মুন্সিগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর ওপর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ঢাকামুখী ও দক্ষিণাঞ্চলমুখী লেনে তিন কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
টানা তিন দিনের সরকারি ছুটির কারণে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আর পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণেও মহাসড়কে যানজটের অন্যতম কারণ। আজ শুক্রবার দুপুরের দিকে পদ্মা সেতুর ওপরে যান চলাচল স্বাভাবিক হলেও মহাসড়কে এখনো যানজট রয়েছে।
এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুতে ৩৩ নম্বর পিয়ারের কাছে একটি মাইক্রোবাস বিকল হয়ে গেলে যান চলাচল বিঘ্নিত হয়। পরে সাড়ে ১১টার দিকে রেকার দিয়ে মাইক্রোবাসটি সরিয়ে নেওয়া হয়। এতে সেতুতে যানবাহনের চাপ বেড়ে যায়। ঘণ্টাখানেক সেতুর ওপরে গাড়ির জট দেখা গেছে।
সকাল থেকেই মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের চাপ দেখা দেয়। একসঙ্গে অনেক গাড়ির চাপের কারণে টোল প্লাজা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় গাড়ি ধীরগতিতে চলতে দেখা যায়।
মুন্সিগঞ্জ ট্রাফিক পরিদর্শক (টিআই) বজলুল রহমান জানান, সকালে পদ্মা সেতুর ওপরে একটি মাইক্রোবাস সেতুর ৩৩ নম্বর পিয়ারের কাছে বিকল হয়। পরে সাড়ে ১১টার দিকে ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়। গাড়ি বিকল হওয়ায় সেতুতে যানবাহনে চাপ ছিল। পরে স্বাভাবিক হয়েছে।
পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, সকালে সেতুর মাঝখানে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে এই জটের সৃষ্টি হয়েছে। এখন গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুতে কিছুক্ষণ গাড়ির চাপ ছিল, এখন সেটি নেই।
তিনি আরও জানান, এ কারণে টোল আদায় কিছুটা ধীরগতির ছিল। একদিকে গাড়ি বিকল, অন্যদিকে উন্নয়নকাজ চলছে, তাই কিছুটা সময় ধীরগতিতে টোল আদায় হয়েছে।
মাওয়া ট্রাফিক পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার জানান, ছুটির কারণে অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার ছয়টি বুথের মধ্যে দুটি বুথ উন্নয়ন কার্যক্রমের জন্য বন্ধ রাখায় টোল আদায়ে ধীরগতি ছিল। সে কারণেও মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলে।

পদ্মা সেতুর ওপর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ঢাকামুখী ও দক্ষিণাঞ্চলমুখী লেনে তিন কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
টানা তিন দিনের সরকারি ছুটির কারণে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আর পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণেও মহাসড়কে যানজটের অন্যতম কারণ। আজ শুক্রবার দুপুরের দিকে পদ্মা সেতুর ওপরে যান চলাচল স্বাভাবিক হলেও মহাসড়কে এখনো যানজট রয়েছে।
এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুতে ৩৩ নম্বর পিয়ারের কাছে একটি মাইক্রোবাস বিকল হয়ে গেলে যান চলাচল বিঘ্নিত হয়। পরে সাড়ে ১১টার দিকে রেকার দিয়ে মাইক্রোবাসটি সরিয়ে নেওয়া হয়। এতে সেতুতে যানবাহনের চাপ বেড়ে যায়। ঘণ্টাখানেক সেতুর ওপরে গাড়ির জট দেখা গেছে।
সকাল থেকেই মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের চাপ দেখা দেয়। একসঙ্গে অনেক গাড়ির চাপের কারণে টোল প্লাজা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় গাড়ি ধীরগতিতে চলতে দেখা যায়।
মুন্সিগঞ্জ ট্রাফিক পরিদর্শক (টিআই) বজলুল রহমান জানান, সকালে পদ্মা সেতুর ওপরে একটি মাইক্রোবাস সেতুর ৩৩ নম্বর পিয়ারের কাছে বিকল হয়। পরে সাড়ে ১১টার দিকে ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়। গাড়ি বিকল হওয়ায় সেতুতে যানবাহনে চাপ ছিল। পরে স্বাভাবিক হয়েছে।
পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, সকালে সেতুর মাঝখানে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে এই জটের সৃষ্টি হয়েছে। এখন গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুতে কিছুক্ষণ গাড়ির চাপ ছিল, এখন সেটি নেই।
তিনি আরও জানান, এ কারণে টোল আদায় কিছুটা ধীরগতির ছিল। একদিকে গাড়ি বিকল, অন্যদিকে উন্নয়নকাজ চলছে, তাই কিছুটা সময় ধীরগতিতে টোল আদায় হয়েছে।
মাওয়া ট্রাফিক পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার জানান, ছুটির কারণে অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার ছয়টি বুথের মধ্যে দুটি বুথ উন্নয়ন কার্যক্রমের জন্য বন্ধ রাখায় টোল আদায়ে ধীরগতি ছিল। সে কারণেও মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে