নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এদিন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভাষাসৈনিক খলিল কাজী, ওবিই প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার, পিএইচডি (অব.)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব ভাষাভাষীর জন্য। সুতরাং নিজের ভাষাকে যেমন ভালোবাসা ও সম্মান প্রদর্শন করতে হবে, তেমনি অন্যের ভাষার প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে খলিল কাজী, ওবিই ভাষা আন্দোলনের নানা প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ‘মায়ের ভাষার অধিকার যখন কেউ কেড়ে নিতে চায়, তখন আর চুপ থাকা যায় না। বাঙালি বিশেষত ছাত্র-জনতাও চুপ থাকেনি, সর্বশক্তি দিয়ে আন্দোলন করে ভাষার অধিকার রক্ষা করেছে।’
উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘পৃথিবীতে খুব কম রাষ্ট্র আছে, যেসব রাষ্ট্রের নাম ভাষার নামে হয়েছে। সাধারণত দেশের নামেই ভাষার নামকরণ করা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে আগে ভাষার অধিকার আদায় হয়েছে, তারপর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ এবং ভাষা অনুযায়ী দেশের নামকরণ করা হয়েছে। এটাই একুশের চেতনা।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকিরসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এদিন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভাষাসৈনিক খলিল কাজী, ওবিই প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার, পিএইচডি (অব.)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব ভাষাভাষীর জন্য। সুতরাং নিজের ভাষাকে যেমন ভালোবাসা ও সম্মান প্রদর্শন করতে হবে, তেমনি অন্যের ভাষার প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে খলিল কাজী, ওবিই ভাষা আন্দোলনের নানা প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ‘মায়ের ভাষার অধিকার যখন কেউ কেড়ে নিতে চায়, তখন আর চুপ থাকা যায় না। বাঙালি বিশেষত ছাত্র-জনতাও চুপ থাকেনি, সর্বশক্তি দিয়ে আন্দোলন করে ভাষার অধিকার রক্ষা করেছে।’
উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘পৃথিবীতে খুব কম রাষ্ট্র আছে, যেসব রাষ্ট্রের নাম ভাষার নামে হয়েছে। সাধারণত দেশের নামেই ভাষার নামকরণ করা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে আগে ভাষার অধিকার আদায় হয়েছে, তারপর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ এবং ভাষা অনুযায়ী দেশের নামকরণ করা হয়েছে। এটাই একুশের চেতনা।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকিরসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
৪৩ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে