নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুলের প্রচার গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুল বলেন, ‘মদনপুর ইউনিয়নে আমার একটি প্রচার গাড়িতে মাইকিং চলছিল। এ সময় ১০-১৫ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে গাড়ি ঘেরাও করে। পরে তারা গাড়ি ভাঙচুর করে এবং মাইকম্যান ও গাড়িচালককে মারধর করে। হামলায় নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ কর্মী অহিদ। মারধর ও অটোরিকশা ভাঙচুরের পর তারা মাইকটি ছিনিয়ে নিয়ে যায়।’
আতাউর রহমান মুকুল আরও বলেন, ‘আহত দুজনকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই স্থানে গত রোববার সন্ধ্যায় আমার সমর্থকদের ওপর হামলা চালায় এম এ রশিদের কর্মীরা। সে সময় তিনজন সামান্য আহত হন। ক্ষমতাসীন দল হামলা করে পরিবেশ নষ্ট করছে। এদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।’
তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদ বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমার কোনো সমর্থক এই হামলায় জড়িত নয়।’
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘খবর পেয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।’

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুলের প্রচার গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুল বলেন, ‘মদনপুর ইউনিয়নে আমার একটি প্রচার গাড়িতে মাইকিং চলছিল। এ সময় ১০-১৫ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে গাড়ি ঘেরাও করে। পরে তারা গাড়ি ভাঙচুর করে এবং মাইকম্যান ও গাড়িচালককে মারধর করে। হামলায় নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ কর্মী অহিদ। মারধর ও অটোরিকশা ভাঙচুরের পর তারা মাইকটি ছিনিয়ে নিয়ে যায়।’
আতাউর রহমান মুকুল আরও বলেন, ‘আহত দুজনকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই স্থানে গত রোববার সন্ধ্যায় আমার সমর্থকদের ওপর হামলা চালায় এম এ রশিদের কর্মীরা। সে সময় তিনজন সামান্য আহত হন। ক্ষমতাসীন দল হামলা করে পরিবেশ নষ্ট করছে। এদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।’
তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদ বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমার কোনো সমর্থক এই হামলায় জড়িত নয়।’
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘খবর পেয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।’

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১১ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২১ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে