নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাম্প্রতিক সময়ে সারা দেশে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বেড়ে যাওয়াই সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে ঢাকা রেলওয়ে পুলিশ। আজ সোমবার সকাল ১১টা থেকে কমলাপুর রেলস্টেশনে থেকে এই প্রচারণা শুরু হয়।
প্রচারণার অংশ হিসেবে তেজগাঁও, বিমানবন্দর ও জয়দেবপুরে রেলস্টেশনের আশপাশের মানুষকে সচেতন মূলক লিফলেট বিতরণ করেন। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের শাস্তির কথা জানান।
ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি জঘন্য অপরাধ। আমরা সাধারণ মানুষসহ সবাইকে সচেতন করছি। যেন এই ধরনের কাজ কেউ না করেন। যারা করবেন সবাইকে আইনের আওতায় আনা হবে। প্রচার প্রচারণা চালানোর ফলে গত এক সপ্তাহে এ ধরনের ঘটনা আর ঘটেনি। যারা ট্রেনে পাথর নিক্ষেপ করছে তাদের দ্রুত খুঁজে পেতে মাঠে নেমেছে রেলওয়ে পুলিশ। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীর সম্পর্কে তথ্য দিলে, কিংবা ধরিয়ে দিলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আমাদের পক্ষ থেকে।
ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, ঢাকা বিভাগের রেলস্টেশন ও রেললাইনের পাশে পাথর নিক্ষেপ প্রবণ এলাকাগুলোতে এই প্রচারণা চলতেই থাকবে। আমাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা এই কাজে বড় ভূমিকা রাখতে পারে। ঢাকা বিভাগে ৭৬টি পাথর নিক্ষেপের ঘটনায় ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে তেজগাঁও টঙ্গী ও ভৈরবে এলাকা বেশি ঝুঁকি পূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় আমরা বেশি প্রচারণা চালাচ্ছি।
এদিকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলন্ত ট্রেন ১১০ বার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের জানালার গ্লাস ভেঙেছে ১০৩ টি। আহত হয়েছেন ২৯ জন।
এ বিষয়ে রেলের কর্মকর্তারা বলছেন, শিশুরা মজার ছলে ট্রেনে পাথর নিক্ষেপ করে থাকে। এর বাইরে রেললাইনের পাশের বস্তির লোকজনও এই ধরনের কাজ করে থাকে।

সাম্প্রতিক সময়ে সারা দেশে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বেড়ে যাওয়াই সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে ঢাকা রেলওয়ে পুলিশ। আজ সোমবার সকাল ১১টা থেকে কমলাপুর রেলস্টেশনে থেকে এই প্রচারণা শুরু হয়।
প্রচারণার অংশ হিসেবে তেজগাঁও, বিমানবন্দর ও জয়দেবপুরে রেলস্টেশনের আশপাশের মানুষকে সচেতন মূলক লিফলেট বিতরণ করেন। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের শাস্তির কথা জানান।
ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি জঘন্য অপরাধ। আমরা সাধারণ মানুষসহ সবাইকে সচেতন করছি। যেন এই ধরনের কাজ কেউ না করেন। যারা করবেন সবাইকে আইনের আওতায় আনা হবে। প্রচার প্রচারণা চালানোর ফলে গত এক সপ্তাহে এ ধরনের ঘটনা আর ঘটেনি। যারা ট্রেনে পাথর নিক্ষেপ করছে তাদের দ্রুত খুঁজে পেতে মাঠে নেমেছে রেলওয়ে পুলিশ। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীর সম্পর্কে তথ্য দিলে, কিংবা ধরিয়ে দিলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আমাদের পক্ষ থেকে।
ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, ঢাকা বিভাগের রেলস্টেশন ও রেললাইনের পাশে পাথর নিক্ষেপ প্রবণ এলাকাগুলোতে এই প্রচারণা চলতেই থাকবে। আমাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা এই কাজে বড় ভূমিকা রাখতে পারে। ঢাকা বিভাগে ৭৬টি পাথর নিক্ষেপের ঘটনায় ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে তেজগাঁও টঙ্গী ও ভৈরবে এলাকা বেশি ঝুঁকি পূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় আমরা বেশি প্রচারণা চালাচ্ছি।
এদিকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলন্ত ট্রেন ১১০ বার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের জানালার গ্লাস ভেঙেছে ১০৩ টি। আহত হয়েছেন ২৯ জন।
এ বিষয়ে রেলের কর্মকর্তারা বলছেন, শিশুরা মজার ছলে ট্রেনে পাথর নিক্ষেপ করে থাকে। এর বাইরে রেললাইনের পাশের বস্তির লোকজনও এই ধরনের কাজ করে থাকে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে