নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবের সঙ্গে চুক্তি বাতিলের অবস্থান থেকে সরে না এলে ব্র্যাকের প্রতিটি ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন। দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ শুক্রবার ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘সমকামিতার বিরোধিতা করায় ব্র্যাক থেকে আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয়। যদি ব্র্যাক এই সিদ্ধান্ত না বদলায়, তবে দেশের জনগণকে নিয়ে ব্র্যাকের প্রতিটি ইট খুলে ফেলব।’
একটি এনজিও হয়ে ব্র্যাক সমকামিতার বিরোধিতার জন্য চাকরিচ্যুত করবে, সেটা হবে না বলে তিনি উল্লেখ করেন।
ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়েও এক শিক্ষককে চাকরিচ্যুত করার চক্রান্ত করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
ব্র্যাক ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের চাকরিচ্যুতির সমস্যা সামাল দিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ইসলামী আন্দোলনের দ্বিতীয় শীর্ষ নেতা। তিনি বলেন, সহশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের লজ্জা তুলে নেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পাঁয়তারা করছে।
বর্তমান সরকার সমকামিতার পক্ষে, না বিপক্ষে; সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করেন তিনি।
শিক্ষামন্ত্রী কৌশলে পাঠ্যবই থেকে ইসলামকে বাদ দেওয়ার পাঁয়তারা করছে, এমন অভিযোগ করে তিনি বলেন, সরকার এপার বাংলা ও ওপার বাংলা এক করার চেষ্টা করছে।
সমাবেশে দলের অন্য নেতারা বলেন, শক্তিশালী বিরোধী দল না থাকায় সরকার ক্ষমতার দাপটে জাতিকে মূর্খ করার পরিকল্পনা করছে।
ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ অন্য নেতারা সমাবেশে বক্তৃতা করেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবের সঙ্গে চুক্তি বাতিলের অবস্থান থেকে সরে না এলে ব্র্যাকের প্রতিটি ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন। দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ শুক্রবার ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘সমকামিতার বিরোধিতা করায় ব্র্যাক থেকে আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয়। যদি ব্র্যাক এই সিদ্ধান্ত না বদলায়, তবে দেশের জনগণকে নিয়ে ব্র্যাকের প্রতিটি ইট খুলে ফেলব।’
একটি এনজিও হয়ে ব্র্যাক সমকামিতার বিরোধিতার জন্য চাকরিচ্যুত করবে, সেটা হবে না বলে তিনি উল্লেখ করেন।
ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়েও এক শিক্ষককে চাকরিচ্যুত করার চক্রান্ত করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
ব্র্যাক ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের চাকরিচ্যুতির সমস্যা সামাল দিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ইসলামী আন্দোলনের দ্বিতীয় শীর্ষ নেতা। তিনি বলেন, সহশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের লজ্জা তুলে নেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পাঁয়তারা করছে।
বর্তমান সরকার সমকামিতার পক্ষে, না বিপক্ষে; সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করেন তিনি।
শিক্ষামন্ত্রী কৌশলে পাঠ্যবই থেকে ইসলামকে বাদ দেওয়ার পাঁয়তারা করছে, এমন অভিযোগ করে তিনি বলেন, সরকার এপার বাংলা ও ওপার বাংলা এক করার চেষ্টা করছে।
সমাবেশে দলের অন্য নেতারা বলেন, শক্তিশালী বিরোধী দল না থাকায় সরকার ক্ষমতার দাপটে জাতিকে মূর্খ করার পরিকল্পনা করছে।
ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ অন্য নেতারা সমাবেশে বক্তৃতা করেন।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
২৩ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
২৬ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে