আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর কারওয়ান বাজারে পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে পরিকল্পিত অগ্নিকাণ্ডের অভিযোগে মেহেদী হাসান রিমন (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই প্রতিষ্ঠানটির কর্মচারী। রেস্তোরাঁ থেকে টাকা চুরি বিষয়টি আড়াল করতে তিনি পরিকল্পিতভাবে আগুন দেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তেজগাঁও থানা সূত্রে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটের দিকে কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় অবস্থিত পেয়ালা ক্যাফেতে আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টার, কম্পিউটার ও মালামাল পুড়ে যায়। পাশাপাশি ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা উধাও হয়ে যায়।
পরে রেস্টুরেন্টের মালিক মঞ্জুরুল আলম খান (৫২) থানায় অভিযোগ দায়ের করলে তেজগাঁও থানায় মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়।
তেজগাঁও থানা সূত্র আরও জানায়, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে মেহেদীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরপর ১৭ ফেব্রুয়ারি রাত ৮টা ৪০ মিনিটের দিকে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী স্বীকার করেছে তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং বড় অঙ্কের টাকা লোকসান করেন। সে জন্য ওই টাকা চুরি করেন। চুরির বিষয়টি আড়াল করতে পরিকল্পিতভাবে সেখানে আগুন লাগান।
এ ছাড়া, মেহেদীর বিরুদ্ধে নোয়াখালীর মাইজদীতে কাচ্চি ডাইন রেস্টুরেন্টের ১০ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ রয়েছে, যা নিয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা রয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে পরিকল্পিত অগ্নিকাণ্ডের অভিযোগে মেহেদী হাসান রিমন (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই প্রতিষ্ঠানটির কর্মচারী। রেস্তোরাঁ থেকে টাকা চুরি বিষয়টি আড়াল করতে তিনি পরিকল্পিতভাবে আগুন দেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তেজগাঁও থানা সূত্রে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটের দিকে কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় অবস্থিত পেয়ালা ক্যাফেতে আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টার, কম্পিউটার ও মালামাল পুড়ে যায়। পাশাপাশি ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা উধাও হয়ে যায়।
পরে রেস্টুরেন্টের মালিক মঞ্জুরুল আলম খান (৫২) থানায় অভিযোগ দায়ের করলে তেজগাঁও থানায় মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়।
তেজগাঁও থানা সূত্র আরও জানায়, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে মেহেদীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরপর ১৭ ফেব্রুয়ারি রাত ৮টা ৪০ মিনিটের দিকে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী স্বীকার করেছে তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং বড় অঙ্কের টাকা লোকসান করেন। সে জন্য ওই টাকা চুরি করেন। চুরির বিষয়টি আড়াল করতে পরিকল্পিতভাবে সেখানে আগুন লাগান।
এ ছাড়া, মেহেদীর বিরুদ্ধে নোয়াখালীর মাইজদীতে কাচ্চি ডাইন রেস্টুরেন্টের ১০ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ রয়েছে, যা নিয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা রয়েছে।

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
৮ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
২৮ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আশরাফুল মৃধা (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩১ মিনিট আগে