী মানুষ আগের তুলনায় সড়কে বেশি বের হয়েছেন। তবে বাসে আগুনের আতঙ্কের কারণে যাত্রীরা সতর্ক রয়েছেন। বাস কিংবা ব্যক্তিগত গাড়িতে চলাচলের ক্ষেত্রে তাঁরা জানালা বন্ধ করে রাখছেন।
তবে রাজধানীতে যান চলাচল বাড়লেও ঢাকা থেকে দূরপাল্লা ও আন্তজেলার বেশির ভাগ বাস আজও চলাচল করেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সময়সূচি অনুযায়ী সব ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। সদরঘাটে সকাল থেকেই ছেড়ে গেছে লঞ্চ।

বিএনপি ও অন্যান্য সমমনা দলের ডাকে চলছে ৪৮ ঘণ্টার (৫ ও ৬ নভেম্বর) সর্বাত্মক অবরোধ। এটি দ্বিতীয় দফার অবরোধ। এর আগে গত ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর একই কর্মসূচি পালন করা হয়। প্রথম দফায় রাজধানীতে যান চলাচল কম থাকলেও দ্বিতীয় দফার প্রথম দিনে আজ রোববার যান চলাচল বেড়েছে।
কর্মস্থল খোলা থাকায় মানুষ কষ্ট করে হলেও কর্মস্থলের দিকে ছুটছেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আলম হোসেইন। তাঁর অফিস বসুন্ধরায়, তিনি থাকেন রামপুরায়। অফিসে যাওয়ার পথে তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার প্রতিবেদকের। তিনি বলেন, ‘বেসরকারি চাকরি আমাদের। এক দিন না গেলে শত জবাবদিহি করতে হয়। তাই যানবাহনের যতই সংকট থাকুক, বের হতেই হয়।’
রিকশাচালক জামাল উদ্দিন বলেন, আগের তিন দিনের অবরোধে বাস চলাচল আরও কম ছিল।
এদিকে আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সড়কে ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশার চলাচলও বেড়েছে।
রাজধানীর ফার্মগেট, মগবাজার, শাহবাগ, জাতীয় প্রেসক্লাব, মতিঝিল, বাংলামোটর ঘুরে দেখা যায়, কর্মজীবী মানুষ আগের তুলনায় সড়কে বেশি বের হয়েছেন। তবে বাসে আগুনের আতঙ্কের কারণে যাত্রীরা সতর্ক রয়েছেন। বাস কিংবা ব্যক্তিগত গাড়িতে চলাচলের ক্ষেত্রে তাঁরা জানালা বন্ধ করে রাখছেন।
তবে রাজধানীতে যান চলাচল বাড়লেও ঢাকা থেকে দূরপাল্লা ও আন্তজেলার বেশির ভাগ বাস আজও চলাচল করেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সময়সূচি অনুযায়ী সব ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। সদরঘাটে সকাল থেকেই ছেড়ে গেছে লঞ্চ।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে