আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর কারওয়ান বাজারে পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে পরিকল্পিত অগ্নিকাণ্ডের অভিযোগে মেহেদী হাসান রিমন (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই প্রতিষ্ঠানটির কর্মচারী। রেস্তোরাঁ থেকে টাকা চুরি বিষয়টি আড়াল করতে তিনি পরিকল্পিতভাবে আগুন দেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তেজগাঁও থানা সূত্রে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটের দিকে কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় অবস্থিত পেয়ালা ক্যাফেতে আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টার, কম্পিউটার ও মালামাল পুড়ে যায়। পাশাপাশি ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা উধাও হয়ে যায়।
পরে রেস্টুরেন্টের মালিক মঞ্জুরুল আলম খান (৫২) থানায় অভিযোগ দায়ের করলে তেজগাঁও থানায় মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়।
তেজগাঁও থানা সূত্র আরও জানায়, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে মেহেদীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরপর ১৭ ফেব্রুয়ারি রাত ৮টা ৪০ মিনিটের দিকে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী স্বীকার করেছে তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং বড় অঙ্কের টাকা লোকসান করেন। সে জন্য ওই টাকা চুরি করেন। চুরির বিষয়টি আড়াল করতে পরিকল্পিতভাবে সেখানে আগুন লাগান।
এ ছাড়া, মেহেদীর বিরুদ্ধে নোয়াখালীর মাইজদীতে কাচ্চি ডাইন রেস্টুরেন্টের ১০ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ রয়েছে, যা নিয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা রয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে পরিকল্পিত অগ্নিকাণ্ডের অভিযোগে মেহেদী হাসান রিমন (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই প্রতিষ্ঠানটির কর্মচারী। রেস্তোরাঁ থেকে টাকা চুরি বিষয়টি আড়াল করতে তিনি পরিকল্পিতভাবে আগুন দেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তেজগাঁও থানা সূত্রে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটের দিকে কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় অবস্থিত পেয়ালা ক্যাফেতে আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টার, কম্পিউটার ও মালামাল পুড়ে যায়। পাশাপাশি ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা উধাও হয়ে যায়।
পরে রেস্টুরেন্টের মালিক মঞ্জুরুল আলম খান (৫২) থানায় অভিযোগ দায়ের করলে তেজগাঁও থানায় মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়।
তেজগাঁও থানা সূত্র আরও জানায়, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে মেহেদীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরপর ১৭ ফেব্রুয়ারি রাত ৮টা ৪০ মিনিটের দিকে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী স্বীকার করেছে তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং বড় অঙ্কের টাকা লোকসান করেন। সে জন্য ওই টাকা চুরি করেন। চুরির বিষয়টি আড়াল করতে পরিকল্পিতভাবে সেখানে আগুন লাগান।
এ ছাড়া, মেহেদীর বিরুদ্ধে নোয়াখালীর মাইজদীতে কাচ্চি ডাইন রেস্টুরেন্টের ১০ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ রয়েছে, যা নিয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা রয়েছে।

ফরিদপুরে উদ্ধার করা বোমাটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বলে শনাক্ত করা হয়েছে। শক্তিশালী বোমাটি দূরযন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। আজ সোমবার সকালে শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বোমাটি নিষ্ক্রিয় করেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বম্ব ডিসপোজালের সদস্যরা।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২ ঘণ্টা আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে