শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে প্রতিদিনই বিক্ষোভ মিছিল, ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে একটি অংশ। এবার তারা কাফনের কাপড় পড়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
আজ সোমবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ থেকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আফজাল খান বলেন, ‘গত ৩ জুন কেন্দ্র থেকে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যে কমিটিতে জাকির হোসেন হাওলাদারকে আহ্বায়ক করা হয়। জাকির আওয়ামী লীগ পরিবারের লোক। তার পরিবারের এবং বংশের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দুই সন্তানের বাবা। পেশায় আইনজীবী। রাতের আঁধারে টাকার বিনিময়ে তাঁকে আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়। আমরা শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা এই কমিটি মানি না। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।’
জানা গেছে, ২০১৯ সালে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর ৩ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৫ সদস্যের শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। এতে এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্যসচিব করা হয়। কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৭ জনকে সদস্য করা হয়। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ শুরু করে করে জেলা ছাত্রদলের একটি অংশ। এ নিয়ে কমিটি ঘোষণার দিন গত মঙ্গলবার পাল্টা মিছিলের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হন।
পর দিন গত বুধবার কমিটি বাতিলের দাবিতে শরীয়তপুর-ঢাকা সড়ক অবরোধ করে দুই ঘণ্টা বিক্ষোভ করে জেলা ছাত্রদলের একাংশ। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক স্বাভাবিক হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদল যাচাই-বাছাই করে জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটির কাজ হচ্ছে একটি সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে পরবর্তী কমিটির কাছে দায়িত্বভার ছেড়ে দিয়ে বিদায় নেওয়া। কিন্তু ছাত্রদল নামধারী কিছু উচ্ছৃঙ্খল বখাটে সড়ক অবরোধসহ শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আনন্দ মিছিলে পর্যন্ত হামলা চালিয়েছে। তাদের এসব কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে জেলা বিএনপির কোনো হাত নেই। কেন্দ্রীয় ছাত্রনেতারা যেভাবে ভালো মনে করেছেন, তাঁরা সেভাবে কমিটি দিয়েছেন। কিন্তু একটি পক্ষ এতে ক্ষুব্ধ হয়ে কয়েক দিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি করছে। আমি এটা সমর্থন করি না। তাদের কমিটি পছন্দ না হলে তারা কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে সরাসরি বলতে পারে। কিন্তু তারা সেটি না করে জনদুর্ভোগের সৃষ্টি করছে। তারা আমাদের কথা শুনছে না।’

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে প্রতিদিনই বিক্ষোভ মিছিল, ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে একটি অংশ। এবার তারা কাফনের কাপড় পড়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
আজ সোমবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ থেকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আফজাল খান বলেন, ‘গত ৩ জুন কেন্দ্র থেকে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যে কমিটিতে জাকির হোসেন হাওলাদারকে আহ্বায়ক করা হয়। জাকির আওয়ামী লীগ পরিবারের লোক। তার পরিবারের এবং বংশের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দুই সন্তানের বাবা। পেশায় আইনজীবী। রাতের আঁধারে টাকার বিনিময়ে তাঁকে আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়। আমরা শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা এই কমিটি মানি না। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।’
জানা গেছে, ২০১৯ সালে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর ৩ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৫ সদস্যের শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। এতে এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্যসচিব করা হয়। কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৭ জনকে সদস্য করা হয়। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ শুরু করে করে জেলা ছাত্রদলের একটি অংশ। এ নিয়ে কমিটি ঘোষণার দিন গত মঙ্গলবার পাল্টা মিছিলের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হন।
পর দিন গত বুধবার কমিটি বাতিলের দাবিতে শরীয়তপুর-ঢাকা সড়ক অবরোধ করে দুই ঘণ্টা বিক্ষোভ করে জেলা ছাত্রদলের একাংশ। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক স্বাভাবিক হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদল যাচাই-বাছাই করে জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটির কাজ হচ্ছে একটি সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে পরবর্তী কমিটির কাছে দায়িত্বভার ছেড়ে দিয়ে বিদায় নেওয়া। কিন্তু ছাত্রদল নামধারী কিছু উচ্ছৃঙ্খল বখাটে সড়ক অবরোধসহ শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আনন্দ মিছিলে পর্যন্ত হামলা চালিয়েছে। তাদের এসব কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে জেলা বিএনপির কোনো হাত নেই। কেন্দ্রীয় ছাত্রনেতারা যেভাবে ভালো মনে করেছেন, তাঁরা সেভাবে কমিটি দিয়েছেন। কিন্তু একটি পক্ষ এতে ক্ষুব্ধ হয়ে কয়েক দিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি করছে। আমি এটা সমর্থন করি না। তাদের কমিটি পছন্দ না হলে তারা কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে সরাসরি বলতে পারে। কিন্তু তারা সেটি না করে জনদুর্ভোগের সৃষ্টি করছে। তারা আমাদের কথা শুনছে না।’

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
২২ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
২৮ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
৩৩ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে