অপু চাইছে না একজন পতাকাবিক্রেতাকে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত করা হোক। কিন্তু বড় বোন শাপলা বলল, এই স্বাধীন দেশে বিজয় দিবস সবার জন্য সমান। সবাই মিলে দিবসটি পালন না করলে বিজয় দিবস তার সঠিক মূল্যায়ন পাবে না। ছোট্ট অপু তখন বুঝতে পারল, ভালো কিছু করতে হলে সবাই মিলেমিশে কাজ করতে হয়। এভাবেই শেষ হলো ‘বিজয় আনন্দ’ শিরোনামের একটি পাপেট শো। স্বাধীনতার ৫০ বছর উদ্যাপনে শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ মহিলা সমিতি নাট্যমঞ্চে ঢাকা পাপেট থিয়েটার আয়োজন করে স্বাধীনতার ৫০ বছরে পাপেট শো। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয় ‘বিজয় আনন্দ’ নামে পাপেট শো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ‘মঞ্চ একটা আনন্দের জায়গা, শেখার জায়গা। বই পড়ে যা শিখতে হয়, মঞ্চে এসে আমরা আনন্দের সঙ্গে সেটা শিখতে পারি। তাই এই চর্চাগুলো হওয়া খুবই জরুরি। পাশাপাশি আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে এই চর্চাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
স্কুলগুলোতে পাপেট শো করার আহ্বানে সাড়া দিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'আপনারা স্কুলে পাপেট শো করার প্রস্তাব করেছেন। আমার স্কুল দিয়েই শুরু করুন। মুক্তাগাছায় স্কুলে মেয়েদের স্কুল দিয়ে শুরু করে ধীরে ধীরে কো এড স্কুলে শো করার ব্যবস্থা করে দেওয়া হবে।' এ সময় শিশুদের কর্মশালা করার ব্যবস্থা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি।
আর্থিক সহায়তা নয়, পাপেট শো নিয়ে কাজ করার ক্ষেত্র প্রসারিত করার আহ্বান জানিয়ে ঢাকা পাপেট থিয়েটারের উপদেষ্টা মো. জসীম উদ্দিন বলেন, 'আমরা চাই শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশের স্কুলগুলোতে পাপেট শো শেখানো ও দেখানোর সুযোগ করে দিন, বাচ্চারা শিখুক। আগে সংস্কৃতি চর্চাই ছিল সামাজিক শিক্ষা লাভ করার জায়গা। আবারও সেই জায়গাটায় আমরা চলে যেতে চাই।'
সংস্কৃতির বিকাশ না হলে দেশ এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব গোলাম সারোয়ার। বক্তব্য শেষে দুষ্টু রাখাল, বাঘ ও বকের গল্প শিরোনামের আরও দুটি পাপেট শো উপস্থাপন করা হয়।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৫ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে