নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রার্থী তালিকায় ১১ জনের নাম। কিন্তু ভোট কেন্দ্রে দুই প্রার্থীর এজেন্ট ছাড়া বাকিদের কোনো এজেন্ট নেই। আজ রোববার দুপুরে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (ইংরেজি শাখা) কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহবুবুর রহমান বলেন, সকালে এসে এজেন্টের নাম লিপিবদ্ধ করাতে হয়। এই কেন্দ্রে দুটি প্রতীকের এজেন্ট রয়েছেন। বাকি কোনো প্রার্থীর এজেন্ট আসেনি।
প্রিসাইডিং কর্মকর্তার দেওয়া তথ্য বলছে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে (২৬ নম্বর কেন্দ্র) কেবলমাত্র নৌকা এবং ফুলের মালা প্রতীকের এজেন্ট ছিলেন। এজেন্টের পাশাপাশি ভোটার উপস্থিতিতেও খরা ছিল। কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৮৪৯ জন। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ে মাত্র ১০৫টি, যা মোট ভোটারের ৭ শতাংশের কম।
রামপুরা, মগবাজার, মতিঝিল এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে প্রায় একই রকম চিত্র দেখা গেছে। মগবাজার রেলগেট এলাকার শাহনুরী মডেল হাইস্কুলে (বালক শাখা) তিনটি কেন্দ্রে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ৬ হাজার ৬৪০। এর মধ্যে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়ে মাত্র ১০৯টি। কেন্দ্রে প্রার্থী সংখ্যা ছয়জন হলেও তিনজন ছাড়া বাকিদের কোনো এজেন্ট নেই।
শাহনূরী মডেল হাইস্কুলের ১০৭ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবু বকর বলেন, ‘নৌকা, লাঙ্গল ও সোনালী আঁশ প্রতীকের এজেন্ট ছাড়া আর কেউ আমাদের কাছে আসেনি।’
ঢাকা-১১ আসনের খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীসংখ্যা আটজন। তবে মাত্র তিনটি প্রতীকের এজেন্ট প্রিসাইডিং অফিসারের কাছে নাম লিপিবদ্ধ করান।
প্রিসাইডিং অফিসার হাফিজুর রহমান বলেন, নৌকা, একতারা ও নোঙ্গর ছাড়া আর কোনো প্রতীকের এজেন্ট তাঁর কাছে নাম লিপিবদ্ধ করাননি।
কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্ট তাদের প্রার্থী সম্পর্কে জানেন না এমন চিত্রও দেখা গেছে।
খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নোঙ্গর প্রতীকের এজেন্টের কাছে জানতে চাওয়া হয়, তার প্রার্থী স্বতন্ত্র নাকি কোনো দলের। এর উত্তর তিনি জানেন না বলে জানান।
খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা পারুল আক্তার বলেন, ‘ভোট দিতে আইলাম। কিন্তু মানুষইতো নাই। লাইন, ঠেলাঠেলি কিছুই নাই।’
প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ভোটার উপস্থিতি ৪ থেকে ৭ শতাংশ।

প্রার্থী তালিকায় ১১ জনের নাম। কিন্তু ভোট কেন্দ্রে দুই প্রার্থীর এজেন্ট ছাড়া বাকিদের কোনো এজেন্ট নেই। আজ রোববার দুপুরে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (ইংরেজি শাখা) কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহবুবুর রহমান বলেন, সকালে এসে এজেন্টের নাম লিপিবদ্ধ করাতে হয়। এই কেন্দ্রে দুটি প্রতীকের এজেন্ট রয়েছেন। বাকি কোনো প্রার্থীর এজেন্ট আসেনি।
প্রিসাইডিং কর্মকর্তার দেওয়া তথ্য বলছে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে (২৬ নম্বর কেন্দ্র) কেবলমাত্র নৌকা এবং ফুলের মালা প্রতীকের এজেন্ট ছিলেন। এজেন্টের পাশাপাশি ভোটার উপস্থিতিতেও খরা ছিল। কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৮৪৯ জন। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ে মাত্র ১০৫টি, যা মোট ভোটারের ৭ শতাংশের কম।
রামপুরা, মগবাজার, মতিঝিল এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে প্রায় একই রকম চিত্র দেখা গেছে। মগবাজার রেলগেট এলাকার শাহনুরী মডেল হাইস্কুলে (বালক শাখা) তিনটি কেন্দ্রে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ৬ হাজার ৬৪০। এর মধ্যে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়ে মাত্র ১০৯টি। কেন্দ্রে প্রার্থী সংখ্যা ছয়জন হলেও তিনজন ছাড়া বাকিদের কোনো এজেন্ট নেই।
শাহনূরী মডেল হাইস্কুলের ১০৭ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবু বকর বলেন, ‘নৌকা, লাঙ্গল ও সোনালী আঁশ প্রতীকের এজেন্ট ছাড়া আর কেউ আমাদের কাছে আসেনি।’
ঢাকা-১১ আসনের খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীসংখ্যা আটজন। তবে মাত্র তিনটি প্রতীকের এজেন্ট প্রিসাইডিং অফিসারের কাছে নাম লিপিবদ্ধ করান।
প্রিসাইডিং অফিসার হাফিজুর রহমান বলেন, নৌকা, একতারা ও নোঙ্গর ছাড়া আর কোনো প্রতীকের এজেন্ট তাঁর কাছে নাম লিপিবদ্ধ করাননি।
কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্ট তাদের প্রার্থী সম্পর্কে জানেন না এমন চিত্রও দেখা গেছে।
খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নোঙ্গর প্রতীকের এজেন্টের কাছে জানতে চাওয়া হয়, তার প্রার্থী স্বতন্ত্র নাকি কোনো দলের। এর উত্তর তিনি জানেন না বলে জানান।
খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা পারুল আক্তার বলেন, ‘ভোট দিতে আইলাম। কিন্তু মানুষইতো নাই। লাইন, ঠেলাঠেলি কিছুই নাই।’
প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ভোটার উপস্থিতি ৪ থেকে ৭ শতাংশ।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে