Ajker Patrika

‘ছাত্ররাজনীতির নামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে শাসকশ্রেণী’

জাবি প্রতিনিধি
‘ছাত্ররাজনীতির নামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে শাসকশ্রেণী’

শাসকশ্রেণী ছাত্ররাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে পেটোয়া বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অস্ত্র, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ এমন কোন কুকর্ম নেই যা তারা করেনা। এতে ছাত্র রাজনীতিকে মানুষের সামনে যেমন কলুষিত করা যায়, একইসাথে আদর্শের রাজনীতিকেও ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায়। 

বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। 

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, ‘আজ শিক্ষাকে ধ্বংস করে ব্যবসা করার পরিকল্পনা বাস্তবায়নে ক্ষমতাসীন দল শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। সেই সময় দাঁড়িয়ে শিক্ষার্থীদের সমাজ পরিবর্তনের আদর্শের বলে বলীয়ান হতে হবে। অন্যায়, অবিচারের বিরুদ্ধে, পুঁজিবাদী-ভোগবাদী সংস্কৃতির বিপরীতে গিয়ে জনগণের অধিকার আদায়ের মিছিলে শামিল হতে হবে।’ 

আলোচনা সভায় কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তা বাড়ৈ বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে এমন একজন লোক বসে থাকেন, যিনি মনেই করেন মেয়েদের একমাত্র কাজ বিয়ে করে সন্তান উৎপাদন করা। এটাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দুরবস্থার প্রমাণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতীত আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা দেশব্যাপী ছড়িয়ে না দিলে শাসকশ্রেণি এটাকেও ধূলিসাৎ করে দেবে। তাই আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শক্তিশালী লড়াই গড়ে তুলতে হবে, আর সেই লড়াইয়ে তাদের পাশে সর্বদা থাকবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।’ 

বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় জাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদকে সভাপতি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী কনোজ কান্তি রায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আরিফুল ইসলামকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত