Ajker Patrika

রাজধানীতে ট্রেনের নিচে কাটা পড়ে কিশোরের হাত বিচ্ছিন্ন

প্রতিবেদক, ঢামেক
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩৩
রাজধানীতে ট্রেনের নিচে কাটা পড়ে কিশোরের হাত বিচ্ছিন্ন

বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেন থেকে নামতে গিয়ে হাত বিচ্ছিন্ন হলো নুর উদ্দিন (১৭) নামে এক কিশোরের। আজ বুধবার সকালের দিকে বিমানবন্দর রেলস্টেশনে ঢাকাগামী একটি ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে নুর উদ্দিনের বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এর পাশাপাশি তার পায়ের পাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী আকবর জানান, ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস নামে একটি ট্রেন বিমানবন্দর রেলস্টেশনে থামার সময় যাত্রী নুর উদ্দিন নামার সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে। এতে তার বাঁ হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি বাঁ পায়ের পাতাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

হাসপাতালে আহত নুর উদ্দিন জানায়, তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। তার মা মনিরা বেগমকে খুঁজতে ট্রেনে করে ঢাকায় আসে সে। তার বাবার নাম মৃত মন্টু মিয়া। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত নুর উদ্দিনের বাঁ হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢামেক হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত