নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে মোবাইল ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারীসহ মোবাইল টেকনিশিয়ান ও ব্যবসায়ীরাও আছেন। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া আইফোন, স্যামসাং, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্যান্ডের ১৫৮টি মোবাইল ফোনসেট।
আজ বুধবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চুরি হওয়া মোবাইল ফোনগুলো তিনটি হাত বদল হয়। যিনি চুরি করেন তিনি মোবাইলভেদে ৪ থেকে ৮ হাজার টাকায় টেকনিশিয়ান বা কোনো চোরাই ফোন ক্রেতার কাছে বিক্রি করেন। টেকনিশিয়ান বা চোরাই ফোন ক্রেতা ফোনের পাসওয়ার্ড ও ফাইন্ড ইউর ফোনের অপশনটি চালু থাকলে তার ডিসপ্লে ও কেসিং উচ্চমূল্যে বিক্রি করেন; আর এসব অপশন চালু না থাকলে আইএমইআই নম্বর পরিবর্তন করে আইফোনের ক্ষেত্রে ৬০ থেকে ৭০ হাজার টাকা ও অন্য ফোনগুলো ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করেন।
অল্প পয়সায় দামি ফোন ক্রয়-বিক্রয়ের কথা উল্লেখ করে হাফিজ আকতার মোবাইল ফোন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, পুরোনো মোবাইল ফোন বিক্রির ক্ষেত্রে কোনো আপত্তি নেই; কিন্তু ব্যবসায়ীদের কাছে চোরাই মোবাইল থাকলে তাঁকে গ্রেপ্তার করা হবে। যারা বিক্রি করেন, তাঁরাও অপরাধী। বিক্রেতাদের এসব কাজ থেকে সরে আসার অনুরোধ করেন তিনি। চোরাই মোবাইল বিক্রি হয় বলেই চোর ও ছিনতাইকারীরা এসব কর্মকাণ্ড করতে উৎসাহী হয়। এ ক্ষেত্রে চোরাই মোবাইল বিক্রি করা ব্যবসায়ীদেরও আইনের আওতায় আনা হচ্ছে এবং হবে।
চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলো সহজে বিক্রির জন্য ভারতেও পাচার করা হয় বলে ব্রিফিংয়ে জানানো হয়।
প্রসঙ্গগত, গত ২৯ এপ্রিল উত্তরা ১০ নম্বর সেক্টরে কেন্দ্রীয় জামে মসজিদে দুপুরে অজু করার সময় এক ব্যক্তির একটি আইফোন চুরি হয়। এই চুরির ঘটনায় ভুক্তভোগী ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। থানার পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ মামলাটির ছায়া তদন্ত করে রাজধানীর মোতালেব প্লাজা থেকে চুরি হওয়া মোবাইল ফোনটিসহ আরও ১৫৭টি চোরাই মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও ১ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করে।

রাজধানীতে মোবাইল ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারীসহ মোবাইল টেকনিশিয়ান ও ব্যবসায়ীরাও আছেন। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া আইফোন, স্যামসাং, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্যান্ডের ১৫৮টি মোবাইল ফোনসেট।
আজ বুধবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চুরি হওয়া মোবাইল ফোনগুলো তিনটি হাত বদল হয়। যিনি চুরি করেন তিনি মোবাইলভেদে ৪ থেকে ৮ হাজার টাকায় টেকনিশিয়ান বা কোনো চোরাই ফোন ক্রেতার কাছে বিক্রি করেন। টেকনিশিয়ান বা চোরাই ফোন ক্রেতা ফোনের পাসওয়ার্ড ও ফাইন্ড ইউর ফোনের অপশনটি চালু থাকলে তার ডিসপ্লে ও কেসিং উচ্চমূল্যে বিক্রি করেন; আর এসব অপশন চালু না থাকলে আইএমইআই নম্বর পরিবর্তন করে আইফোনের ক্ষেত্রে ৬০ থেকে ৭০ হাজার টাকা ও অন্য ফোনগুলো ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করেন।
অল্প পয়সায় দামি ফোন ক্রয়-বিক্রয়ের কথা উল্লেখ করে হাফিজ আকতার মোবাইল ফোন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, পুরোনো মোবাইল ফোন বিক্রির ক্ষেত্রে কোনো আপত্তি নেই; কিন্তু ব্যবসায়ীদের কাছে চোরাই মোবাইল থাকলে তাঁকে গ্রেপ্তার করা হবে। যারা বিক্রি করেন, তাঁরাও অপরাধী। বিক্রেতাদের এসব কাজ থেকে সরে আসার অনুরোধ করেন তিনি। চোরাই মোবাইল বিক্রি হয় বলেই চোর ও ছিনতাইকারীরা এসব কর্মকাণ্ড করতে উৎসাহী হয়। এ ক্ষেত্রে চোরাই মোবাইল বিক্রি করা ব্যবসায়ীদেরও আইনের আওতায় আনা হচ্ছে এবং হবে।
চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলো সহজে বিক্রির জন্য ভারতেও পাচার করা হয় বলে ব্রিফিংয়ে জানানো হয়।
প্রসঙ্গগত, গত ২৯ এপ্রিল উত্তরা ১০ নম্বর সেক্টরে কেন্দ্রীয় জামে মসজিদে দুপুরে অজু করার সময় এক ব্যক্তির একটি আইফোন চুরি হয়। এই চুরির ঘটনায় ভুক্তভোগী ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। থানার পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ মামলাটির ছায়া তদন্ত করে রাজধানীর মোতালেব প্লাজা থেকে চুরি হওয়া মোবাইল ফোনটিসহ আরও ১৫৭টি চোরাই মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও ১ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে