নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরাবরের মতো আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে দুটি প্যানেল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোহাম্মদ আব্দুল্লাহ । তিনি জানান, দুই দিনের এই নির্বাচন প্রতিদিন সকাল ৯টায় শুরু হবে এবং শেষ হবে বিকেল ৫টায়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্নবিরতি থাকবে। প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার ।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ জানান, ২৩টি পদে নতুন নেতৃত্ব বেছে নেবেন ভোটাররা। এবারের ভোটার ১৯ হাজার ৮৪৭ জন।
ঢাকা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নিয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সাদা প্যানেলে নির্বাচন করছেন। অন্যদিকে বিএনপি-জামায়াতের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নির্বাচন করছে।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে এবার সভাপতি পদে লড়ছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান। এই পদে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত সমর্থক নীল প্যানেলের অ্যাডভোকেট মো. খুরশীদ মিয়া আলম। সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টুর প্রতিদ্বন্দ্বিতা হবে নীল প্যানেলের অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে। এই পদের আরেক প্রার্থী মো. সহিদ উল্যাহ লড়ছেন স্বতন্ত্র হিসেবে ।
সাদা প্যানেলের বাকি প্রার্থীরা হলেন—জ্যেষ্ঠ সহসভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটওয়ারী, সহসভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম (স্বপন), কোষাধ্যক্ষ পদে মো. নুর হোসাইন, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহসাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিক টিপু, লাইব্রেরি সম্পাদক ইফফাত জাহান রনি, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন, দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ আরকান মিয়া, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান খান ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার।
সাদা প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করছেন—আবু সুফিয়ান, গোলাম ইমাম হোসেন, ইমতিয়াজ মাহমুদ প্রিন্স, মো. আবুল বাশার, মো. জাহাঙ্গীর আলম জাহিদ, মো. মহিউদ্দিন চৌধুরী শরীফ, মো. রাকিবুল ইসলাম রাকিব, মো. সামিউল ইসলাম প্রিন্স, সঞ্জয় কুমার কর্মকার, শারমিন সুলতানা টুম্পা ও শুলতা রোজারিও।
সম্পাদকীয় পদের নীল প্যানেলের প্রার্থীরা হলেন—জ্যেষ্ঠ সহসভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক, সহসভাপতি পদে মো. শহীদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আব্দুর রশিদ মোল্লা, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক পদে মো. জহিরুল হাসান মুকুল, সহসাধারণ সম্পাদক পদে মো. আনিসুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে নুরজাহান বেগম বিউটি, দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোসাম্মত নার্গিস পারভীন মুক্তি ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন মোল্লা।
নীল প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করছেন ফরিদুল হাসান তুষার, ফয়সাল কবির সৌরভ, মো. মাহফুজুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. মশিউর রহমান মানিক, মো. মুজাহিদুল ইসলাম, মো. সোহেল উদ্দিন রানা, মুক্তা বেগম, মোজাম্মেল হক, রেজাউল হক রিয়াজ ও রুবিনা আক্তার রুবা।
এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে মনিরুল ইসলাম আকাশ স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। এর আগে তিনি বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করে অকৃতকার্য হয়েছিলেন।

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরাবরের মতো আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে দুটি প্যানেল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোহাম্মদ আব্দুল্লাহ । তিনি জানান, দুই দিনের এই নির্বাচন প্রতিদিন সকাল ৯টায় শুরু হবে এবং শেষ হবে বিকেল ৫টায়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্নবিরতি থাকবে। প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার ।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ জানান, ২৩টি পদে নতুন নেতৃত্ব বেছে নেবেন ভোটাররা। এবারের ভোটার ১৯ হাজার ৮৪৭ জন।
ঢাকা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নিয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সাদা প্যানেলে নির্বাচন করছেন। অন্যদিকে বিএনপি-জামায়াতের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নির্বাচন করছে।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে এবার সভাপতি পদে লড়ছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান। এই পদে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত সমর্থক নীল প্যানেলের অ্যাডভোকেট মো. খুরশীদ মিয়া আলম। সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টুর প্রতিদ্বন্দ্বিতা হবে নীল প্যানেলের অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে। এই পদের আরেক প্রার্থী মো. সহিদ উল্যাহ লড়ছেন স্বতন্ত্র হিসেবে ।
সাদা প্যানেলের বাকি প্রার্থীরা হলেন—জ্যেষ্ঠ সহসভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটওয়ারী, সহসভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম (স্বপন), কোষাধ্যক্ষ পদে মো. নুর হোসাইন, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহসাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিক টিপু, লাইব্রেরি সম্পাদক ইফফাত জাহান রনি, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন, দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ আরকান মিয়া, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান খান ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার।
সাদা প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করছেন—আবু সুফিয়ান, গোলাম ইমাম হোসেন, ইমতিয়াজ মাহমুদ প্রিন্স, মো. আবুল বাশার, মো. জাহাঙ্গীর আলম জাহিদ, মো. মহিউদ্দিন চৌধুরী শরীফ, মো. রাকিবুল ইসলাম রাকিব, মো. সামিউল ইসলাম প্রিন্স, সঞ্জয় কুমার কর্মকার, শারমিন সুলতানা টুম্পা ও শুলতা রোজারিও।
সম্পাদকীয় পদের নীল প্যানেলের প্রার্থীরা হলেন—জ্যেষ্ঠ সহসভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক, সহসভাপতি পদে মো. শহীদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আব্দুর রশিদ মোল্লা, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক পদে মো. জহিরুল হাসান মুকুল, সহসাধারণ সম্পাদক পদে মো. আনিসুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে নুরজাহান বেগম বিউটি, দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোসাম্মত নার্গিস পারভীন মুক্তি ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন মোল্লা।
নীল প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করছেন ফরিদুল হাসান তুষার, ফয়সাল কবির সৌরভ, মো. মাহফুজুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. মশিউর রহমান মানিক, মো. মুজাহিদুল ইসলাম, মো. সোহেল উদ্দিন রানা, মুক্তা বেগম, মোজাম্মেল হক, রেজাউল হক রিয়াজ ও রুবিনা আক্তার রুবা।
এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে মনিরুল ইসলাম আকাশ স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। এর আগে তিনি বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করে অকৃতকার্য হয়েছিলেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে