নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিকেল তিনটা। পূর্ব রামপুরা হাইস্কুল। স্কুলের গলির ভেতর দুই পাশে দুটি সারি। দুটিতেই দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন। তারা বলছেন, ভোট দিতে দাঁড়িয়েছেন। কেউ এক ঘণ্টা, কেউ বা দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছেন। বাইরের এমন চাপ দেখলে এমন অনুমান করা স্বাভাবিক যে, কেন্দ্রের ভেতরেও হয়তো অনেক ভোটার উপস্থিতি মিলবে। কিন্তু বস্তুত ভেতরের চিত্র একেবারেই ভিন্ন। কেন্দ্রের আটটি ভোটকক্ষের প্রায় প্রতিটি কক্ষই ফাঁকা। এক বা দুজন করে ভোটার আসছেন ভোট দিতে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, সকাল থেকে ২টা পর্যন্ত ১০ থেকে ১২ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। দ্বিতীয় তলার একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাঈমুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটারের তেমন চাপ নেই। ২ হাজার ৩শ ৯৮ জন ভোটারের মধ্যে বেলা ২টা পর্যন্ত ভোট দিয়েছেন ২৭৩ জন।’
বাইরের লম্বা সারির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
পূর্ব রামপুরা হাইস্কুলের আরেকটি বুথের মোট ভোটার ২ হাজার ৩শ ৫৭ জন। ৬ ঘণ্টায় এখানে ভোট পড়েছে মাত্র ২০০টি। প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘১০ শতাংশের কিছু বেশি ভোট পড়েছে। শেষ পর্যন্ত ১৫ শতাংশ হতে পারে।’
এদিকে কেন্দ্রের বাইরে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা নারীদের সঙ্গে কথা হলে তারা জানান, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। নাসিমা বেগম নামের এক নারী বলেন, ‘দেড়টায় আসছি। ভোট দিইনি এখনো।’ আফরোজা আক্তার নামের এক তরুণী বলেন, ‘এলাকার মুরুব্বি চাচা এখানে দাঁড়াতে বলছে।’

বিকেল তিনটা। পূর্ব রামপুরা হাইস্কুল। স্কুলের গলির ভেতর দুই পাশে দুটি সারি। দুটিতেই দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন। তারা বলছেন, ভোট দিতে দাঁড়িয়েছেন। কেউ এক ঘণ্টা, কেউ বা দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছেন। বাইরের এমন চাপ দেখলে এমন অনুমান করা স্বাভাবিক যে, কেন্দ্রের ভেতরেও হয়তো অনেক ভোটার উপস্থিতি মিলবে। কিন্তু বস্তুত ভেতরের চিত্র একেবারেই ভিন্ন। কেন্দ্রের আটটি ভোটকক্ষের প্রায় প্রতিটি কক্ষই ফাঁকা। এক বা দুজন করে ভোটার আসছেন ভোট দিতে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, সকাল থেকে ২টা পর্যন্ত ১০ থেকে ১২ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। দ্বিতীয় তলার একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাঈমুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটারের তেমন চাপ নেই। ২ হাজার ৩শ ৯৮ জন ভোটারের মধ্যে বেলা ২টা পর্যন্ত ভোট দিয়েছেন ২৭৩ জন।’
বাইরের লম্বা সারির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
পূর্ব রামপুরা হাইস্কুলের আরেকটি বুথের মোট ভোটার ২ হাজার ৩শ ৫৭ জন। ৬ ঘণ্টায় এখানে ভোট পড়েছে মাত্র ২০০টি। প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘১০ শতাংশের কিছু বেশি ভোট পড়েছে। শেষ পর্যন্ত ১৫ শতাংশ হতে পারে।’
এদিকে কেন্দ্রের বাইরে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা নারীদের সঙ্গে কথা হলে তারা জানান, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। নাসিমা বেগম নামের এক নারী বলেন, ‘দেড়টায় আসছি। ভোট দিইনি এখনো।’ আফরোজা আক্তার নামের এক তরুণী বলেন, ‘এলাকার মুরুব্বি চাচা এখানে দাঁড়াতে বলছে।’

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৪ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৫ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৫ ঘণ্টা আগে