Ajker Patrika

কোটাবিরোধী আন্দোলন: পুলিশের বাধার মুখে তাঁতীবাজারে জবি শিক্ষার্থীদের অবস্থান

জবি সংবাদদাতা 
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৭: ১৪
কোটাবিরোধী আন্দোলন: পুলিশের বাধার মুখে তাঁতীবাজারে জবি শিক্ষার্থীদের অবস্থান

সরকারি চাকরিতে কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো তাঁতীবাজার রোড বন্ধ করে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী গুলিস্তানমুখী একটি বিক্ষোভ মিছিল বের করেন। 

পরবর্তীকালে মিছিলটি রায়সাহেব বাজার মোড়ে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ রায়সাহেব বাজার মোড় পর্যন্ত অবস্থান করতে বললে এ সময় শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় পর্যন্ত গিয়ে অবস্থান করার কথা জানায়। পরে পুলিশের অনুমতিতে মিছিলটি তাঁতীবাজার মোড়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা যাতে গুলিস্তান না যেতে পারে সে জন্য পুলিশ ব্যারিকেড দেয়। 

আন্দোলনের সমন্বয়ক জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পুলিশকে বলেছিলাম আমাদের মিছিলটি গুলিস্তান পর্যন্ত গিয়ে ঘুরে চলে আসবে। কিন্তু তারা অনুমতি দেয়নি। পুলিশ আমাদের তাঁতীবাজার পর্যন্ত থাকার অনুমতি দিয়েছে। আমরা এখন এখানে বসেই আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের চারটি দাবি হলো, ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। ‘১৮-এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে।

পঞ্চম দিনের মতো তাঁতীবাজার রোড বন্ধ করে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।পঞ্চম দিনের মতো তাঁতীবাজার রোড বন্ধ করে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত