
বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার বেলা ১১টায় ফরিদপুরে শুরু হবে। ভোর থেকেই দলের নেতা-কর্মীরা স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। গত বৃহস্পতিবার বিকেল থেকেই জেলার কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে বিভিন্ন জেলার নেতা-কর্মীরা উপস্থিত হতে থাকেন। তবে গতকাল শুক্রবার ভোর থেকে ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় পথে ভোগান্তির শিকার হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতা-কর্মীরা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি ১০টি সাংগঠনিক বিভাগে সমাবেশের কর্মসূচি পালন করছে।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। সমাবেশে সভাপতিত্ব করবেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি।
সরেজমিনে দেখা যায়, জেলা শহর থেকে ছয় কিলোমিটার দূরে আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে সমাবেশস্থলে বিএনপির নেতা-কর্মীদের ঢল নেমেছে। সময় যত গড়াচ্ছে, উপস্থিতি তত বাড়ছে। সমাবেশস্থলের প্রবেশপথ দিয়ে একের পর এক মিছিল ঢুকছে। ব্যানার-ফেস্টুন ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবিসহ স্থানীয় নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিলে আসছেন তাঁরা। স্লোগানে স্লোগানে মুখরিত সমাবেশস্থল।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, ‘সমাবেশ সফল করতে আমরা বৃহস্পতিবার থেকে মাঠে অবস্থান করছি। মাঠেই মাদুর পেতে ঘুমিয়েছি। ধর্মঘটের কারণে নেতা-কর্মীরা অটোরিকশা, ভ্যান ও পায়ে হেঁটে সভাস্থলে আসছেন।’
মাদারীপুর থেকে আসা গাফ্ফার মোল্লা বলেন, ‘শুক্রবার বিকেলে এসেছি। সঙ্গে একটি মাদুর আর বালিশ নিয়ে এসেছি। মাঠেই মাদুর পেতে ঘুমিয়েছি। সমাবেশ ঠেকাতে এই সরকার ধর্মঘটের ডাক দিয়েছে। সব বাধা উপেক্ষা করে আমরা সমাবেশে এসেছি।’ রাজবাড়ীর পাংশা থেকে এসেছেন মোস্তফা। তিনি বলেন, ‘ভোর ৪টার সময় অটোরিকশায় করে রাজবাড়ীতে এসেছি। সেখান থেকে আবার অটোরিকশায় রাজবাড়ী জেলার শেষ প্রান্তে পৌঁছে হেঁটে হেঁটে সমাবেশে এসেছি।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে