
‘টুসি আপা নৌকা পেল, ঘাটের নৌকা ঘাটে ফিরল’ দলীয় মনোনয়ন প্রাপ্তির খবর পেয়ে উচ্ছ্বসিত নেতা–কর্মীরা এভাবে স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা। গত রোববার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে মিছিলে মিছিলে মুখরিত করে তুলে গাজীপুর-৩ আসনের দলীয় মনোনয়ন প্রাপ্তির পর আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা।
জানা যায়, আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত রুমানা আলী টুসি গাজীপুর তিন আসনের প্রয়াত সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. রহমত আলীর কন্যা। মো. রহমত আলী ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৬ সালে গাজীপুর-৩ আসনের এমপি নির্বাচিত হন।
১৯৯৯ সালে তিনি স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ক্রমেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি বরেণ্য এ রাজনীতিক পরলোকগমন করেন। গাজীপুর-৩ আসনে নৌকার হাল ধরে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
দ্বাদশ সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামিল হাসান দুর্জয়, জেলা আওয়ামী লীগে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আবদুল জলিল বিএ, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. শাখাওয়াত হোসেন দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন পান প্রয়াত সাংসদ মো. রহমত আলীর কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসি।
শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান বলেন, দুই যোগের বেশি সময় প্রয়াত সাংসদ মো, রহমত আলী গাজীপুর তিন আসনের নৌকার হাল ধরে রেখে ছিলেন। একাদশ নির্বাচনে নৌকা ঘাট ছাড়া হয়। রহমত আলীর বাইরে স্বাধীনতা উত্তর বাংলাদেশে একাদশ নির্বাচনে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ প্রথম গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ নির্বাচনে আবার ঘাটের নৌকা ঘাটে ফিরে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রহমত আলীর কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসিকে দলীয় মনোনয়ন দেওয়ায় ঘাটের নৌকা ঘাটে ফিরে এসেছে।

‘টুসি আপা নৌকা পেল, ঘাটের নৌকা ঘাটে ফিরল’ দলীয় মনোনয়ন প্রাপ্তির খবর পেয়ে উচ্ছ্বসিত নেতা–কর্মীরা এভাবে স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা। গত রোববার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে মিছিলে মিছিলে মুখরিত করে তুলে গাজীপুর-৩ আসনের দলীয় মনোনয়ন প্রাপ্তির পর আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা।
জানা যায়, আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত রুমানা আলী টুসি গাজীপুর তিন আসনের প্রয়াত সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. রহমত আলীর কন্যা। মো. রহমত আলী ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৬ সালে গাজীপুর-৩ আসনের এমপি নির্বাচিত হন।
১৯৯৯ সালে তিনি স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ক্রমেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি বরেণ্য এ রাজনীতিক পরলোকগমন করেন। গাজীপুর-৩ আসনে নৌকার হাল ধরে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
দ্বাদশ সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামিল হাসান দুর্জয়, জেলা আওয়ামী লীগে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আবদুল জলিল বিএ, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. শাখাওয়াত হোসেন দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন পান প্রয়াত সাংসদ মো. রহমত আলীর কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসি।
শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান বলেন, দুই যোগের বেশি সময় প্রয়াত সাংসদ মো, রহমত আলী গাজীপুর তিন আসনের নৌকার হাল ধরে রেখে ছিলেন। একাদশ নির্বাচনে নৌকা ঘাট ছাড়া হয়। রহমত আলীর বাইরে স্বাধীনতা উত্তর বাংলাদেশে একাদশ নির্বাচনে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ প্রথম গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ নির্বাচনে আবার ঘাটের নৌকা ঘাটে ফিরে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রহমত আলীর কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসিকে দলীয় মনোনয়ন দেওয়ায় ঘাটের নৌকা ঘাটে ফিরে এসেছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে