মুন্সিগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর ওপর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ঢাকামুখী ও দক্ষিণাঞ্চলমুখী লেনে তিন কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
টানা তিন দিনের সরকারি ছুটির কারণে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আর পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণেও মহাসড়কে যানজটের অন্যতম কারণ। আজ শুক্রবার দুপুরের দিকে পদ্মা সেতুর ওপরে যান চলাচল স্বাভাবিক হলেও মহাসড়কে এখনো যানজট রয়েছে।
এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুতে ৩৩ নম্বর পিয়ারের কাছে একটি মাইক্রোবাস বিকল হয়ে গেলে যান চলাচল বিঘ্নিত হয়। পরে সাড়ে ১১টার দিকে রেকার দিয়ে মাইক্রোবাসটি সরিয়ে নেওয়া হয়। এতে সেতুতে যানবাহনের চাপ বেড়ে যায়। ঘণ্টাখানেক সেতুর ওপরে গাড়ির জট দেখা গেছে।
সকাল থেকেই মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের চাপ দেখা দেয়। একসঙ্গে অনেক গাড়ির চাপের কারণে টোল প্লাজা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় গাড়ি ধীরগতিতে চলতে দেখা যায়।
মুন্সিগঞ্জ ট্রাফিক পরিদর্শক (টিআই) বজলুল রহমান জানান, সকালে পদ্মা সেতুর ওপরে একটি মাইক্রোবাস সেতুর ৩৩ নম্বর পিয়ারের কাছে বিকল হয়। পরে সাড়ে ১১টার দিকে ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়। গাড়ি বিকল হওয়ায় সেতুতে যানবাহনে চাপ ছিল। পরে স্বাভাবিক হয়েছে।
পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, সকালে সেতুর মাঝখানে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে এই জটের সৃষ্টি হয়েছে। এখন গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুতে কিছুক্ষণ গাড়ির চাপ ছিল, এখন সেটি নেই।
তিনি আরও জানান, এ কারণে টোল আদায় কিছুটা ধীরগতির ছিল। একদিকে গাড়ি বিকল, অন্যদিকে উন্নয়নকাজ চলছে, তাই কিছুটা সময় ধীরগতিতে টোল আদায় হয়েছে।
মাওয়া ট্রাফিক পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার জানান, ছুটির কারণে অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার ছয়টি বুথের মধ্যে দুটি বুথ উন্নয়ন কার্যক্রমের জন্য বন্ধ রাখায় টোল আদায়ে ধীরগতি ছিল। সে কারণেও মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলে।

পদ্মা সেতুর ওপর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ঢাকামুখী ও দক্ষিণাঞ্চলমুখী লেনে তিন কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
টানা তিন দিনের সরকারি ছুটির কারণে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আর পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণেও মহাসড়কে যানজটের অন্যতম কারণ। আজ শুক্রবার দুপুরের দিকে পদ্মা সেতুর ওপরে যান চলাচল স্বাভাবিক হলেও মহাসড়কে এখনো যানজট রয়েছে।
এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুতে ৩৩ নম্বর পিয়ারের কাছে একটি মাইক্রোবাস বিকল হয়ে গেলে যান চলাচল বিঘ্নিত হয়। পরে সাড়ে ১১টার দিকে রেকার দিয়ে মাইক্রোবাসটি সরিয়ে নেওয়া হয়। এতে সেতুতে যানবাহনের চাপ বেড়ে যায়। ঘণ্টাখানেক সেতুর ওপরে গাড়ির জট দেখা গেছে।
সকাল থেকেই মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের চাপ দেখা দেয়। একসঙ্গে অনেক গাড়ির চাপের কারণে টোল প্লাজা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় গাড়ি ধীরগতিতে চলতে দেখা যায়।
মুন্সিগঞ্জ ট্রাফিক পরিদর্শক (টিআই) বজলুল রহমান জানান, সকালে পদ্মা সেতুর ওপরে একটি মাইক্রোবাস সেতুর ৩৩ নম্বর পিয়ারের কাছে বিকল হয়। পরে সাড়ে ১১টার দিকে ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়। গাড়ি বিকল হওয়ায় সেতুতে যানবাহনে চাপ ছিল। পরে স্বাভাবিক হয়েছে।
পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, সকালে সেতুর মাঝখানে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে এই জটের সৃষ্টি হয়েছে। এখন গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুতে কিছুক্ষণ গাড়ির চাপ ছিল, এখন সেটি নেই।
তিনি আরও জানান, এ কারণে টোল আদায় কিছুটা ধীরগতির ছিল। একদিকে গাড়ি বিকল, অন্যদিকে উন্নয়নকাজ চলছে, তাই কিছুটা সময় ধীরগতিতে টোল আদায় হয়েছে।
মাওয়া ট্রাফিক পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার জানান, ছুটির কারণে অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার ছয়টি বুথের মধ্যে দুটি বুথ উন্নয়ন কার্যক্রমের জন্য বন্ধ রাখায় টোল আদায়ে ধীরগতি ছিল। সে কারণেও মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে