নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এদিন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভাষাসৈনিক খলিল কাজী, ওবিই প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার, পিএইচডি (অব.)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব ভাষাভাষীর জন্য। সুতরাং নিজের ভাষাকে যেমন ভালোবাসা ও সম্মান প্রদর্শন করতে হবে, তেমনি অন্যের ভাষার প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে খলিল কাজী, ওবিই ভাষা আন্দোলনের নানা প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ‘মায়ের ভাষার অধিকার যখন কেউ কেড়ে নিতে চায়, তখন আর চুপ থাকা যায় না। বাঙালি বিশেষত ছাত্র-জনতাও চুপ থাকেনি, সর্বশক্তি দিয়ে আন্দোলন করে ভাষার অধিকার রক্ষা করেছে।’
উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘পৃথিবীতে খুব কম রাষ্ট্র আছে, যেসব রাষ্ট্রের নাম ভাষার নামে হয়েছে। সাধারণত দেশের নামেই ভাষার নামকরণ করা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে আগে ভাষার অধিকার আদায় হয়েছে, তারপর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ এবং ভাষা অনুযায়ী দেশের নামকরণ করা হয়েছে। এটাই একুশের চেতনা।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকিরসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এদিন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভাষাসৈনিক খলিল কাজী, ওবিই প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার, পিএইচডি (অব.)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব ভাষাভাষীর জন্য। সুতরাং নিজের ভাষাকে যেমন ভালোবাসা ও সম্মান প্রদর্শন করতে হবে, তেমনি অন্যের ভাষার প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে খলিল কাজী, ওবিই ভাষা আন্দোলনের নানা প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ‘মায়ের ভাষার অধিকার যখন কেউ কেড়ে নিতে চায়, তখন আর চুপ থাকা যায় না। বাঙালি বিশেষত ছাত্র-জনতাও চুপ থাকেনি, সর্বশক্তি দিয়ে আন্দোলন করে ভাষার অধিকার রক্ষা করেছে।’
উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘পৃথিবীতে খুব কম রাষ্ট্র আছে, যেসব রাষ্ট্রের নাম ভাষার নামে হয়েছে। সাধারণত দেশের নামেই ভাষার নামকরণ করা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে আগে ভাষার অধিকার আদায় হয়েছে, তারপর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ এবং ভাষা অনুযায়ী দেশের নামকরণ করা হয়েছে। এটাই একুশের চেতনা।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকিরসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৫ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে