শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে প্রতিদিনই বিক্ষোভ মিছিল, ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে একটি অংশ। এবার তারা কাফনের কাপড় পড়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
আজ সোমবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ থেকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আফজাল খান বলেন, ‘গত ৩ জুন কেন্দ্র থেকে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যে কমিটিতে জাকির হোসেন হাওলাদারকে আহ্বায়ক করা হয়। জাকির আওয়ামী লীগ পরিবারের লোক। তার পরিবারের এবং বংশের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দুই সন্তানের বাবা। পেশায় আইনজীবী। রাতের আঁধারে টাকার বিনিময়ে তাঁকে আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়। আমরা শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা এই কমিটি মানি না। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।’
জানা গেছে, ২০১৯ সালে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর ৩ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৫ সদস্যের শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। এতে এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্যসচিব করা হয়। কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৭ জনকে সদস্য করা হয়। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ শুরু করে করে জেলা ছাত্রদলের একটি অংশ। এ নিয়ে কমিটি ঘোষণার দিন গত মঙ্গলবার পাল্টা মিছিলের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হন।
পর দিন গত বুধবার কমিটি বাতিলের দাবিতে শরীয়তপুর-ঢাকা সড়ক অবরোধ করে দুই ঘণ্টা বিক্ষোভ করে জেলা ছাত্রদলের একাংশ। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক স্বাভাবিক হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদল যাচাই-বাছাই করে জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটির কাজ হচ্ছে একটি সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে পরবর্তী কমিটির কাছে দায়িত্বভার ছেড়ে দিয়ে বিদায় নেওয়া। কিন্তু ছাত্রদল নামধারী কিছু উচ্ছৃঙ্খল বখাটে সড়ক অবরোধসহ শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আনন্দ মিছিলে পর্যন্ত হামলা চালিয়েছে। তাদের এসব কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে জেলা বিএনপির কোনো হাত নেই। কেন্দ্রীয় ছাত্রনেতারা যেভাবে ভালো মনে করেছেন, তাঁরা সেভাবে কমিটি দিয়েছেন। কিন্তু একটি পক্ষ এতে ক্ষুব্ধ হয়ে কয়েক দিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি করছে। আমি এটা সমর্থন করি না। তাদের কমিটি পছন্দ না হলে তারা কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে সরাসরি বলতে পারে। কিন্তু তারা সেটি না করে জনদুর্ভোগের সৃষ্টি করছে। তারা আমাদের কথা শুনছে না।’
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে প্রতিদিনই বিক্ষোভ মিছিল, ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে একটি অংশ। এবার তারা কাফনের কাপড় পড়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
আজ সোমবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ থেকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আফজাল খান বলেন, ‘গত ৩ জুন কেন্দ্র থেকে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যে কমিটিতে জাকির হোসেন হাওলাদারকে আহ্বায়ক করা হয়। জাকির আওয়ামী লীগ পরিবারের লোক। তার পরিবারের এবং বংশের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দুই সন্তানের বাবা। পেশায় আইনজীবী। রাতের আঁধারে টাকার বিনিময়ে তাঁকে আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়। আমরা শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা এই কমিটি মানি না। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।’
জানা গেছে, ২০১৯ সালে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর ৩ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৫ সদস্যের শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। এতে এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্যসচিব করা হয়। কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৭ জনকে সদস্য করা হয়। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ শুরু করে করে জেলা ছাত্রদলের একটি অংশ। এ নিয়ে কমিটি ঘোষণার দিন গত মঙ্গলবার পাল্টা মিছিলের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হন।
পর দিন গত বুধবার কমিটি বাতিলের দাবিতে শরীয়তপুর-ঢাকা সড়ক অবরোধ করে দুই ঘণ্টা বিক্ষোভ করে জেলা ছাত্রদলের একাংশ। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক স্বাভাবিক হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদল যাচাই-বাছাই করে জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটির কাজ হচ্ছে একটি সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে পরবর্তী কমিটির কাছে দায়িত্বভার ছেড়ে দিয়ে বিদায় নেওয়া। কিন্তু ছাত্রদল নামধারী কিছু উচ্ছৃঙ্খল বখাটে সড়ক অবরোধসহ শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আনন্দ মিছিলে পর্যন্ত হামলা চালিয়েছে। তাদের এসব কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে জেলা বিএনপির কোনো হাত নেই। কেন্দ্রীয় ছাত্রনেতারা যেভাবে ভালো মনে করেছেন, তাঁরা সেভাবে কমিটি দিয়েছেন। কিন্তু একটি পক্ষ এতে ক্ষুব্ধ হয়ে কয়েক দিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি করছে। আমি এটা সমর্থন করি না। তাদের কমিটি পছন্দ না হলে তারা কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে সরাসরি বলতে পারে। কিন্তু তারা সেটি না করে জনদুর্ভোগের সৃষ্টি করছে। তারা আমাদের কথা শুনছে না।’
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চেয়ারম্যান পরিবহন রনগোপালদীর দিকে যাওয়ার সময় তানভীর নামের এক যুবক মোটরসাইকেলযোগে ৬–৭ জন সহযোগী নিয়ে বাসটিকে অনুসরণ করেন। পরে সিকদার বাড়ির সামনে পৌঁছালে রাস্তার মাঝে গাছ ফেলে বাসের গতিরোধ করেন তারা।
১৯ মিনিট আগেমানিকছড়ি উপজেলায় ৪৬৫ হেক্টর বাগানে চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার মেট্রিক টন। উপজেলা কৃষি অফিস ও দক্ষিণ খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির তথ্যমতে, পাহাড়ি মাটি ও জলবায়ুর কারণে সব জাতের আম গাছে ফল আসার সময় ও পাকার সময় ভিন্ন হয়। ফলে পর্যায়ক্রমে হারভেস্ট চালানো যায়।
২৩ মিনিট আগেইট-কাঠ-কংক্রিটে ঠাসা দমবন্ধ করা রাজধানী শহরে কিছুটা সময় পরিবারকে নিয়ে ঘুরে আসার এক জনপ্রিয় জায়গা সবুজে ঘেরা হাতিরঝিল প্রকল্প এলাকা। তবে সেনাবাহিনীর হাতে গড়ে ওঠা একসময়ের চোখজুড়ানো সেই হাতিরঝিলের সৌন্দর্য ও স্বাচ্ছন্দ্য আর আগের মতো নেই। এখানে বেড়াতে আসা অনেকে ইদানীং হতাশা নিয়ে ফিরছেন।
৫ ঘণ্টা আগেদেড় বছর আগে রাজশাহীর কাঁকনহাট পৌরসভায় একটি নিয়োগের প্রক্রিয়া চলাকালেই জানা গিয়েছিল কারা নিয়োগ পেতে যাচ্ছেন। চাকরিপ্রার্থী এক তরুণী সংবাদ সম্মেলন করেই এ তথ্য জানিয়েছিলেন। পরে ছয়টি পদের মধ্যে চারটির ক্ষেত্রেই ওই তরুণীর দেওয়া ‘তথ্য’ মিলে যায়। দেড় বছর পর এখন বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন
৬ ঘণ্টা আগে