ঢামেক প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দরে লরির চাপায় মাহাদী হাসান লিমন (২১) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি গ্রীন ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাওলা পদ্মা ওয়েল আউটগোয়িং রাস্তায় ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার এসআই মো. আসাদুজ্জামান শেখ জানান, এ ঘটনায় লরি জব্দ ও চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। যুবকের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় জানা যায়।
খবর পেয়ে লিমনের সহপাঠী ও স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ মর্গে আসে। লিমনের সহপাঠী খালিদ মাহমুদ টুটুল জানান, শেওড়াপাড়ার গ্রীন ইউনিভার্সিটিতে পড়েন তাঁরা। মাহাদী টেক্সটাইল বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন। উত্তরা ১০ নম্বর সেক্টরে থাকতেন। গত রাতে তাঁর মাকে আনার জন্য জিগাতলায় খালার বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে উত্তরায় যাচ্ছিল লিমন।
টুটুল জানান, থানা-পুলিশের মাধ্যমে জানতে পেরেছি, বিমানবন্দর এলাকায় একটি লরি পেছন থেকে লিমনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সে পড়ে গেলে লরির চাকা তাঁর মাথার ওপর দিয়ে উঠে যায়। এতে তাঁর মাথায় থাকা হেলমেট গুঁড়িয়ে যায়।
লিমনের খালা মিতা চৌধুরী বলেন, `তাদের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদম পশ্চিম এলাকায়। লিমন উত্তরা ১০ নম্বর সেক্টর কামারপাড়ায় থেকে পড়াশোনা করত। গতকাল ইউনিভার্সিটি বন্ধ থাকায় বাসায় ছিল। লিমনের মা অসুস্থ থাকায় গ্রাম থেকে ঢাকায় আসছিলেন। রাতে জিগাতলা থেকে মোটরসাইকেল নিয়ে উত্তরায় যাচ্ছিল তার মাকে আনতে। রাতেই পুলিশের মাধ্যমে সড়ক দুর্ঘটনার সংবাদ পাই।' তিনি জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে লিমন ছিল মেজ। বাবা মোফজ্জল হোসেন চট্টগ্রামে থাকেন। ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

রাজধানীর বিমানবন্দরে লরির চাপায় মাহাদী হাসান লিমন (২১) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি গ্রীন ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাওলা পদ্মা ওয়েল আউটগোয়িং রাস্তায় ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার এসআই মো. আসাদুজ্জামান শেখ জানান, এ ঘটনায় লরি জব্দ ও চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। যুবকের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় জানা যায়।
খবর পেয়ে লিমনের সহপাঠী ও স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ মর্গে আসে। লিমনের সহপাঠী খালিদ মাহমুদ টুটুল জানান, শেওড়াপাড়ার গ্রীন ইউনিভার্সিটিতে পড়েন তাঁরা। মাহাদী টেক্সটাইল বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন। উত্তরা ১০ নম্বর সেক্টরে থাকতেন। গত রাতে তাঁর মাকে আনার জন্য জিগাতলায় খালার বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে উত্তরায় যাচ্ছিল লিমন।
টুটুল জানান, থানা-পুলিশের মাধ্যমে জানতে পেরেছি, বিমানবন্দর এলাকায় একটি লরি পেছন থেকে লিমনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সে পড়ে গেলে লরির চাকা তাঁর মাথার ওপর দিয়ে উঠে যায়। এতে তাঁর মাথায় থাকা হেলমেট গুঁড়িয়ে যায়।
লিমনের খালা মিতা চৌধুরী বলেন, `তাদের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদম পশ্চিম এলাকায়। লিমন উত্তরা ১০ নম্বর সেক্টর কামারপাড়ায় থেকে পড়াশোনা করত। গতকাল ইউনিভার্সিটি বন্ধ থাকায় বাসায় ছিল। লিমনের মা অসুস্থ থাকায় গ্রাম থেকে ঢাকায় আসছিলেন। রাতে জিগাতলা থেকে মোটরসাইকেল নিয়ে উত্তরায় যাচ্ছিল তার মাকে আনতে। রাতেই পুলিশের মাধ্যমে সড়ক দুর্ঘটনার সংবাদ পাই।' তিনি জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে লিমন ছিল মেজ। বাবা মোফজ্জল হোসেন চট্টগ্রামে থাকেন। ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১১ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭ এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়ার র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
১৬ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭); অপরজনের নাম রাকিব মিয়া, তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
৩৭ মিনিট আগে