সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
আজ রোববার সকালে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার অদূরে পদ্মা সেতু উত্তর থানা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য মোতালেব হোসেন মাওয়া ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। অপর অজ্ঞাত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁর বয়স ৫০ বছর। এদিকে এ ঘটনায় লৌহজংয়ের পশ্চিম কাজির পাগলা গ্রামের মৃত চুন্নু ব্যাপারীর ছেলে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, ঢাকা থেকে শরীয়তপুরের অভিমুখে যাচ্ছিল মাইক্রোবাসটি। সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতু উত্তর থানা মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির গাড়িটি হঠাৎ বেপরোয়াভাবে মোড়ে দাঁড়িয়ে থাকা পথচারী নারী ও দায়িত্বরত পুলিশ সদস্যসহ আরও দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নারীর। গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পালিয়ে গিয়েছে মাইক্রোবাসের চালক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অপর দিকে ভোর ৫টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শেখ রাসেল সেনানিবাসসংলগ্ন এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যান সংঘর্ষে অজ্ঞাতনামা একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মো. আছিব জানান, কাভার্ড ভ্যানটি ওয়েট মাপার জন্য অপেক্ষা করছিল। একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই পিকআপের একজন মারা যায়। অপর দুজন গুরুতর আহত হন। তবে এখনো কারও নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে জানা যায়, তাঁরা যশোর জেলার বাসিন্দা।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
আজ রোববার সকালে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার অদূরে পদ্মা সেতু উত্তর থানা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য মোতালেব হোসেন মাওয়া ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। অপর অজ্ঞাত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁর বয়স ৫০ বছর। এদিকে এ ঘটনায় লৌহজংয়ের পশ্চিম কাজির পাগলা গ্রামের মৃত চুন্নু ব্যাপারীর ছেলে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, ঢাকা থেকে শরীয়তপুরের অভিমুখে যাচ্ছিল মাইক্রোবাসটি। সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতু উত্তর থানা মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির গাড়িটি হঠাৎ বেপরোয়াভাবে মোড়ে দাঁড়িয়ে থাকা পথচারী নারী ও দায়িত্বরত পুলিশ সদস্যসহ আরও দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নারীর। গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পালিয়ে গিয়েছে মাইক্রোবাসের চালক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অপর দিকে ভোর ৫টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শেখ রাসেল সেনানিবাসসংলগ্ন এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যান সংঘর্ষে অজ্ঞাতনামা একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মো. আছিব জানান, কাভার্ড ভ্যানটি ওয়েট মাপার জন্য অপেক্ষা করছিল। একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই পিকআপের একজন মারা যায়। অপর দুজন গুরুতর আহত হন। তবে এখনো কারও নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে জানা যায়, তাঁরা যশোর জেলার বাসিন্দা।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৬ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩৯ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে