
গাজীপুরের শ্রীপুরে নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে আটক উপজেলা ছাত্রদলের এক কর্মীকে মধ্যরাতে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতির ফোন পেয়ে পুলিশ তাঁকে ছেড়ে দেয় বলে জানা গেছে। ছাড়িয়ে নেওয়ার সময় পুলিশের কাছে ছাত্রদলের কর্মীকে নিজের দলের সমর্থক বলে দাবি করেন তিনি।
ঘটনাটি ঘটে গতকাল সোমবার রাতে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৩ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। গত ২৯ নভেম্বর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহবুব হাসান বাদী হয়ে শ্রীপুর থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মো. নাসিম মণ্ডলকে আটক করে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার দাবি করেন, মো. নাসিম মণ্ডলের বাড়ি শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে। তিনি ছাত্রদলের একজন কর্মী। এর আগে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থীও ছিলেন নাসিম।
নাসিমকে আটকের পর ছেড়ে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মো. নাসিম মণ্ডলকে আটকের পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু সুপারিশ করেছেন। তিনি বলেছেন, নাসিম নাশকতায় জড়িত নন, তিনি আওয়ামী লীগের একজন সমর্থক। পরে যাচাই-বাছাই করে নিরপরাধ নিশ্চিত হয়ে প্রত্যয়নপত্র নিয়ে ছেড়ে দেওয়া হয় তাঁকে।’
এ ব্যাপারে মো. নাসিম মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আগে ছাত্রদল করতাম। এখন রাজনীতি করি না। বর্তমানে আমি শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশ হিসেবে কর্মরত।’
অভিযোগ প্রসঙ্গে জানতে আজ সন্ধ্যা ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমুকে ফোন করা হলে প্রশ্ন শুনেই তিনি উত্তেজিত হয়ে ওঠেন। বলেন, ‘আমি প্রত্যয়নপত্র দিয়েছি কি না, ওসির কাছ থেকে খবর নেন। আমার কাছে জানতে চান কেন?’

গাজীপুরের শ্রীপুরে নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে আটক উপজেলা ছাত্রদলের এক কর্মীকে মধ্যরাতে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতির ফোন পেয়ে পুলিশ তাঁকে ছেড়ে দেয় বলে জানা গেছে। ছাড়িয়ে নেওয়ার সময় পুলিশের কাছে ছাত্রদলের কর্মীকে নিজের দলের সমর্থক বলে দাবি করেন তিনি।
ঘটনাটি ঘটে গতকাল সোমবার রাতে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৩ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। গত ২৯ নভেম্বর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহবুব হাসান বাদী হয়ে শ্রীপুর থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মো. নাসিম মণ্ডলকে আটক করে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার দাবি করেন, মো. নাসিম মণ্ডলের বাড়ি শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে। তিনি ছাত্রদলের একজন কর্মী। এর আগে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থীও ছিলেন নাসিম।
নাসিমকে আটকের পর ছেড়ে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মো. নাসিম মণ্ডলকে আটকের পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু সুপারিশ করেছেন। তিনি বলেছেন, নাসিম নাশকতায় জড়িত নন, তিনি আওয়ামী লীগের একজন সমর্থক। পরে যাচাই-বাছাই করে নিরপরাধ নিশ্চিত হয়ে প্রত্যয়নপত্র নিয়ে ছেড়ে দেওয়া হয় তাঁকে।’
এ ব্যাপারে মো. নাসিম মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আগে ছাত্রদল করতাম। এখন রাজনীতি করি না। বর্তমানে আমি শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশ হিসেবে কর্মরত।’
অভিযোগ প্রসঙ্গে জানতে আজ সন্ধ্যা ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমুকে ফোন করা হলে প্রশ্ন শুনেই তিনি উত্তেজিত হয়ে ওঠেন। বলেন, ‘আমি প্রত্যয়নপত্র দিয়েছি কি না, ওসির কাছ থেকে খবর নেন। আমার কাছে জানতে চান কেন?’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে