রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে রয়েছে নানান প্রজাতির দেশি-বিদেশি পশুপাখি। পার্কে আসা বিভিন্ন বয়সী দর্শনার্থীদের আনন্দের খোরাক জোগায় এরা। বিশেষ করে ছোট্ট সোনামণিরা বেশি আনন্দ পায় বিভিন্ন পাখি দেখে। ধনেশ বেষ্টনীতে প্রবেশ করতেই চোখে পড়বে উগান্ডার জাতীয় পাখি ক্রেন হল, যা বাংলাদেশে লাল মুকুটযুক্ত সারস নামে পরিচিত। সাব-সাহারান আফ্রিকার শুষ্ক সাভানাতে এদের দেখা মেলে। এ ছাড়া কেনিয়া নদী ও হ্রদের কাছে ঘাসযুক্ত সমতল ভূমিতেও এদের বসবাস রয়েছে।
ধূসর মুকুটযুক্ত সারস লম্বায় ৩ ফুটের বেশি, ওজন হয় ৩ কেজির ওপরে। এদের ডানা বেশ লম্বা। পুরো শরীরের পালক ধূসর রঙের। ডানাগুলো প্রধানত সাদা রঙের হয়। মাথায় শক্ত সোনালি পালকের সুন্দর মুকুট রয়েছে। মুখের দিকে হালকা সাদা এবং পা কালো রঙের হয়। ক্রেন হল পাখি সর্বভুক, গাছপালা, বীজ, শস্য, পোকামাকড়, ব্যাঙ, কৃমি, ছোট মাছ ও জলজ প্রাণীর ডিম খেয়ে জীবন ধারণ করে থাকে। রাতে গাছের মগডালে বিশ্রাম নেয়। সারস পাখি দুই থেকে পাঁচটি ডিম দেয়। ২৮ থেকে ৩১ দিন পর্যন্ত ডিমে তা দেয় এরা। ছানাগুলো ৫৬ থেকে ১০০ দিনের মধ্যে মা-বাবা থেকে আলাদা হয়ে যায়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ধনেশ বেষ্টনী একটি বিশাল এলাকায় জোড়া বেঁধে এদিক–সেদিক ছোটাছুটি করছে ক্রেন হল বা সারস পাখি। কখনো বেষ্টনীর ছোট্ট লেকে নেমে অন্য পাখির সঙ্গে মিশে খাবারের সন্ধান করছে। কখনো বেষ্টনীর ভেতর থাকা বিভিন্ন গাছে উঠে বিশ্রাম নিচ্ছে। কখনো নিজেদের মধ্যে খুনসুটি করে সময় কাটাচ্ছে। বেষ্টনীর নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে লাল মুকুটযুক্ত সারস পাখি দেখছে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা।
পার্কে আসা দর্শনার্থী লিপি আক্তার বলেন, ‘ছেলেমেয়েকে নিয়ে পার্কে বেড়াতে এসেছি। বিভিন্ন পশুপাখি দেখা হয়েছে। বাচ্চারা সারস পাখি দেখে খুবই আনন্দ পেয়েছে। অনেক সময় দাঁড়িয়ে মনোযোগসহ পাখি দেখেছে বাচ্চারা।’
একই বেষ্টনীতে কথা হয় জামালপুর থেকে আসা সাহেব আলীর সঙ্গে। তিনি একজন স্কুলশিক্ষক। স্কুল ছুটি, তাই স্ত্রী-সন্তান নিয়ে পার্কে ঘুরতে এসেছেন। তিনি বলেন, সবাই এই বিদেশি পাখি দেখে খুবই আনন্দ পাচ্ছে। দেখতে খুবই চমৎকার। বাচ্চাদের বেশ আনন্দ দিয়েছে। সারস পাখির এদিক সেদিক ছোটাছুটি আর সুন্দর ভঙ্গিতে নাচানাচি করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিভিন্ন পশুপাখি দর্শনার্থীদের আনন্দ দেয়। বিশেষ করে বিদেশি পাখি ক্রেন হল বা মুকুটযুক্ত সারস খুবই মিষ্টি পাখি।

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে রয়েছে নানান প্রজাতির দেশি-বিদেশি পশুপাখি। পার্কে আসা বিভিন্ন বয়সী দর্শনার্থীদের আনন্দের খোরাক জোগায় এরা। বিশেষ করে ছোট্ট সোনামণিরা বেশি আনন্দ পায় বিভিন্ন পাখি দেখে। ধনেশ বেষ্টনীতে প্রবেশ করতেই চোখে পড়বে উগান্ডার জাতীয় পাখি ক্রেন হল, যা বাংলাদেশে লাল মুকুটযুক্ত সারস নামে পরিচিত। সাব-সাহারান আফ্রিকার শুষ্ক সাভানাতে এদের দেখা মেলে। এ ছাড়া কেনিয়া নদী ও হ্রদের কাছে ঘাসযুক্ত সমতল ভূমিতেও এদের বসবাস রয়েছে।
ধূসর মুকুটযুক্ত সারস লম্বায় ৩ ফুটের বেশি, ওজন হয় ৩ কেজির ওপরে। এদের ডানা বেশ লম্বা। পুরো শরীরের পালক ধূসর রঙের। ডানাগুলো প্রধানত সাদা রঙের হয়। মাথায় শক্ত সোনালি পালকের সুন্দর মুকুট রয়েছে। মুখের দিকে হালকা সাদা এবং পা কালো রঙের হয়। ক্রেন হল পাখি সর্বভুক, গাছপালা, বীজ, শস্য, পোকামাকড়, ব্যাঙ, কৃমি, ছোট মাছ ও জলজ প্রাণীর ডিম খেয়ে জীবন ধারণ করে থাকে। রাতে গাছের মগডালে বিশ্রাম নেয়। সারস পাখি দুই থেকে পাঁচটি ডিম দেয়। ২৮ থেকে ৩১ দিন পর্যন্ত ডিমে তা দেয় এরা। ছানাগুলো ৫৬ থেকে ১০০ দিনের মধ্যে মা-বাবা থেকে আলাদা হয়ে যায়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ধনেশ বেষ্টনী একটি বিশাল এলাকায় জোড়া বেঁধে এদিক–সেদিক ছোটাছুটি করছে ক্রেন হল বা সারস পাখি। কখনো বেষ্টনীর ছোট্ট লেকে নেমে অন্য পাখির সঙ্গে মিশে খাবারের সন্ধান করছে। কখনো বেষ্টনীর ভেতর থাকা বিভিন্ন গাছে উঠে বিশ্রাম নিচ্ছে। কখনো নিজেদের মধ্যে খুনসুটি করে সময় কাটাচ্ছে। বেষ্টনীর নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে লাল মুকুটযুক্ত সারস পাখি দেখছে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা।
পার্কে আসা দর্শনার্থী লিপি আক্তার বলেন, ‘ছেলেমেয়েকে নিয়ে পার্কে বেড়াতে এসেছি। বিভিন্ন পশুপাখি দেখা হয়েছে। বাচ্চারা সারস পাখি দেখে খুবই আনন্দ পেয়েছে। অনেক সময় দাঁড়িয়ে মনোযোগসহ পাখি দেখেছে বাচ্চারা।’
একই বেষ্টনীতে কথা হয় জামালপুর থেকে আসা সাহেব আলীর সঙ্গে। তিনি একজন স্কুলশিক্ষক। স্কুল ছুটি, তাই স্ত্রী-সন্তান নিয়ে পার্কে ঘুরতে এসেছেন। তিনি বলেন, সবাই এই বিদেশি পাখি দেখে খুবই আনন্দ পাচ্ছে। দেখতে খুবই চমৎকার। বাচ্চাদের বেশ আনন্দ দিয়েছে। সারস পাখির এদিক সেদিক ছোটাছুটি আর সুন্দর ভঙ্গিতে নাচানাচি করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিভিন্ন পশুপাখি দর্শনার্থীদের আনন্দ দেয়। বিশেষ করে বিদেশি পাখি ক্রেন হল বা মুকুটযুক্ত সারস খুবই মিষ্টি পাখি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে