নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ। রাজধানীর কমলাপুর থেকে বিভিন্ন জেলায় নাড়ির টানে ঢাকা ছাড়ছেন অনেকেই। সকাল থেকে তিনটি ট্রেন দেরিতে ছাড়লেও যাত্রী দুর্ভোগ তেমন একটা হয়নি বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীরাও স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন বলে জানান।
রেল কর্তৃপক্ষ জানায়, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের আজ সকাল ৬টা ৪০ মিনিটে স্টেশন ছাড়ার কথা। সেটি ২ ঘণ্টা ১০ মিনিট দেরি করে স্টেশন ছেড়েছে ৮টা ৫০ মিনিটে। এ ছাড়া চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি কমলাপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৮টা ৪৫ মিনিটে। কিন্তু ওই ট্রেন ১ ঘণ্টা ৫ মিনিট দেরি করে স্টেশন ছেড়ে যায় সকাল ৯টা ৫০ মিনিটে।
কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যাওয়ার কথা। নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা দেরি করে স্টেশনে আসে রংপুর এক্সপ্রেস। এ কারণে অন্য গন্তব্যের বিকল্প একটি ট্রেনে রংপুর এক্সপ্রেসের যাত্রীদের পাঠানো হয়।
সরেজমিনে দেখা যায়, বেলা সোয়া ১১টার দিকে নির্ধারিত সময়েই সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।
জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী শামীম হোসেন বলেন, ‘বাসে যানজটের কথা ভেবে রেলে বাড়ি যাচ্ছি। স্টেশনে এসে যাত্রীদের তেমন ভিড় পেলাম না। ট্রেনও সময়মতো ছাড়বে বলে মনে হচ্ছে।’
রাজশাহীগামী যাত্রী সাদিয়া শারমিন বলেন, ‘বাড়ি ফেরার জন্য আগেই ঠিক করে রাখছি আজকে যাব। আগামীকাল থেকে অনেক ভিড় হবে। তাই আজ একটু দেরিতে হলেও কোনো ঝামেলা ছাড়াই ট্রেনে যেতে পারছি।’
কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২২টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যায়।
ট্রেন বিলম্ব হওয়া প্রসঙ্গে কমলাপুর স্টেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকে। যাত্রীরা বিভিন্ন স্টেশনে ওঠানামা করেন। তাই এসব স্টেশনে ৫ থেকে ১০ মিনিট বিরতি নিতে হয়। এ কারণেই ট্রেনগুলো দেরিতে পৌঁছায়।’

ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ। রাজধানীর কমলাপুর থেকে বিভিন্ন জেলায় নাড়ির টানে ঢাকা ছাড়ছেন অনেকেই। সকাল থেকে তিনটি ট্রেন দেরিতে ছাড়লেও যাত্রী দুর্ভোগ তেমন একটা হয়নি বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীরাও স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন বলে জানান।
রেল কর্তৃপক্ষ জানায়, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের আজ সকাল ৬টা ৪০ মিনিটে স্টেশন ছাড়ার কথা। সেটি ২ ঘণ্টা ১০ মিনিট দেরি করে স্টেশন ছেড়েছে ৮টা ৫০ মিনিটে। এ ছাড়া চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি কমলাপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৮টা ৪৫ মিনিটে। কিন্তু ওই ট্রেন ১ ঘণ্টা ৫ মিনিট দেরি করে স্টেশন ছেড়ে যায় সকাল ৯টা ৫০ মিনিটে।
কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যাওয়ার কথা। নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা দেরি করে স্টেশনে আসে রংপুর এক্সপ্রেস। এ কারণে অন্য গন্তব্যের বিকল্প একটি ট্রেনে রংপুর এক্সপ্রেসের যাত্রীদের পাঠানো হয়।
সরেজমিনে দেখা যায়, বেলা সোয়া ১১টার দিকে নির্ধারিত সময়েই সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।
জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী শামীম হোসেন বলেন, ‘বাসে যানজটের কথা ভেবে রেলে বাড়ি যাচ্ছি। স্টেশনে এসে যাত্রীদের তেমন ভিড় পেলাম না। ট্রেনও সময়মতো ছাড়বে বলে মনে হচ্ছে।’
রাজশাহীগামী যাত্রী সাদিয়া শারমিন বলেন, ‘বাড়ি ফেরার জন্য আগেই ঠিক করে রাখছি আজকে যাব। আগামীকাল থেকে অনেক ভিড় হবে। তাই আজ একটু দেরিতে হলেও কোনো ঝামেলা ছাড়াই ট্রেনে যেতে পারছি।’
কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২২টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যায়।
ট্রেন বিলম্ব হওয়া প্রসঙ্গে কমলাপুর স্টেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকে। যাত্রীরা বিভিন্ন স্টেশনে ওঠানামা করেন। তাই এসব স্টেশনে ৫ থেকে ১০ মিনিট বিরতি নিতে হয়। এ কারণেই ট্রেনগুলো দেরিতে পৌঁছায়।’

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে