আজকের পত্রিকা ডেস্ক

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে দাবি করেছেন তাঁর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আর তাঁর নিহত হওয়ার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এই অভিযোগ জমা দেওয়া হয়। তবে এতে কারও নাম উল্লেখ করা হয়নি।
অভিযোগ করার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত সাংবাদিকদের বলেন, ‘নির্দিষ্ট কারও নাম না উল্লেখ করে শুধু অভিযোগ করেছি। ট্রাইব্যুনাল তদন্ত সাপেক্ষে যে বা যারা প্রকৃত অপরাধী ও যারা তাদের এই অপরাধ করতে সাহায্য করেছে, তাদের মামলায় অপরাধী হিসেবে নিয়ে আসবেন। আমরা আশাবাদী, সরকার এবং ট্রাইব্যুনাল—আমাদের ন্যায়বিচারের আশা পূরণে সক্ষম হবেন।’
দীপ্ত আরও বলেন, ‘উত্তরা পূর্ব থানার ওসি কিছুদিন আগে থানা থেকে পালিয়ে গেছেন। এটাকে পালিয়ে যাওয়া বলে, না কি ছেড়ে দেওয়া বলে—তা আমরা সবাই বুঝি। এখনো যদি প্রশাসনের এমন অবস্থা থেকে থাকে, তাহলে মনে হয় না, জনগণ আসলে ভরসা পাবে। জনগণের ভরসাস্থলে আসতে গেলে, আমার মনে হয় প্রশাসনের দায়িত্ব ঠিকভাবে পালন করা উচিত।’
মুগ্ধর অপর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘মুগ্ধের মৃত্যু নিয়ে একটি বিতর্ক ছিল। গুলিটা পুলিশের মধ্যে থেকে করা হয়েছে, নাকি বাইরে কারও থেকে করানো হয়েছে, বা স্নাইপার থেকে করা হয়েছে কি না। তবে আমাদের কাছে যে প্রমাণাদি আছে, তার মাধ্যমে আমরা বলতেই পারি, পুলিশের পক্ষ থেকে এই গুলি চালানো হয়েছে। আমরা যে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, পুলিশের গুলিতেই মুগ্ধের জীবন গেছে।’

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে দাবি করেছেন তাঁর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আর তাঁর নিহত হওয়ার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এই অভিযোগ জমা দেওয়া হয়। তবে এতে কারও নাম উল্লেখ করা হয়নি।
অভিযোগ করার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত সাংবাদিকদের বলেন, ‘নির্দিষ্ট কারও নাম না উল্লেখ করে শুধু অভিযোগ করেছি। ট্রাইব্যুনাল তদন্ত সাপেক্ষে যে বা যারা প্রকৃত অপরাধী ও যারা তাদের এই অপরাধ করতে সাহায্য করেছে, তাদের মামলায় অপরাধী হিসেবে নিয়ে আসবেন। আমরা আশাবাদী, সরকার এবং ট্রাইব্যুনাল—আমাদের ন্যায়বিচারের আশা পূরণে সক্ষম হবেন।’
দীপ্ত আরও বলেন, ‘উত্তরা পূর্ব থানার ওসি কিছুদিন আগে থানা থেকে পালিয়ে গেছেন। এটাকে পালিয়ে যাওয়া বলে, না কি ছেড়ে দেওয়া বলে—তা আমরা সবাই বুঝি। এখনো যদি প্রশাসনের এমন অবস্থা থেকে থাকে, তাহলে মনে হয় না, জনগণ আসলে ভরসা পাবে। জনগণের ভরসাস্থলে আসতে গেলে, আমার মনে হয় প্রশাসনের দায়িত্ব ঠিকভাবে পালন করা উচিত।’
মুগ্ধর অপর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘মুগ্ধের মৃত্যু নিয়ে একটি বিতর্ক ছিল। গুলিটা পুলিশের মধ্যে থেকে করা হয়েছে, নাকি বাইরে কারও থেকে করানো হয়েছে, বা স্নাইপার থেকে করা হয়েছে কি না। তবে আমাদের কাছে যে প্রমাণাদি আছে, তার মাধ্যমে আমরা বলতেই পারি, পুলিশের পক্ষ থেকে এই গুলি চালানো হয়েছে। আমরা যে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, পুলিশের গুলিতেই মুগ্ধের জীবন গেছে।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার ফাঁসিতলা বাজারের ব্র্যাক অফিসের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৫ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৬ ঘণ্টা আগে