নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অস্থায়ী হাসপাতালে সকাল থেকে অপেক্ষায় একের পর এক করোনা রোগী। দূর দুরান্ত থেকে একের পর এক রোগীরা আসছেন। কিন্তু কর্তৃপক্ষ ভর্তি নিচ্ছে না কাউকেই। আজ রোববার সেখানে গিয়ে দেখা যায় চিত্র দেখা যায়। এর ফলে বাড়ছে রোগীদের দুর্ভোগ। এতে ক্ষুব্ধ রোগীদের স্বজনরাও।
গত শনিবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অস্থায়ী হাসপাতাল উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলা হয়েছিল গতকাল শনিবার দুপুর থেকেই রোগী ভর্তি নেওয়া হবে।
সকালে আমির শাহ ফেনী থেকে উন্নত চিকিৎসার উদ্দেশে করোনা আক্রান্ত বাবাকে নিয়ে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর বাবা ইলিয়াস চৌধুরীর (৭০)। কিন্তু শয্যা খালি না থাকায় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ তাকে রেফার করে
ফজিলাতুন্নেছা মুজিব অস্থায়ী হাসপাতালে। কিন্তু এখানে এসে চার ঘণ্টা ধরে বসে আছেন তিনি। কিন্তু ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ।
আমির শাহ বলেন, হাসপাতাল প্রস্তুত না করে উদ্বোধন করার কোনো মানে নাই। দেশে সবই চলে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। সাধারণ মানুষের ভোগান্তি দেখার কেউ নেই। এখানে কখন বা কবে ভর্তি নিবে এ বিষয়ে কেউ কিছু বলছে না।
রোগী নিয়ে আসা আরেক স্বজন এনামুল হক মিঠু বলেন, শো অফ করার জন্য উদ্বোধন করা হইছে । সকাল নয়টা থেকে বসে আছি। কিন্তু ভেতরে ঢোকা দূরের কথা, হাসপাতালের কেউই কথা বলতে চাচ্ছে না। তবে কেন এই হাসপাতাল উদ্বোধন করা হলো।
এদিকে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম বলেছেন রোগীদের ভোগান্তির বিষয়টি জানেন না খোদ নিজেই। তিনি বলেন, বিএসএমএমইউ হাসপাতাল থেকে রোগীদের ওই হাসপাতালে পাঠানো ভুল হয়েছে। কারণ অক্সিজেন সিলিন্ডারের কিছু ত্রুটিগত সমস্যার কারণে আপাতত হাসপাতালের কার্যক্রম বন্ধ আছে। এ ছাড়া অস্থায়ী হাসপাতালের কর্তৃপক্ষের রোগীদের প্রতি অবহেলার বিষয়টি খতিয়ে দেখবেন বলেও উল্লেখ করেন তিনি।
উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এ হাসপাতালে চল্লিশটি আইসিইউ থাকবে এবং প্রতিটি শয্যায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ রয়েছে। প্রাথমিকভাবে ৩৫৭টি শয্যা চালু করা হচ্ছে। দ্বিতীয় ধাপে ৬০০ এবং শেষ পর্যায়ে ৪০৯ শয্যাসহ মোট এক হাজার শয্যা করা হবে।

রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অস্থায়ী হাসপাতালে সকাল থেকে অপেক্ষায় একের পর এক করোনা রোগী। দূর দুরান্ত থেকে একের পর এক রোগীরা আসছেন। কিন্তু কর্তৃপক্ষ ভর্তি নিচ্ছে না কাউকেই। আজ রোববার সেখানে গিয়ে দেখা যায় চিত্র দেখা যায়। এর ফলে বাড়ছে রোগীদের দুর্ভোগ। এতে ক্ষুব্ধ রোগীদের স্বজনরাও।
গত শনিবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অস্থায়ী হাসপাতাল উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলা হয়েছিল গতকাল শনিবার দুপুর থেকেই রোগী ভর্তি নেওয়া হবে।
সকালে আমির শাহ ফেনী থেকে উন্নত চিকিৎসার উদ্দেশে করোনা আক্রান্ত বাবাকে নিয়ে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর বাবা ইলিয়াস চৌধুরীর (৭০)। কিন্তু শয্যা খালি না থাকায় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ তাকে রেফার করে
ফজিলাতুন্নেছা মুজিব অস্থায়ী হাসপাতালে। কিন্তু এখানে এসে চার ঘণ্টা ধরে বসে আছেন তিনি। কিন্তু ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ।
আমির শাহ বলেন, হাসপাতাল প্রস্তুত না করে উদ্বোধন করার কোনো মানে নাই। দেশে সবই চলে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। সাধারণ মানুষের ভোগান্তি দেখার কেউ নেই। এখানে কখন বা কবে ভর্তি নিবে এ বিষয়ে কেউ কিছু বলছে না।
রোগী নিয়ে আসা আরেক স্বজন এনামুল হক মিঠু বলেন, শো অফ করার জন্য উদ্বোধন করা হইছে । সকাল নয়টা থেকে বসে আছি। কিন্তু ভেতরে ঢোকা দূরের কথা, হাসপাতালের কেউই কথা বলতে চাচ্ছে না। তবে কেন এই হাসপাতাল উদ্বোধন করা হলো।
এদিকে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম বলেছেন রোগীদের ভোগান্তির বিষয়টি জানেন না খোদ নিজেই। তিনি বলেন, বিএসএমএমইউ হাসপাতাল থেকে রোগীদের ওই হাসপাতালে পাঠানো ভুল হয়েছে। কারণ অক্সিজেন সিলিন্ডারের কিছু ত্রুটিগত সমস্যার কারণে আপাতত হাসপাতালের কার্যক্রম বন্ধ আছে। এ ছাড়া অস্থায়ী হাসপাতালের কর্তৃপক্ষের রোগীদের প্রতি অবহেলার বিষয়টি খতিয়ে দেখবেন বলেও উল্লেখ করেন তিনি।
উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এ হাসপাতালে চল্লিশটি আইসিইউ থাকবে এবং প্রতিটি শয্যায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ রয়েছে। প্রাথমিকভাবে ৩৫৭টি শয্যা চালু করা হচ্ছে। দ্বিতীয় ধাপে ৬০০ এবং শেষ পর্যায়ে ৪০৯ শয্যাসহ মোট এক হাজার শয্যা করা হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৩৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে