নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ ভয়ানক বেড়ে যাওয়ায় টিকা রপ্তানি স্থগিত করেছে ভারত সরকার। ফলে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে দ্বিতীয় ডোজ সম্পন্ন করার জন্য রাশিয়া ও চীনের টিকা কেনার চিন্তাভাবনা করছে সরকার। রাশিয়া এরই মধ্যে তাদের টিকার ফর্মুলা দিতে চেয়েছে। কিন্তু কোভিডের টিকা উৎপাদনের জন্য বাংলাদেশের সরকারি ও বেসরকারি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো কতোখানি প্রস্তুত তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।
এ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ডা. মো. সায়েদুর রহমানের কাছে জানতে চাওয়া হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, টিকা তৈরির সক্ষমতা এক সময় আমাদের ছিল। কিন্তু সরকারি উদ্যোগের অভাবে দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ আছে। বর্তমানে সামর্থ্যের যথেষ্ট ঘাটতি রয়েছে।
তবে এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিছুটা এগিয়েছে উল্লেখ করে মো. সায়েদুর রহমান বলেন, অনেক কোম্পানি সেই সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে। কিন্তু আন্তরিকতার অভাবে সরকারিভাবে তেমনটা দেখা যাচ্ছে না।
বেসরকারি তিনটি প্রতিষ্ঠানের টিকা তৈরির কারখানা আছে জানিয়ে সায়েদুর রহমান বলেন, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের টিকা উৎপাদনের অভিজ্ঞতা রয়েছে। তারা এক সময় ছয় ধরনের টিকা উৎপাদন করত। রাজধানীর মহাখালীর এই প্রতিষ্ঠানের উৎপাদিত টিকা দক্ষিণ এশিয়া থেকে গুটিবসন্ত নির্মূলে বিশেষ ভূমিকা রেখেছিল। সবশেষ তারা জলাতঙ্ক রোগের টিকা উৎপাদন করেছিল, তাও দশক পেরিয়ে গেছে। কিন্তু এরপর টিকা উৎপাদন করার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এখন বিদেশ থেকে টিকা এনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) ব্যবহার করা হয়।
অনিয়ম, অদক্ষতা ও অদূরদর্শিতার কারণে সরকারি প্রতিষ্ঠানে টিকা উৎপাদন বন্ধ হয়ে গেছে। নিজেদের সক্ষম করে তোলার এখনই সবচেয়ে ভালো সময় বলেও মনে করছেন ডা. সায়েদুর রহমান।

করোনাভাইরাসের সংক্রমণ ভয়ানক বেড়ে যাওয়ায় টিকা রপ্তানি স্থগিত করেছে ভারত সরকার। ফলে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে দ্বিতীয় ডোজ সম্পন্ন করার জন্য রাশিয়া ও চীনের টিকা কেনার চিন্তাভাবনা করছে সরকার। রাশিয়া এরই মধ্যে তাদের টিকার ফর্মুলা দিতে চেয়েছে। কিন্তু কোভিডের টিকা উৎপাদনের জন্য বাংলাদেশের সরকারি ও বেসরকারি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো কতোখানি প্রস্তুত তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।
এ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ডা. মো. সায়েদুর রহমানের কাছে জানতে চাওয়া হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, টিকা তৈরির সক্ষমতা এক সময় আমাদের ছিল। কিন্তু সরকারি উদ্যোগের অভাবে দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ আছে। বর্তমানে সামর্থ্যের যথেষ্ট ঘাটতি রয়েছে।
তবে এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিছুটা এগিয়েছে উল্লেখ করে মো. সায়েদুর রহমান বলেন, অনেক কোম্পানি সেই সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে। কিন্তু আন্তরিকতার অভাবে সরকারিভাবে তেমনটা দেখা যাচ্ছে না।
বেসরকারি তিনটি প্রতিষ্ঠানের টিকা তৈরির কারখানা আছে জানিয়ে সায়েদুর রহমান বলেন, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের টিকা উৎপাদনের অভিজ্ঞতা রয়েছে। তারা এক সময় ছয় ধরনের টিকা উৎপাদন করত। রাজধানীর মহাখালীর এই প্রতিষ্ঠানের উৎপাদিত টিকা দক্ষিণ এশিয়া থেকে গুটিবসন্ত নির্মূলে বিশেষ ভূমিকা রেখেছিল। সবশেষ তারা জলাতঙ্ক রোগের টিকা উৎপাদন করেছিল, তাও দশক পেরিয়ে গেছে। কিন্তু এরপর টিকা উৎপাদন করার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এখন বিদেশ থেকে টিকা এনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) ব্যবহার করা হয়।
অনিয়ম, অদক্ষতা ও অদূরদর্শিতার কারণে সরকারি প্রতিষ্ঠানে টিকা উৎপাদন বন্ধ হয়ে গেছে। নিজেদের সক্ষম করে তোলার এখনই সবচেয়ে ভালো সময় বলেও মনে করছেন ডা. সায়েদুর রহমান।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে