নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ। রাজধানীর কমলাপুর থেকে বিভিন্ন জেলায় নাড়ির টানে ঢাকা ছাড়ছেন অনেকেই। সকাল থেকে তিনটি ট্রেন দেরিতে ছাড়লেও যাত্রী দুর্ভোগ তেমন একটা হয়নি বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীরাও স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন বলে জানান।
রেল কর্তৃপক্ষ জানায়, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের আজ সকাল ৬টা ৪০ মিনিটে স্টেশন ছাড়ার কথা। সেটি ২ ঘণ্টা ১০ মিনিট দেরি করে স্টেশন ছেড়েছে ৮টা ৫০ মিনিটে। এ ছাড়া চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি কমলাপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৮টা ৪৫ মিনিটে। কিন্তু ওই ট্রেন ১ ঘণ্টা ৫ মিনিট দেরি করে স্টেশন ছেড়ে যায় সকাল ৯টা ৫০ মিনিটে।
কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যাওয়ার কথা। নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা দেরি করে স্টেশনে আসে রংপুর এক্সপ্রেস। এ কারণে অন্য গন্তব্যের বিকল্প একটি ট্রেনে রংপুর এক্সপ্রেসের যাত্রীদের পাঠানো হয়।
সরেজমিনে দেখা যায়, বেলা সোয়া ১১টার দিকে নির্ধারিত সময়েই সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।
জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী শামীম হোসেন বলেন, ‘বাসে যানজটের কথা ভেবে রেলে বাড়ি যাচ্ছি। স্টেশনে এসে যাত্রীদের তেমন ভিড় পেলাম না। ট্রেনও সময়মতো ছাড়বে বলে মনে হচ্ছে।’
রাজশাহীগামী যাত্রী সাদিয়া শারমিন বলেন, ‘বাড়ি ফেরার জন্য আগেই ঠিক করে রাখছি আজকে যাব। আগামীকাল থেকে অনেক ভিড় হবে। তাই আজ একটু দেরিতে হলেও কোনো ঝামেলা ছাড়াই ট্রেনে যেতে পারছি।’
কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২২টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যায়।
ট্রেন বিলম্ব হওয়া প্রসঙ্গে কমলাপুর স্টেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকে। যাত্রীরা বিভিন্ন স্টেশনে ওঠানামা করেন। তাই এসব স্টেশনে ৫ থেকে ১০ মিনিট বিরতি নিতে হয়। এ কারণেই ট্রেনগুলো দেরিতে পৌঁছায়।’

ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ। রাজধানীর কমলাপুর থেকে বিভিন্ন জেলায় নাড়ির টানে ঢাকা ছাড়ছেন অনেকেই। সকাল থেকে তিনটি ট্রেন দেরিতে ছাড়লেও যাত্রী দুর্ভোগ তেমন একটা হয়নি বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীরাও স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন বলে জানান।
রেল কর্তৃপক্ষ জানায়, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের আজ সকাল ৬টা ৪০ মিনিটে স্টেশন ছাড়ার কথা। সেটি ২ ঘণ্টা ১০ মিনিট দেরি করে স্টেশন ছেড়েছে ৮টা ৫০ মিনিটে। এ ছাড়া চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি কমলাপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৮টা ৪৫ মিনিটে। কিন্তু ওই ট্রেন ১ ঘণ্টা ৫ মিনিট দেরি করে স্টেশন ছেড়ে যায় সকাল ৯টা ৫০ মিনিটে।
কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যাওয়ার কথা। নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা দেরি করে স্টেশনে আসে রংপুর এক্সপ্রেস। এ কারণে অন্য গন্তব্যের বিকল্প একটি ট্রেনে রংপুর এক্সপ্রেসের যাত্রীদের পাঠানো হয়।
সরেজমিনে দেখা যায়, বেলা সোয়া ১১টার দিকে নির্ধারিত সময়েই সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।
জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী শামীম হোসেন বলেন, ‘বাসে যানজটের কথা ভেবে রেলে বাড়ি যাচ্ছি। স্টেশনে এসে যাত্রীদের তেমন ভিড় পেলাম না। ট্রেনও সময়মতো ছাড়বে বলে মনে হচ্ছে।’
রাজশাহীগামী যাত্রী সাদিয়া শারমিন বলেন, ‘বাড়ি ফেরার জন্য আগেই ঠিক করে রাখছি আজকে যাব। আগামীকাল থেকে অনেক ভিড় হবে। তাই আজ একটু দেরিতে হলেও কোনো ঝামেলা ছাড়াই ট্রেনে যেতে পারছি।’
কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২২টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যায়।
ট্রেন বিলম্ব হওয়া প্রসঙ্গে কমলাপুর স্টেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকে। যাত্রীরা বিভিন্ন স্টেশনে ওঠানামা করেন। তাই এসব স্টেশনে ৫ থেকে ১০ মিনিট বিরতি নিতে হয়। এ কারণেই ট্রেনগুলো দেরিতে পৌঁছায়।’

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৩ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৩ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে