জাবি প্রতিনিধি

শাসকশ্রেণী ছাত্ররাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে পেটোয়া বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অস্ত্র, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ এমন কোন কুকর্ম নেই যা তারা করেনা। এতে ছাত্র রাজনীতিকে মানুষের সামনে যেমন কলুষিত করা যায়, একইসাথে আদর্শের রাজনীতিকেও ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায়।
বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, ‘আজ শিক্ষাকে ধ্বংস করে ব্যবসা করার পরিকল্পনা বাস্তবায়নে ক্ষমতাসীন দল শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। সেই সময় দাঁড়িয়ে শিক্ষার্থীদের সমাজ পরিবর্তনের আদর্শের বলে বলীয়ান হতে হবে। অন্যায়, অবিচারের বিরুদ্ধে, পুঁজিবাদী-ভোগবাদী সংস্কৃতির বিপরীতে গিয়ে জনগণের অধিকার আদায়ের মিছিলে শামিল হতে হবে।’
আলোচনা সভায় কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তা বাড়ৈ বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে এমন একজন লোক বসে থাকেন, যিনি মনেই করেন মেয়েদের একমাত্র কাজ বিয়ে করে সন্তান উৎপাদন করা। এটাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দুরবস্থার প্রমাণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতীত আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা দেশব্যাপী ছড়িয়ে না দিলে শাসকশ্রেণি এটাকেও ধূলিসাৎ করে দেবে। তাই আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শক্তিশালী লড়াই গড়ে তুলতে হবে, আর সেই লড়াইয়ে তাদের পাশে সর্বদা থাকবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।’
বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় জাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদকে সভাপতি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী কনোজ কান্তি রায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আরিফুল ইসলামকে।

শাসকশ্রেণী ছাত্ররাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে পেটোয়া বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অস্ত্র, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ এমন কোন কুকর্ম নেই যা তারা করেনা। এতে ছাত্র রাজনীতিকে মানুষের সামনে যেমন কলুষিত করা যায়, একইসাথে আদর্শের রাজনীতিকেও ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায়।
বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, ‘আজ শিক্ষাকে ধ্বংস করে ব্যবসা করার পরিকল্পনা বাস্তবায়নে ক্ষমতাসীন দল শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। সেই সময় দাঁড়িয়ে শিক্ষার্থীদের সমাজ পরিবর্তনের আদর্শের বলে বলীয়ান হতে হবে। অন্যায়, অবিচারের বিরুদ্ধে, পুঁজিবাদী-ভোগবাদী সংস্কৃতির বিপরীতে গিয়ে জনগণের অধিকার আদায়ের মিছিলে শামিল হতে হবে।’
আলোচনা সভায় কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তা বাড়ৈ বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে এমন একজন লোক বসে থাকেন, যিনি মনেই করেন মেয়েদের একমাত্র কাজ বিয়ে করে সন্তান উৎপাদন করা। এটাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দুরবস্থার প্রমাণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতীত আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা দেশব্যাপী ছড়িয়ে না দিলে শাসকশ্রেণি এটাকেও ধূলিসাৎ করে দেবে। তাই আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শক্তিশালী লড়াই গড়ে তুলতে হবে, আর সেই লড়াইয়ে তাদের পাশে সর্বদা থাকবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।’
বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় জাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদকে সভাপতি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী কনোজ কান্তি রায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আরিফুল ইসলামকে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে