উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় দুই সমিতির দ্বন্দ্বে বিডিআর কাঁচাবাজারে হামলা ও সমিতির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
উত্তরা ৬ নম্বর সেক্টরের বাজারটিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এতে আহত হন উত্তরা সেক্টর ৬ কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আলী রাজ (৩৭), তাঁর ভায়রা ভাই বাবু (৩২), ব্যবসায়ী দাদন মিয়া (৩৮) ও মিজানুর রহমান (৫১)। আহতদের মধ্যে আলী রাজ কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত ব্যবসায়ী মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অফিসে বসা ছিলাম। আমাদের সভাপতি আলী রাজ তাঁর ভায়রা ভাইয়ের সঙ্গে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এমন সময় আজমপুর উত্তরা ৬নং সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা বিক্রেতা বহুমুখী সমবায় সমিতির রেজা, খালেক সরকার ও আনোয়ারের নেতৃত্বে অজ্ঞাত অর্ধশতাধিক লোক আলী রাজের উপর হামলা চালায়। সেই সঙ্গে অফিসে ভাঙচুর করে। আমি ফেরাতে গেলে আমার ওপরও হামলার ঘটনা ঘটে।’
হামলাকালে তাদের হাতে রড, লাঠিসোঁটা ছিল বলে জানান তিনি। হামলার কারণ প্রসঙ্গে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘কি কারণে হামলা চালাল, তা আমি জানি না।’
অপর ব্যবসায়ী দাদন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে দেখি আলী রাজ ভাইয়ের ওপর হামলা চালাচ্ছে। হামলার নেতৃত্বে দেয় রেজা। আমরা বাধা দিলে আমাদেরকেও মারধর করা হয়।’
অপরদিকে উত্তরা সেক্টর ৬ কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অফিসে হামলার পূর্বেই মার্কেটের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। পরে হামলা চালিয়ে সিসি ক্যামেরার মেশিন, ল্যাপটপ ও টিভি নিয়ে যায়। এছাড়াও আমাদের সমিতির অফিসের জানালা ও ভেতরে ভাঙচুর করা হয়।’
হামলার অভিযোগ প্রসঙ্গে জানতে আজমপুর উত্তরা ৬ নং সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা বিক্রেতা বহুমুখী সমবায় সমিতির অফিসে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিডিআর কাঁচাবাজারে হামলার ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত পাঁচ বছর যাবৎ ধরে কাঁচাবাজারটির দুই সমিতির মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে উত্তরা পূর্ব থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। হামলার পর থেকে বাজারটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

রাজধানীর উত্তরায় দুই সমিতির দ্বন্দ্বে বিডিআর কাঁচাবাজারে হামলা ও সমিতির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
উত্তরা ৬ নম্বর সেক্টরের বাজারটিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এতে আহত হন উত্তরা সেক্টর ৬ কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আলী রাজ (৩৭), তাঁর ভায়রা ভাই বাবু (৩২), ব্যবসায়ী দাদন মিয়া (৩৮) ও মিজানুর রহমান (৫১)। আহতদের মধ্যে আলী রাজ কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত ব্যবসায়ী মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অফিসে বসা ছিলাম। আমাদের সভাপতি আলী রাজ তাঁর ভায়রা ভাইয়ের সঙ্গে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এমন সময় আজমপুর উত্তরা ৬নং সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা বিক্রেতা বহুমুখী সমবায় সমিতির রেজা, খালেক সরকার ও আনোয়ারের নেতৃত্বে অজ্ঞাত অর্ধশতাধিক লোক আলী রাজের উপর হামলা চালায়। সেই সঙ্গে অফিসে ভাঙচুর করে। আমি ফেরাতে গেলে আমার ওপরও হামলার ঘটনা ঘটে।’
হামলাকালে তাদের হাতে রড, লাঠিসোঁটা ছিল বলে জানান তিনি। হামলার কারণ প্রসঙ্গে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘কি কারণে হামলা চালাল, তা আমি জানি না।’
অপর ব্যবসায়ী দাদন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে দেখি আলী রাজ ভাইয়ের ওপর হামলা চালাচ্ছে। হামলার নেতৃত্বে দেয় রেজা। আমরা বাধা দিলে আমাদেরকেও মারধর করা হয়।’
অপরদিকে উত্তরা সেক্টর ৬ কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অফিসে হামলার পূর্বেই মার্কেটের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। পরে হামলা চালিয়ে সিসি ক্যামেরার মেশিন, ল্যাপটপ ও টিভি নিয়ে যায়। এছাড়াও আমাদের সমিতির অফিসের জানালা ও ভেতরে ভাঙচুর করা হয়।’
হামলার অভিযোগ প্রসঙ্গে জানতে আজমপুর উত্তরা ৬ নং সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা বিক্রেতা বহুমুখী সমবায় সমিতির অফিসে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিডিআর কাঁচাবাজারে হামলার ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত পাঁচ বছর যাবৎ ধরে কাঁচাবাজারটির দুই সমিতির মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে উত্তরা পূর্ব থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। হামলার পর থেকে বাজারটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৮ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে