Ajker Patrika

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক 

নারায়ণগঞ্জে রূপগঞ্জে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। 

নিহত ফারজালা ইসলাম মিশু (৩২) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ শাহাবাজ এলাকার আব্দুল মান্নানের মেয়ে। স্বামী তারিকুল ইসলাম একই উপজেলার মণ্ডলপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তাঁরা মীর কংক্রিট কারখানায় কাজ করতেন ও মাঝিনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

আটক তারিকুলের বরাত দিয়ে পুলিশ জানায়, তারিকুলের দাবি তাঁর স্ত্রীর পরকীয়া সম্পর্ক আছে। এ জন্য উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। আজ রোববার সকালে এ নিয়ে ফের ঝগড়া শুরু হলে তারিকুল ক্ষুব্ধ হয়ে চাকু নিয়ে তাঁর স্ত্রীর বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যায় মিশু। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মিশু নামের এক গৃহবধূকে হত্যার সংবাদে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারিকুল হত্যার কথা স্বীকার করেছেন। 

নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা রূপগঞ্জে আসলে থানায় মামলা গ্রহণ করা হবে। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত