সাভার (ঢাকা) প্রতিনিধি

স্মৃতিসৌধ প্রাঙ্গণের আশপাশে তেমন ভিড় না থাকলেও নিজেদের নেতা-কর্মীদের মধ্যেই ঠেলাঠেলির কারণে প্রচণ্ড চাপে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সিনিয়র নেতারা। এ সময় পুষ্পবেদিতে হুমড়ি খেয়ে পড়েন নেতা-কর্মীরা। হট্টগোলের মাঝে পুষ্পস্তবক অর্পণ করার আগেই তা ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়।
আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবকের সময় এ ঘটনা ঘটে।
এ সময় নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। কেন্দ্রীয় নেতারা স্মৃতিসৌধে পৌঁছার আগেই স্থানীয় নেতা-কর্মীরা সেখানে অবস্থান নেন। ফুল দেওয়ার উদ্দেশ্যে তাঁরা আগেই পুষ্পবেদির কাছে পৌঁছান। তখন থেকেই ভিড় বাড়তে থাকে। ফখরুল, রিজভীসহ কেন্দ্রীয় নেতারা ভিড়ের মধ্যে দিয়ে পুষ্পবেদির সামনে পৌঁছান। তাঁরা সামনের কাতারে আসতেই প্রচণ্ড ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।
দুই হাত দিয়ে পুষ্পবেদিতে ঠেলা দিয়ে নিজেকে সামলে নিতে দেখা যায় রুহুল কবির রিজভীকে। সে ধাক্কাতেই সামনে থাকা পুষ্পস্তবক দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে মির্জা ফখরুলকে দেখা যায় পুষ্পস্তবকের ভগ্নাংশ জোড়া দিয়ে বেদিতে রাখতে। তাঁর পাশে তখন নেতা-কর্মীরা একজন আরেকজনের ওপর হুড়মুড় করে পড়তে থাকেন। নেতাদের রক্ষা করতে নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ সদস্যদের হিমশিম খেতে দেখা যায়।
ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে আসার সময় আবারও শুরু হয় ধাক্কাধাক্কি। এবার ধাক্কাধাক্কির কবলে পড়েন উপস্থিত সাংবাদিকেরা।
শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির অন্য নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবু প্রমুখ।

স্মৃতিসৌধ প্রাঙ্গণের আশপাশে তেমন ভিড় না থাকলেও নিজেদের নেতা-কর্মীদের মধ্যেই ঠেলাঠেলির কারণে প্রচণ্ড চাপে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সিনিয়র নেতারা। এ সময় পুষ্পবেদিতে হুমড়ি খেয়ে পড়েন নেতা-কর্মীরা। হট্টগোলের মাঝে পুষ্পস্তবক অর্পণ করার আগেই তা ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়।
আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবকের সময় এ ঘটনা ঘটে।
এ সময় নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। কেন্দ্রীয় নেতারা স্মৃতিসৌধে পৌঁছার আগেই স্থানীয় নেতা-কর্মীরা সেখানে অবস্থান নেন। ফুল দেওয়ার উদ্দেশ্যে তাঁরা আগেই পুষ্পবেদির কাছে পৌঁছান। তখন থেকেই ভিড় বাড়তে থাকে। ফখরুল, রিজভীসহ কেন্দ্রীয় নেতারা ভিড়ের মধ্যে দিয়ে পুষ্পবেদির সামনে পৌঁছান। তাঁরা সামনের কাতারে আসতেই প্রচণ্ড ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।
দুই হাত দিয়ে পুষ্পবেদিতে ঠেলা দিয়ে নিজেকে সামলে নিতে দেখা যায় রুহুল কবির রিজভীকে। সে ধাক্কাতেই সামনে থাকা পুষ্পস্তবক দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে মির্জা ফখরুলকে দেখা যায় পুষ্পস্তবকের ভগ্নাংশ জোড়া দিয়ে বেদিতে রাখতে। তাঁর পাশে তখন নেতা-কর্মীরা একজন আরেকজনের ওপর হুড়মুড় করে পড়তে থাকেন। নেতাদের রক্ষা করতে নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ সদস্যদের হিমশিম খেতে দেখা যায়।
ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে আসার সময় আবারও শুরু হয় ধাক্কাধাক্কি। এবার ধাক্কাধাক্কির কবলে পড়েন উপস্থিত সাংবাদিকেরা।
শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির অন্য নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবু প্রমুখ।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
২৭ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২৯ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে