নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালত বর্জন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে আইনজীবীদের চারটি সংগঠন। আজ রোববার সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে আদালত বর্জনের সমর্থনে সভা করে বিএনপি–জামায়াত সমর্থক আইনজীবীরা। আর আদালত বর্জনের নামে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট বার ও আওয়ামী আইনজীবী পরিষদ। এছাড়া পৃথক সংবাদ সম্মেলন করে আদালত বর্জনের ঘোষণা দেন জামায়াতপন্থী আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি :
সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মো.আব্দুন নূর দুলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, জাতীয় নির্বাচন একটি সাংবিধানিক ধারাবাহিকতা এবং বাধ্যবাধকতা। এই নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু নির্বাচন প্রতিহত করার নামে আইনজীবী ফোরাম আদালত বর্জনের যে ডাক দিয়েছে তা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। এরূপ আহ্বান গণতন্ত্র–আইনের শাসনের পরিপন্থী এবং বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই অপপ্রয়াসের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছে যে, দেশের সকল আদালত যথারীতি খোলা থাকবে। এ সময় বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, অন্যান্য নেতা এবং আওয়ামী সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ :
আদালত বর্জনের সিদ্ধান্তের প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বারের সংবাদ সম্মেলনের পরপরই আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ন সংবাদ সম্মেলনে কথা বলে। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান, অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া, অ্যাডভোকেট বশির আহমেদসহ আওয়ামীপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে তারা আদালত বর্জন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।
আদালত বর্জনের সমর্থনে সভা:
আদালত বর্জনের সমর্থনে সভা করেছে বিএনপি–জামায়াত সমর্থক আইনজীবীরা। ‘আইনজীবী বৃন্দ সুপ্রিম কোর্ট বার’ ব্যানারে এই সভা করা হয়। এতে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
লইয়ার্স কাউন্সিল:
বিএনপিসহ সরকার বিরোধী আইনজীবীদের পর এবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াত পন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল। তারা ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলন ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ল’ইয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

আদালত বর্জন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে আইনজীবীদের চারটি সংগঠন। আজ রোববার সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে আদালত বর্জনের সমর্থনে সভা করে বিএনপি–জামায়াত সমর্থক আইনজীবীরা। আর আদালত বর্জনের নামে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট বার ও আওয়ামী আইনজীবী পরিষদ। এছাড়া পৃথক সংবাদ সম্মেলন করে আদালত বর্জনের ঘোষণা দেন জামায়াতপন্থী আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি :
সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মো.আব্দুন নূর দুলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, জাতীয় নির্বাচন একটি সাংবিধানিক ধারাবাহিকতা এবং বাধ্যবাধকতা। এই নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু নির্বাচন প্রতিহত করার নামে আইনজীবী ফোরাম আদালত বর্জনের যে ডাক দিয়েছে তা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। এরূপ আহ্বান গণতন্ত্র–আইনের শাসনের পরিপন্থী এবং বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই অপপ্রয়াসের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছে যে, দেশের সকল আদালত যথারীতি খোলা থাকবে। এ সময় বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, অন্যান্য নেতা এবং আওয়ামী সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ :
আদালত বর্জনের সিদ্ধান্তের প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বারের সংবাদ সম্মেলনের পরপরই আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ন সংবাদ সম্মেলনে কথা বলে। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান, অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া, অ্যাডভোকেট বশির আহমেদসহ আওয়ামীপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে তারা আদালত বর্জন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।
আদালত বর্জনের সমর্থনে সভা:
আদালত বর্জনের সমর্থনে সভা করেছে বিএনপি–জামায়াত সমর্থক আইনজীবীরা। ‘আইনজীবী বৃন্দ সুপ্রিম কোর্ট বার’ ব্যানারে এই সভা করা হয়। এতে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
লইয়ার্স কাউন্সিল:
বিএনপিসহ সরকার বিরোধী আইনজীবীদের পর এবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াত পন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল। তারা ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলন ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ল’ইয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে