নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
আজ সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর অংশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। এতে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের নেতা-কর্মীসহ বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।
প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন।
অবরোধ কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, ‘আতাউর রহমান মুকুল বন্দরের দুবারের চেয়ারম্যান। তাঁর ওপর যেভাবে হামলা করা হয়েছে, তা সভ্য সমাজের কাজ নয়। আমরা এই অপরাধীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে আলটিমেটাম দিচ্ছি। অন্যথায় বিএনপির নেতা-কর্মীরা আবার মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে।’
এর আগে হামলার ঘটনায় আজ সকালে যুবদল নেতা মোস্তাকুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় সোনারগাঁ বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুসহ ১৮ জনকে।
মামলার অভিযোগে বলা হয়, হরিপুর ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের একটি কাজের চুক্তি স্বাক্ষর করতে যাওয়ার পথে বজলু ও তাঁর অনুসারীরা ১৫ লাখ টাকা দাবি করেন আতাউর রহমান মুকুলের কাছে। সেই টাকা না দেওয়ায় বাদী ও মুকুলকে মারধর এবং মুকুলের জামাকাপড় ছিঁড়ে সম্মানহানি ঘটান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান।’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
আজ সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর অংশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। এতে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের নেতা-কর্মীসহ বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।
প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন।
অবরোধ কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, ‘আতাউর রহমান মুকুল বন্দরের দুবারের চেয়ারম্যান। তাঁর ওপর যেভাবে হামলা করা হয়েছে, তা সভ্য সমাজের কাজ নয়। আমরা এই অপরাধীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে আলটিমেটাম দিচ্ছি। অন্যথায় বিএনপির নেতা-কর্মীরা আবার মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে।’
এর আগে হামলার ঘটনায় আজ সকালে যুবদল নেতা মোস্তাকুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় সোনারগাঁ বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুসহ ১৮ জনকে।
মামলার অভিযোগে বলা হয়, হরিপুর ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের একটি কাজের চুক্তি স্বাক্ষর করতে যাওয়ার পথে বজলু ও তাঁর অনুসারীরা ১৫ লাখ টাকা দাবি করেন আতাউর রহমান মুকুলের কাছে। সেই টাকা না দেওয়ায় বাদী ও মুকুলকে মারধর এবং মুকুলের জামাকাপড় ছিঁড়ে সম্মানহানি ঘটান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে