অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার ২৩ ইউনিয়নে ২১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে ৪টায় উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু করে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)।
কিশোরগঞ্জ পবিস সূত্র জানা গেছে, গত শনিবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে রোববার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কালবৈশাখী ঝড়ের আঘাতে কিশোরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও করিমগঞ্জ উপজেলার পলিটেকনিক কলেজের আশ-পাশের বিভিন্ন স্থানে গাছ-পালা পড়ে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন ছিঁড়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠান কল-কারখানা, হাসপাতাল ও অটোরিকশা চার্জসহ বিদ্যুৎ চালিত কাজ করতে চরম ভোগান্তি পোহাতে হয় মানুষকে।
সবচেয়ে বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ অটোরিকশা চালকেরা। রাতে যানবাহনে চার্জ দিতে না পারায় দিনে যাত্রী পরিবহন করতে পারেনি তাঁরা।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কর্মীরা রোববার সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করেন। ২১ ঘণ্টা পর তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু করে কিশোরগঞ্জ পবিস।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিঠামইন আঞ্চলিক কার্যালয়ের অধীনে প্রায় ৭৪ হাজার গ্রাহক রয়েছেন। অষ্টগ্রামে প্রায় ২৯ হাজার, মিঠামইনে ২৫ হাজার ও ইটনা আংশিকে ২০ হাজার গ্রাহক রয়েছেন।
মিঠামইন পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী কামাল হোসেন বলেন, গত রাত থেকে পল্লী বিদ্যুৎ কর্মীদের অব্যাহত চেষ্টায় বিকেল সাড়ে ৪টায় তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার ২৩ ইউনিয়নে ২১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে ৪টায় উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু করে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)।
কিশোরগঞ্জ পবিস সূত্র জানা গেছে, গত শনিবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে রোববার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কালবৈশাখী ঝড়ের আঘাতে কিশোরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও করিমগঞ্জ উপজেলার পলিটেকনিক কলেজের আশ-পাশের বিভিন্ন স্থানে গাছ-পালা পড়ে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন ছিঁড়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠান কল-কারখানা, হাসপাতাল ও অটোরিকশা চার্জসহ বিদ্যুৎ চালিত কাজ করতে চরম ভোগান্তি পোহাতে হয় মানুষকে।
সবচেয়ে বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ অটোরিকশা চালকেরা। রাতে যানবাহনে চার্জ দিতে না পারায় দিনে যাত্রী পরিবহন করতে পারেনি তাঁরা।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কর্মীরা রোববার সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করেন। ২১ ঘণ্টা পর তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু করে কিশোরগঞ্জ পবিস।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিঠামইন আঞ্চলিক কার্যালয়ের অধীনে প্রায় ৭৪ হাজার গ্রাহক রয়েছেন। অষ্টগ্রামে প্রায় ২৯ হাজার, মিঠামইনে ২৫ হাজার ও ইটনা আংশিকে ২০ হাজার গ্রাহক রয়েছেন।
মিঠামইন পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী কামাল হোসেন বলেন, গত রাত থেকে পল্লী বিদ্যুৎ কর্মীদের অব্যাহত চেষ্টায় বিকেল সাড়ে ৪টায় তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৪৩ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে