নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রার্থী তালিকায় ১১ জনের নাম। কিন্তু ভোট কেন্দ্রে দুই প্রার্থীর এজেন্ট ছাড়া বাকিদের কোনো এজেন্ট নেই। আজ রোববার দুপুরে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (ইংরেজি শাখা) কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহবুবুর রহমান বলেন, সকালে এসে এজেন্টের নাম লিপিবদ্ধ করাতে হয়। এই কেন্দ্রে দুটি প্রতীকের এজেন্ট রয়েছেন। বাকি কোনো প্রার্থীর এজেন্ট আসেনি।
প্রিসাইডিং কর্মকর্তার দেওয়া তথ্য বলছে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে (২৬ নম্বর কেন্দ্র) কেবলমাত্র নৌকা এবং ফুলের মালা প্রতীকের এজেন্ট ছিলেন। এজেন্টের পাশাপাশি ভোটার উপস্থিতিতেও খরা ছিল। কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৮৪৯ জন। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ে মাত্র ১০৫টি, যা মোট ভোটারের ৭ শতাংশের কম।
রামপুরা, মগবাজার, মতিঝিল এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে প্রায় একই রকম চিত্র দেখা গেছে। মগবাজার রেলগেট এলাকার শাহনুরী মডেল হাইস্কুলে (বালক শাখা) তিনটি কেন্দ্রে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ৬ হাজার ৬৪০। এর মধ্যে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়ে মাত্র ১০৯টি। কেন্দ্রে প্রার্থী সংখ্যা ছয়জন হলেও তিনজন ছাড়া বাকিদের কোনো এজেন্ট নেই।
শাহনূরী মডেল হাইস্কুলের ১০৭ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবু বকর বলেন, ‘নৌকা, লাঙ্গল ও সোনালী আঁশ প্রতীকের এজেন্ট ছাড়া আর কেউ আমাদের কাছে আসেনি।’
ঢাকা-১১ আসনের খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীসংখ্যা আটজন। তবে মাত্র তিনটি প্রতীকের এজেন্ট প্রিসাইডিং অফিসারের কাছে নাম লিপিবদ্ধ করান।
প্রিসাইডিং অফিসার হাফিজুর রহমান বলেন, নৌকা, একতারা ও নোঙ্গর ছাড়া আর কোনো প্রতীকের এজেন্ট তাঁর কাছে নাম লিপিবদ্ধ করাননি।
কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্ট তাদের প্রার্থী সম্পর্কে জানেন না এমন চিত্রও দেখা গেছে।
খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নোঙ্গর প্রতীকের এজেন্টের কাছে জানতে চাওয়া হয়, তার প্রার্থী স্বতন্ত্র নাকি কোনো দলের। এর উত্তর তিনি জানেন না বলে জানান।
খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা পারুল আক্তার বলেন, ‘ভোট দিতে আইলাম। কিন্তু মানুষইতো নাই। লাইন, ঠেলাঠেলি কিছুই নাই।’
প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ভোটার উপস্থিতি ৪ থেকে ৭ শতাংশ।

প্রার্থী তালিকায় ১১ জনের নাম। কিন্তু ভোট কেন্দ্রে দুই প্রার্থীর এজেন্ট ছাড়া বাকিদের কোনো এজেন্ট নেই। আজ রোববার দুপুরে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (ইংরেজি শাখা) কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহবুবুর রহমান বলেন, সকালে এসে এজেন্টের নাম লিপিবদ্ধ করাতে হয়। এই কেন্দ্রে দুটি প্রতীকের এজেন্ট রয়েছেন। বাকি কোনো প্রার্থীর এজেন্ট আসেনি।
প্রিসাইডিং কর্মকর্তার দেওয়া তথ্য বলছে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে (২৬ নম্বর কেন্দ্র) কেবলমাত্র নৌকা এবং ফুলের মালা প্রতীকের এজেন্ট ছিলেন। এজেন্টের পাশাপাশি ভোটার উপস্থিতিতেও খরা ছিল। কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৮৪৯ জন। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ে মাত্র ১০৫টি, যা মোট ভোটারের ৭ শতাংশের কম।
রামপুরা, মগবাজার, মতিঝিল এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে প্রায় একই রকম চিত্র দেখা গেছে। মগবাজার রেলগেট এলাকার শাহনুরী মডেল হাইস্কুলে (বালক শাখা) তিনটি কেন্দ্রে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ৬ হাজার ৬৪০। এর মধ্যে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়ে মাত্র ১০৯টি। কেন্দ্রে প্রার্থী সংখ্যা ছয়জন হলেও তিনজন ছাড়া বাকিদের কোনো এজেন্ট নেই।
শাহনূরী মডেল হাইস্কুলের ১০৭ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবু বকর বলেন, ‘নৌকা, লাঙ্গল ও সোনালী আঁশ প্রতীকের এজেন্ট ছাড়া আর কেউ আমাদের কাছে আসেনি।’
ঢাকা-১১ আসনের খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীসংখ্যা আটজন। তবে মাত্র তিনটি প্রতীকের এজেন্ট প্রিসাইডিং অফিসারের কাছে নাম লিপিবদ্ধ করান।
প্রিসাইডিং অফিসার হাফিজুর রহমান বলেন, নৌকা, একতারা ও নোঙ্গর ছাড়া আর কোনো প্রতীকের এজেন্ট তাঁর কাছে নাম লিপিবদ্ধ করাননি।
কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্ট তাদের প্রার্থী সম্পর্কে জানেন না এমন চিত্রও দেখা গেছে।
খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নোঙ্গর প্রতীকের এজেন্টের কাছে জানতে চাওয়া হয়, তার প্রার্থী স্বতন্ত্র নাকি কোনো দলের। এর উত্তর তিনি জানেন না বলে জানান।
খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা পারুল আক্তার বলেন, ‘ভোট দিতে আইলাম। কিন্তু মানুষইতো নাই। লাইন, ঠেলাঠেলি কিছুই নাই।’
প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ভোটার উপস্থিতি ৪ থেকে ৭ শতাংশ।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৫ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৬ ঘণ্টা আগে