নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় ২ আসামিকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসিফ ইকবাল এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির হলেন কক্সবাজারের টেকনাফ থানার হোসেন আহমদের ছেলে গাড়ি চালক সাদেক হোসেন ও একই এলাকার সিরাজুল হকের ছেলে আব্দুল মান্নান ওরফে মনু।
দণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এদিন রায় ঘোষণার আগে মান্নানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। সাদেক পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মাদ আলমগীর রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জানুয়ারি রাত পৌনে ১০ টার দিকে খিলক্ষেত থানাধীন কুড়াতলী ৩০০ ফিট রাস্তায় একটি ট্রাকে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে ট্রাক থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৫ কোটি টাকা।
এ ঘটনায় ওইদিনই সিটিটিসির ফেইক কারেন্সি নোট টিমের উপ-পরিদর্শক এছকেন্দার আলী খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন। এক মাস পর ২৫ ফেব্রুয়ারি একই সংস্থার উপপরিদর্শক নৃপেন কুমার ভৌমিক দুই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০২২ সালের ২৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৭ জন সাক্ষীর মধ্যে পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় ২ আসামিকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসিফ ইকবাল এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির হলেন কক্সবাজারের টেকনাফ থানার হোসেন আহমদের ছেলে গাড়ি চালক সাদেক হোসেন ও একই এলাকার সিরাজুল হকের ছেলে আব্দুল মান্নান ওরফে মনু।
দণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এদিন রায় ঘোষণার আগে মান্নানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। সাদেক পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মাদ আলমগীর রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জানুয়ারি রাত পৌনে ১০ টার দিকে খিলক্ষেত থানাধীন কুড়াতলী ৩০০ ফিট রাস্তায় একটি ট্রাকে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে ট্রাক থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৫ কোটি টাকা।
এ ঘটনায় ওইদিনই সিটিটিসির ফেইক কারেন্সি নোট টিমের উপ-পরিদর্শক এছকেন্দার আলী খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন। এক মাস পর ২৫ ফেব্রুয়ারি একই সংস্থার উপপরিদর্শক নৃপেন কুমার ভৌমিক দুই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০২২ সালের ২৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৭ জন সাক্ষীর মধ্যে পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৭ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২০ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
২৯ মিনিট আগে