Ajker Patrika

রাজধানীর বাড্ডায় যুবকের আত্মহত্যার অভিযোগ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২৩: ১৩
রাজধানীর বাড্ডায় যুবকের আত্মহত্যার অভিযোগ

রাজধানীর উত্তর বাড্ডায় রবিন মিয়া (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার স্বজনরা। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে উত্তর বাড্ডা শাহাবুদ্দিন মোড়ে একটি টিনশেড বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত রবিনের বাবা মো. বাচ্চু মিয়া জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গোয়াডাঙ্গা গ্রামে। তারা গ্রামেই থাকেন। রিকশা চালানোর জন্য ৩ দিন আগে ঢাকায় আসেন। বেড়ানোর জন্য ছেলেকে সঙ্গে নিয়ে আসেন। ঢাকায় এসে বাড্ডায় রবিনের ফুফু নাজমা বেগমের টিনশেড বাসায় ওঠেন।

মো. বাচ্চু মিয়া আরও জানান, দুপুরে তিনি রিকশা চালাতে বাইরে যান। আর রবিনের ফুফু ও তার মেয়ে গার্মেন্টসে যান। বাসায় রবিন একাই ছিল। সন্ধ্যায় বাসায় ফিরে দেখতে পান রুমের ভেতর থেকে দরজা বন্ধ। তখন অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে রবিন। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মৃত রবিনের বোন জামাই আল আমিন ইসলাম জানান, হতাশাগ্রস্ত ছিল রবিন। কিছুই করত না সে। মাঝে মধ্যে কাউকে কিছু না বলে বাড়ি থেকেও চলে যেত। চিকিৎসকের পরামর্শও নেওয়া হয়েছে। সবশেষ ১৫ দিন আগে নাদিয়া সুলতানা নামে এক মেয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। আজকে সে কোন কারণে এমন ঘটনা ঘটিয়েছে তা তাদের কারো জানা নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত