নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আবারো জরিমানা গুণতে হবে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে। চলতি লকডাউনকে চ্যালেঞ্জ করে রিট আবেদনের ওপর শুনানিতে অংশ না নেওয়ায় আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই জরিমানা করেন।
আদালত বারবার এই রিটের ওপর শুনানিতে অংশ নেওয়ার জন্য বললেও অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাড়া দেননি। এ কারণে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। আদালত আদেশে বলেন, এই রিট দায়ের করে বিজ্ঞ আইনজীবী গণমাধ্যমে প্রচার করেন। কিন্তু মামলা শুনানির জন্য তালিকায় এলে তিনি অংশ নেন না।
বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে জনস্বার্থে রিট করার জন্য অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এরই মধ্যে পরিচিতি লাভ করেছেন। গত বছরের ১২ অক্টোবর ভার্চুয়াল আদালত পরিচালনা নিয়ে ফেসবুকে কটাক্ষ করে স্ট্যাটাস দেন। এতে গুরুতর আদালত অবমাননা হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে ২৫ হাজার টাকা জরিমানা করেন সুপ্রিম কোর্টেও আপিল বিভাগ। একইসঙ্গে তাকে তিন মাসের জন্য আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
গত ২৫ এপ্রিল জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে এ রিট আবেদন করেন আইনজীবী। রিট আবেদনে চলমান লকডাউনের ওপর স্থগিতাদেশ এবং আর যাতে লকডাউন দেওয়া না হয়, সেজন্য নির্দেশনা চাওয়া হয়। লকডাউন সংবিধানপরিপন্থী। সরকার জরুরি অবস্থা জারি ছাড়াই লকডাউন দিয়েছে, যা সংবিধানের ২৭, ২৮, ৩১, ৩২, ৩৩, ৩৫ ও ৩৬ অনুচ্ছেদের পরিপন্থী বলে রিটে উল্লেখ করা হয়।

ঢাকা: আবারো জরিমানা গুণতে হবে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে। চলতি লকডাউনকে চ্যালেঞ্জ করে রিট আবেদনের ওপর শুনানিতে অংশ না নেওয়ায় আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই জরিমানা করেন।
আদালত বারবার এই রিটের ওপর শুনানিতে অংশ নেওয়ার জন্য বললেও অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাড়া দেননি। এ কারণে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। আদালত আদেশে বলেন, এই রিট দায়ের করে বিজ্ঞ আইনজীবী গণমাধ্যমে প্রচার করেন। কিন্তু মামলা শুনানির জন্য তালিকায় এলে তিনি অংশ নেন না।
বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে জনস্বার্থে রিট করার জন্য অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এরই মধ্যে পরিচিতি লাভ করেছেন। গত বছরের ১২ অক্টোবর ভার্চুয়াল আদালত পরিচালনা নিয়ে ফেসবুকে কটাক্ষ করে স্ট্যাটাস দেন। এতে গুরুতর আদালত অবমাননা হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে ২৫ হাজার টাকা জরিমানা করেন সুপ্রিম কোর্টেও আপিল বিভাগ। একইসঙ্গে তাকে তিন মাসের জন্য আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
গত ২৫ এপ্রিল জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে এ রিট আবেদন করেন আইনজীবী। রিট আবেদনে চলমান লকডাউনের ওপর স্থগিতাদেশ এবং আর যাতে লকডাউন দেওয়া না হয়, সেজন্য নির্দেশনা চাওয়া হয়। লকডাউন সংবিধানপরিপন্থী। সরকার জরুরি অবস্থা জারি ছাড়াই লকডাউন দিয়েছে, যা সংবিধানের ২৭, ২৮, ৩১, ৩২, ৩৩, ৩৫ ও ৩৬ অনুচ্ছেদের পরিপন্থী বলে রিটে উল্লেখ করা হয়।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে