নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) পরিচয়দানকারী একজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে গোয়েন্দা সংস্থাটির সহকারী পরিচালক (এডি) পদের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম রুবেল ইসলাম (২৮)।
আজ শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম। তিনি জানান, ‘এনএসআই পরিচয় দেওয়া একজনকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত এনএসআই কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনে বিক্ষোভ করছিলেন মুসল্লিরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবস্থান করছিলেন রুবেল। তাঁর বুকে ঝোলানো আইডি কার্ড দেখে কর্তব্যরত গোয়েন্দা সদস্যদের সন্দেহ হলে তাঁরা বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানান। পুলিশ তাৎক্ষণিকভাবে রুবেলকে আটক করে হেফাজতে নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া এনএসআই সদস্য পরিচয় দেওয়ার কথা স্বীকার করে রুবেল পুলিশকে জানিয়েছে, প্রেমিকাকে খুশি করার জন্য তিনি এনএসআইয়ের সহকারী পরিচালক পদের একটি পরিচয়পত্র তৈরি করেছেন। এনএসআইতে চাকরির পরীক্ষা দিয়েছিল। কিন্তু পাস করতে পারেননি। তবে প্রেমিকার কাছে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিতে এই কার্ড তৈরি করেন।
রুবেল নির্দিষ্ট কোনো পেশা পাওয়া যায়নি। বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়ে আসছিল। আটক রুবেলের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বানিয়াপাড়ায়। তার বাবার নাম তসলিম উদ্দিন। তিনি ঢাকা উদ্যানের বি-ব্লকের তিন নম্বর রোডের একটি বাসায় থাকতেন। তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। রুবেলের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) পরিচয়দানকারী একজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে গোয়েন্দা সংস্থাটির সহকারী পরিচালক (এডি) পদের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম রুবেল ইসলাম (২৮)।
আজ শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম। তিনি জানান, ‘এনএসআই পরিচয় দেওয়া একজনকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত এনএসআই কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনে বিক্ষোভ করছিলেন মুসল্লিরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবস্থান করছিলেন রুবেল। তাঁর বুকে ঝোলানো আইডি কার্ড দেখে কর্তব্যরত গোয়েন্দা সদস্যদের সন্দেহ হলে তাঁরা বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানান। পুলিশ তাৎক্ষণিকভাবে রুবেলকে আটক করে হেফাজতে নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া এনএসআই সদস্য পরিচয় দেওয়ার কথা স্বীকার করে রুবেল পুলিশকে জানিয়েছে, প্রেমিকাকে খুশি করার জন্য তিনি এনএসআইয়ের সহকারী পরিচালক পদের একটি পরিচয়পত্র তৈরি করেছেন। এনএসআইতে চাকরির পরীক্ষা দিয়েছিল। কিন্তু পাস করতে পারেননি। তবে প্রেমিকার কাছে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিতে এই কার্ড তৈরি করেন।
রুবেল নির্দিষ্ট কোনো পেশা পাওয়া যায়নি। বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়ে আসছিল। আটক রুবেলের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বানিয়াপাড়ায়। তার বাবার নাম তসলিম উদ্দিন। তিনি ঢাকা উদ্যানের বি-ব্লকের তিন নম্বর রোডের একটি বাসায় থাকতেন। তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। রুবেলের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৮ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
৩১ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩৪ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে