নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা হলফনামা দাখিল করে পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অভিযোগ, রাজধানীর ধানমন্ডিতে নিজের নামে ছয়তলা বাড়ি থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দ নেন সাবেক এই বিচারপতি।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে আজ বুধবার মামলাটি করা হয় বলে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার মামলাটি অনুমোদন করে দুদক।
মামলার অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ) ও সদস্য (এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।
গত ২৪ জুলাই খায়রুল হককে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁর বিরুদ্ধে রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে শাহবাগ ও ফতুল্লা থানায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলার আসামি তিনি। আহাদ হত্যা মামলায় গ্রেপ্তারের দিনই তাঁকে কারাগারে পাঠানো হয়।
আজ দুদকের করা মামলার এজাহারে বলা হয়, খায়রুল হক প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বরত অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্যসংবলিত হলফনামা জমা দিয়ে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের ১০২ নম্বর রোডের ৪ নম্বর প্লটটি নিজের নামে দখল করেন। এর মধ্য দিয়ে নিজের পাশাপাশি অন্যদের লাভবান করেন তিনি। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৬১/১৬৩/৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলায় অভিযোগ আনা হয়েছে।

ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা হলফনামা দাখিল করে পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অভিযোগ, রাজধানীর ধানমন্ডিতে নিজের নামে ছয়তলা বাড়ি থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দ নেন সাবেক এই বিচারপতি।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে আজ বুধবার মামলাটি করা হয় বলে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার মামলাটি অনুমোদন করে দুদক।
মামলার অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ) ও সদস্য (এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।
গত ২৪ জুলাই খায়রুল হককে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁর বিরুদ্ধে রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে শাহবাগ ও ফতুল্লা থানায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলার আসামি তিনি। আহাদ হত্যা মামলায় গ্রেপ্তারের দিনই তাঁকে কারাগারে পাঠানো হয়।
আজ দুদকের করা মামলার এজাহারে বলা হয়, খায়রুল হক প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বরত অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্যসংবলিত হলফনামা জমা দিয়ে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের ১০২ নম্বর রোডের ৪ নম্বর প্লটটি নিজের নামে দখল করেন। এর মধ্য দিয়ে নিজের পাশাপাশি অন্যদের লাভবান করেন তিনি। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৬১/১৬৩/৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলায় অভিযোগ আনা হয়েছে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৫ ঘণ্টা আগে