ঢাবি প্রতিনিধি

মানুষের লোভে মাত্রাতিরিক্ত বনসম্পদ ধ্বংসের কারণে ইকোসিস্টেম হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৩তম জাতীয় সম্মেলন ও এজিএম ২০২২ উপলক্ষে আয়োজিত ‘বায়োডাইভারসিটি কনভারসেশন: বাংলাদেশ পার্সপেক্টিভ’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও মানুষদের পরিবেশ ধ্বংসের কারণে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও ইকোসিস্টেমস আজ হুমকির সম্মুখীন। বন্যপ্রাণী আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, কিনা লোভী মানুষ বন্যা প্রাণীদের আবাসস্থল ধ্বংস করছে, বন ও পাহাড়ের মাঝখানে ঘর, রাস্তা তৈরি করছে।’
মন্ত্রী আরও বলেন, ‘অপরিকল্পিতভাবে বন ধ্বংস না করে বন্য প্রাণীদের উপযোগী বনায়ন তৈরি করা আমাদের কর্তব্য। একসময় বন্য প্রাণীদের হত্যা করা হতো, হরিণের চামড়া, বাঘের চামড়ার চড়া দামের দিকে খেয়াল রেখে কিছু অসাধু মানুষ বন্যপ্রাণী শিকার করে ইকোসিস্টেমকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।’ এ সময় বন বিভাগের পাশাপাশি সাধারণ মানুষকেও এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে করোনার মতো মরণব্যাধি রোগ আমাদের কম আঘাত করতে পেরেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, করোনা মহামারির সময়ে আমরা ৮ জন প্রাণিবিজ্ঞানী হারিয়েছি। আমাদের প্রাণিবিজ্ঞানীরা ও প্রাণিবিজ্ঞান সমিতি গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে যে দিকনির্দেশনা আমাদের দেবে তা সকলকে মেনে চলার পাশাপাশি জনসচেতনতা তৈরি করার আহ্বান জানান মন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের প্রধান তত্ত্বাবধায়ক মো. আমির হোসাইন চৌধুরী, এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট ড. এফ এইস আনসারী, গভীর সামুদ্রিক মাছ র্যাংস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইনাম চৌধুরী প্রমুখ।

মানুষের লোভে মাত্রাতিরিক্ত বনসম্পদ ধ্বংসের কারণে ইকোসিস্টেম হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৩তম জাতীয় সম্মেলন ও এজিএম ২০২২ উপলক্ষে আয়োজিত ‘বায়োডাইভারসিটি কনভারসেশন: বাংলাদেশ পার্সপেক্টিভ’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও মানুষদের পরিবেশ ধ্বংসের কারণে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও ইকোসিস্টেমস আজ হুমকির সম্মুখীন। বন্যপ্রাণী আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, কিনা লোভী মানুষ বন্যা প্রাণীদের আবাসস্থল ধ্বংস করছে, বন ও পাহাড়ের মাঝখানে ঘর, রাস্তা তৈরি করছে।’
মন্ত্রী আরও বলেন, ‘অপরিকল্পিতভাবে বন ধ্বংস না করে বন্য প্রাণীদের উপযোগী বনায়ন তৈরি করা আমাদের কর্তব্য। একসময় বন্য প্রাণীদের হত্যা করা হতো, হরিণের চামড়া, বাঘের চামড়ার চড়া দামের দিকে খেয়াল রেখে কিছু অসাধু মানুষ বন্যপ্রাণী শিকার করে ইকোসিস্টেমকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।’ এ সময় বন বিভাগের পাশাপাশি সাধারণ মানুষকেও এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে করোনার মতো মরণব্যাধি রোগ আমাদের কম আঘাত করতে পেরেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, করোনা মহামারির সময়ে আমরা ৮ জন প্রাণিবিজ্ঞানী হারিয়েছি। আমাদের প্রাণিবিজ্ঞানীরা ও প্রাণিবিজ্ঞান সমিতি গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে যে দিকনির্দেশনা আমাদের দেবে তা সকলকে মেনে চলার পাশাপাশি জনসচেতনতা তৈরি করার আহ্বান জানান মন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের প্রধান তত্ত্বাবধায়ক মো. আমির হোসাইন চৌধুরী, এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট ড. এফ এইস আনসারী, গভীর সামুদ্রিক মাছ র্যাংস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইনাম চৌধুরী প্রমুখ।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেটকারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেটকার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
এসআই সুমন চন্দ্র শেখ আরও বলেন, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
২ ঘণ্টা আগে