উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় বাথরুম থেকে মিনা (২৫) নামের একজন গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের ৩৩ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই গৃহকর্মী জামালপুরের ইসলামপুর উপজেলার চিনার চড় গ্রামের মকবুলের মেয়ে। তিনি ওই বাড়িতে এক মাস আগে গৃহকর্মীর কাজে যোগদান করেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে ঘটনাস্থলে থাকা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাসুদা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বললে ভালো হবে। আমি বেশি কিছু জানি না। আমি শুধু টাচ অ্যান্ড ব্যাক করেছি।’
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা জানতে দুপুর থেকে বিকেল পর্যন্ত উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন গাজী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম এবং উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম আশিকুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো তথ্য পাওয়া যায়নি।
পরে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ওই গৃহকর্মীর লাশ বারান্দার বাথরুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই রাশেদ আরও বলেন, ‘এ ঘটনায় নিহত গৃহকর্মীর চাচাতো বোন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। ধারণা করা হচ্ছে, ওই গৃহকর্মী আত্মহত্যা করেছেন।’
উত্তরা ১২ নম্বর সেক্টর ৯ নম্বর সড়কের বাসিন্দারা জানান, মৃতদেহটি উদ্ধারকালে বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত ছিল। কিন্তু পা টয়লেটের কমোডের মধ্যে লাগানো ছিল। মিনা তাঁর স্বামী আরিফের সঙ্গে দীর্ঘদিন বনিবনা না হওয়ায় বাবার বাড়িতে থাকতেন। সর্বশেষ এক মাস আগে মৃত ফাহিম উদ্দিনের বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেন।
তাঁরা আরও জানান, বাড়িটির মালিক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক কর্মকর্তা মৃত ফাহিম উদ্দিন। বর্তমানে ওই বাড়ি ফাহিম উদ্দিনের স্ত্রী, তাঁর মেয়ে ও মেয়ে জামাই থাকেন।

রাজধানীর উত্তরায় বাথরুম থেকে মিনা (২৫) নামের একজন গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের ৩৩ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই গৃহকর্মী জামালপুরের ইসলামপুর উপজেলার চিনার চড় গ্রামের মকবুলের মেয়ে। তিনি ওই বাড়িতে এক মাস আগে গৃহকর্মীর কাজে যোগদান করেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে ঘটনাস্থলে থাকা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাসুদা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বললে ভালো হবে। আমি বেশি কিছু জানি না। আমি শুধু টাচ অ্যান্ড ব্যাক করেছি।’
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা জানতে দুপুর থেকে বিকেল পর্যন্ত উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন গাজী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম এবং উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম আশিকুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো তথ্য পাওয়া যায়নি।
পরে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ওই গৃহকর্মীর লাশ বারান্দার বাথরুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই রাশেদ আরও বলেন, ‘এ ঘটনায় নিহত গৃহকর্মীর চাচাতো বোন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। ধারণা করা হচ্ছে, ওই গৃহকর্মী আত্মহত্যা করেছেন।’
উত্তরা ১২ নম্বর সেক্টর ৯ নম্বর সড়কের বাসিন্দারা জানান, মৃতদেহটি উদ্ধারকালে বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত ছিল। কিন্তু পা টয়লেটের কমোডের মধ্যে লাগানো ছিল। মিনা তাঁর স্বামী আরিফের সঙ্গে দীর্ঘদিন বনিবনা না হওয়ায় বাবার বাড়িতে থাকতেন। সর্বশেষ এক মাস আগে মৃত ফাহিম উদ্দিনের বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেন।
তাঁরা আরও জানান, বাড়িটির মালিক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক কর্মকর্তা মৃত ফাহিম উদ্দিন। বর্তমানে ওই বাড়ি ফাহিম উদ্দিনের স্ত্রী, তাঁর মেয়ে ও মেয়ে জামাই থাকেন।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
২৭ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
৩০ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে