নারায়ণগঞ্জে রূপগঞ্জে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত ফারজালা ইসলাম মিশু (৩২) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ শাহাবাজ এলাকার আব্দুল মান্নানের মেয়ে। স্বামী তারিকুল ইসলাম একই উপজেলার মণ্ডলপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তাঁরা মীর কংক্রিট কারখানায় কাজ করতেন ও মাঝিনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আটক তারিকুলের বরাত দিয়ে পুলিশ জানায়, তারিকুলের দাবি তাঁর স্ত্রীর পরকীয়া সম্পর্ক আছে। এ জন্য উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। আজ রোববার সকালে এ নিয়ে ফের ঝগড়া শুরু হলে তারিকুল ক্ষুব্ধ হয়ে চাকু নিয়ে তাঁর স্ত্রীর বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যায় মিশু।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মিশু নামের এক গৃহবধূকে হত্যার সংবাদে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারিকুল হত্যার কথা স্বীকার করেছেন।
নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা রূপগঞ্জে আসলে থানায় মামলা গ্রহণ করা হবে। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৯ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
২০ মিনিট আগে