ঢাবি প্রতিনিধি

সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এটি প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবিগুলো জানান সংগঠনটি।
চলতি মাসের ২৫ তারিখের মধ্যে প্রজ্ঞাপন বাতিল না করলে সারা দেশে মানববন্ধন ও কর্মবিরতির কর্মসূচিও দিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম। লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া। যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. আবদুর রহিমের সঞ্চালনয় ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, ঢাবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
শিক্ষক ফেডারেশনের কর্মসূচি অনুযায়ী, চলতি মাসের ২৫ তারিখের মধ্যে পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা না হলে ২৬ মে রবিবার সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকেরা একযোগে বেলা সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচি, ২৮ মে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকেরা একযোগে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতি এবং ৪ জুন সারা দেশে একযোগে অর্ধদিবস কর্মবিরতি পালন।
লিখিত বক্তব্য পাঠকালে নিজামুল হক ভূঁইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের বিদ্যমান সুবিধার অবনমন হয় এ ধরনের কোনো পদক্ষেপের পক্ষপাতী নন। ২০১৫ সালে বেতন স্কেলে শিক্ষকদের অবনমন করা হলে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনায় সেটির সমাধান তারই উজ্জ্বল সাক্ষ্য বহন করে। হঠাৎ করে একটি মহল নিজেদের সুযোগ-সুবিধা অক্ষুণ্ন রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর এ ধরনের একটি বৈষম্যমূলক ব্যবস্থা চাপিয়ে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবে এই বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়ে আসছি। আমরা আগামী ২৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে বাতিল করার সিদ্ধান্ত না আসলে ২৬ মে সারা দেশে মানববন্ধন, ২৮ মে ২ ঘণ্টার কর্মবিরতি এবং ৪ জুন সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অর্ধদিবস কর্মবিরতি চলবে। কর্মসূচি ও কর্মবিরতি চলাকালে পরীক্ষাসমূহ আওতামুক্ত থাকবে।’

সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এটি প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবিগুলো জানান সংগঠনটি।
চলতি মাসের ২৫ তারিখের মধ্যে প্রজ্ঞাপন বাতিল না করলে সারা দেশে মানববন্ধন ও কর্মবিরতির কর্মসূচিও দিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম। লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া। যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. আবদুর রহিমের সঞ্চালনয় ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, ঢাবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
শিক্ষক ফেডারেশনের কর্মসূচি অনুযায়ী, চলতি মাসের ২৫ তারিখের মধ্যে পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা না হলে ২৬ মে রবিবার সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকেরা একযোগে বেলা সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচি, ২৮ মে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকেরা একযোগে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতি এবং ৪ জুন সারা দেশে একযোগে অর্ধদিবস কর্মবিরতি পালন।
লিখিত বক্তব্য পাঠকালে নিজামুল হক ভূঁইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের বিদ্যমান সুবিধার অবনমন হয় এ ধরনের কোনো পদক্ষেপের পক্ষপাতী নন। ২০১৫ সালে বেতন স্কেলে শিক্ষকদের অবনমন করা হলে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনায় সেটির সমাধান তারই উজ্জ্বল সাক্ষ্য বহন করে। হঠাৎ করে একটি মহল নিজেদের সুযোগ-সুবিধা অক্ষুণ্ন রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর এ ধরনের একটি বৈষম্যমূলক ব্যবস্থা চাপিয়ে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবে এই বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়ে আসছি। আমরা আগামী ২৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে বাতিল করার সিদ্ধান্ত না আসলে ২৬ মে সারা দেশে মানববন্ধন, ২৮ মে ২ ঘণ্টার কর্মবিরতি এবং ৪ জুন সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অর্ধদিবস কর্মবিরতি চলবে। কর্মসূচি ও কর্মবিরতি চলাকালে পরীক্ষাসমূহ আওতামুক্ত থাকবে।’

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
৩৩ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৬ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে