পদ্মায় নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
Thumbnail image
নিহত আব্দুল বারেক। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদী থেকে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কালীতলা এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি নৌফাঁড়ির পরিদর্শক নাসিম আহমেদ।

নিহত আব্দুল বারেক (৬০) মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড গ্রামের বাসিন্দা। তিনি আরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বারেক ৭ জানুয়ারি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। আজ সকালে হরিরামপুরের কালীতলা এলাকার একটি ভাসমান রেস্তোরাঁর পাশে তাঁর মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরাও সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, ‘কালীতলা এলাকায় নদীতে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে হরিরামপুর ও শিবালয় থানা-পুলিশের পাশাপাশি নৌ পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সদা প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনছে বাংলালিংকের মালিক ভিওন

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

বিএসএফ মোকাবিলায় বিজিবিই ‘এনাফ’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত