আজকের পত্রিকা ডেস্ক

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে দাবি করেছেন তাঁর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আর তাঁর নিহত হওয়ার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এই অভিযোগ জমা দেওয়া হয়। তবে এতে কারও নাম উল্লেখ করা হয়নি।
অভিযোগ করার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত সাংবাদিকদের বলেন, ‘নির্দিষ্ট কারও নাম না উল্লেখ করে শুধু অভিযোগ করেছি। ট্রাইব্যুনাল তদন্ত সাপেক্ষে যে বা যারা প্রকৃত অপরাধী ও যারা তাদের এই অপরাধ করতে সাহায্য করেছে, তাদের মামলায় অপরাধী হিসেবে নিয়ে আসবেন। আমরা আশাবাদী, সরকার এবং ট্রাইব্যুনাল—আমাদের ন্যায়বিচারের আশা পূরণে সক্ষম হবেন।’
দীপ্ত আরও বলেন, ‘উত্তরা পূর্ব থানার ওসি কিছুদিন আগে থানা থেকে পালিয়ে গেছেন। এটাকে পালিয়ে যাওয়া বলে, না কি ছেড়ে দেওয়া বলে—তা আমরা সবাই বুঝি। এখনো যদি প্রশাসনের এমন অবস্থা থেকে থাকে, তাহলে মনে হয় না, জনগণ আসলে ভরসা পাবে। জনগণের ভরসাস্থলে আসতে গেলে, আমার মনে হয় প্রশাসনের দায়িত্ব ঠিকভাবে পালন করা উচিত।’
মুগ্ধর অপর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘মুগ্ধের মৃত্যু নিয়ে একটি বিতর্ক ছিল। গুলিটা পুলিশের মধ্যে থেকে করা হয়েছে, নাকি বাইরে কারও থেকে করানো হয়েছে, বা স্নাইপার থেকে করা হয়েছে কি না। তবে আমাদের কাছে যে প্রমাণাদি আছে, তার মাধ্যমে আমরা বলতেই পারি, পুলিশের পক্ষ থেকে এই গুলি চালানো হয়েছে। আমরা যে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, পুলিশের গুলিতেই মুগ্ধের জীবন গেছে।’

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে দাবি করেছেন তাঁর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আর তাঁর নিহত হওয়ার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এই অভিযোগ জমা দেওয়া হয়। তবে এতে কারও নাম উল্লেখ করা হয়নি।
অভিযোগ করার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত সাংবাদিকদের বলেন, ‘নির্দিষ্ট কারও নাম না উল্লেখ করে শুধু অভিযোগ করেছি। ট্রাইব্যুনাল তদন্ত সাপেক্ষে যে বা যারা প্রকৃত অপরাধী ও যারা তাদের এই অপরাধ করতে সাহায্য করেছে, তাদের মামলায় অপরাধী হিসেবে নিয়ে আসবেন। আমরা আশাবাদী, সরকার এবং ট্রাইব্যুনাল—আমাদের ন্যায়বিচারের আশা পূরণে সক্ষম হবেন।’
দীপ্ত আরও বলেন, ‘উত্তরা পূর্ব থানার ওসি কিছুদিন আগে থানা থেকে পালিয়ে গেছেন। এটাকে পালিয়ে যাওয়া বলে, না কি ছেড়ে দেওয়া বলে—তা আমরা সবাই বুঝি। এখনো যদি প্রশাসনের এমন অবস্থা থেকে থাকে, তাহলে মনে হয় না, জনগণ আসলে ভরসা পাবে। জনগণের ভরসাস্থলে আসতে গেলে, আমার মনে হয় প্রশাসনের দায়িত্ব ঠিকভাবে পালন করা উচিত।’
মুগ্ধর অপর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘মুগ্ধের মৃত্যু নিয়ে একটি বিতর্ক ছিল। গুলিটা পুলিশের মধ্যে থেকে করা হয়েছে, নাকি বাইরে কারও থেকে করানো হয়েছে, বা স্নাইপার থেকে করা হয়েছে কি না। তবে আমাদের কাছে যে প্রমাণাদি আছে, তার মাধ্যমে আমরা বলতেই পারি, পুলিশের পক্ষ থেকে এই গুলি চালানো হয়েছে। আমরা যে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, পুলিশের গুলিতেই মুগ্ধের জীবন গেছে।’

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর তাঁকে ছেড়ে দেওয়া ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নির্দেশে তাঁদের বরখাস্ত করা হয়।
৪ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরায় আইনজীবী নাঈম কিবরিয়াকে (৩৫) হত্যার অভিযোগে মূল আসামি যোবায়ের হোসেন পাপ্পুকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব। বারিধারা এলাকা থেকে র্যাব-১ গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বলে রাতে জানিয়েছেন ব্যাটালিয়নটির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাজারি গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে পাঁচলাইশ থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করেছেন।
১৮ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২২ মিনিট আগে