ঢামেক প্রতিবেদক

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে কংক্রিট মিক্সার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বনানী থানা-পুলিশ।
নিহতেরা হলেন, আশফাকুর রহমান আসিফ (২৪) ও আসিফ মাহমুদ সম্পদ (২১)।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি রাসেল জানান, আশফাকুর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। আরোহী ছিলেন আসিফ মাহমুদ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে আসলে একটি কংক্রিট মিক্সার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। এর হেলপারকে আটক করা হয়েছে।
মৃত আশফাকুর রহমান আসিফের বন্ধু তালহা জোয়ার্দার জানান, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই বিভাগে পড়াশোনা শেষে চাকরির খোঁজে আশফাক ঢাকায় আসেন। ঢাকায় তেজগাঁও শাহিনবাগ এলাকায় মেসে থাকতেন তিনি। চাকরি খোঁজার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন তিনি। এক ভাই এক বোনের মধ্যে আশফাক বড়। তাঁর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বিসিক রোডের কুমারপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মো. আলম।
মৃত আসিফ মাহমুদ সম্পদের খালাতো ভাই কাজী সোহাগ হোসেন জানান, সম্পদ চট্টগ্রাম মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছিলেন। তাঁর বাবা মো. জাহিদুল ইসলাম বিজিবিতে কর্মরত রয়েছেন। কিছুদিন আগে তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে। টঙ্গী হাই কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। সম্পদ দুপুরের খাবার আনতে হাসপাতাল থেকে মোটরসাইকেলে করে তেজগাঁওয়ে খালার বাসায় যাচ্ছিলেন। তারপর বনানী এলাকায় দুর্ঘটনার শিকার হন।
সোহাগ আরও জানান, সম্পদের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে। দুই ভাই এক বোনের মধ্যে সম্পদ ছিল বড়।

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে কংক্রিট মিক্সার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বনানী থানা-পুলিশ।
নিহতেরা হলেন, আশফাকুর রহমান আসিফ (২৪) ও আসিফ মাহমুদ সম্পদ (২১)।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি রাসেল জানান, আশফাকুর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। আরোহী ছিলেন আসিফ মাহমুদ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে আসলে একটি কংক্রিট মিক্সার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। এর হেলপারকে আটক করা হয়েছে।
মৃত আশফাকুর রহমান আসিফের বন্ধু তালহা জোয়ার্দার জানান, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই বিভাগে পড়াশোনা শেষে চাকরির খোঁজে আশফাক ঢাকায় আসেন। ঢাকায় তেজগাঁও শাহিনবাগ এলাকায় মেসে থাকতেন তিনি। চাকরি খোঁজার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন তিনি। এক ভাই এক বোনের মধ্যে আশফাক বড়। তাঁর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বিসিক রোডের কুমারপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মো. আলম।
মৃত আসিফ মাহমুদ সম্পদের খালাতো ভাই কাজী সোহাগ হোসেন জানান, সম্পদ চট্টগ্রাম মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছিলেন। তাঁর বাবা মো. জাহিদুল ইসলাম বিজিবিতে কর্মরত রয়েছেন। কিছুদিন আগে তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে। টঙ্গী হাই কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। সম্পদ দুপুরের খাবার আনতে হাসপাতাল থেকে মোটরসাইকেলে করে তেজগাঁওয়ে খালার বাসায় যাচ্ছিলেন। তারপর বনানী এলাকায় দুর্ঘটনার শিকার হন।
সোহাগ আরও জানান, সম্পদের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে। দুই ভাই এক বোনের মধ্যে সম্পদ ছিল বড়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে