নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর জাফরাবাদে গায়েহলুদের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে ডেকে নিয়ে নুর ইসলাম (২৬) নামের এক আলোকচিত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় দুর্গামন্দির গলির পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডটি ছিল পুরোপুরি পরিকল্পিত। অনুষ্ঠান আয়োজনের নাম করে নুর ইসলামকে ডেকে দুর্গামন্দির গলির পাশের নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর তাঁর কাছে থাকা দুটি ক্যামেরা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
কেননা, গত শুক্রবার বিকেলে এক ব্যক্তি গায়েহলুদের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং অগ্রিম ৫০০ টাকা বিকাশে পাঠান।
নুর ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডির শংকর এলাকায় একটি মেসে থাকতেন।
স্থানীয়রা তাঁকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি পুরোপুরি পরিকল্পিত হত্যাকাণ্ড। গায়েহলুদের অনুষ্ঠান ছিল না, বরং সেটি ছিল একটি ফাঁদ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, দুই দিন আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। নুর ইসলামকে ডেকে আনার পেছনে ছিল সুপরিকল্পিত উদ্দেশ্য।

রাজধানীর জাফরাবাদে গায়েহলুদের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে ডেকে নিয়ে নুর ইসলাম (২৬) নামের এক আলোকচিত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় দুর্গামন্দির গলির পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডটি ছিল পুরোপুরি পরিকল্পিত। অনুষ্ঠান আয়োজনের নাম করে নুর ইসলামকে ডেকে দুর্গামন্দির গলির পাশের নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর তাঁর কাছে থাকা দুটি ক্যামেরা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
কেননা, গত শুক্রবার বিকেলে এক ব্যক্তি গায়েহলুদের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং অগ্রিম ৫০০ টাকা বিকাশে পাঠান।
নুর ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডির শংকর এলাকায় একটি মেসে থাকতেন।
স্থানীয়রা তাঁকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি পুরোপুরি পরিকল্পিত হত্যাকাণ্ড। গায়েহলুদের অনুষ্ঠান ছিল না, বরং সেটি ছিল একটি ফাঁদ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, দুই দিন আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। নুর ইসলামকে ডেকে আনার পেছনে ছিল সুপরিকল্পিত উদ্দেশ্য।

৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
১ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
১ ঘণ্টা আগে
শিক্ষক ও লোকবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ। উন্নত শিক্ষার প্রসারে সদর হাসপাতালে প্রতিষ্ঠানটি উদ্বোধনের প্রায় সাত বছর পার হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
১ ঘণ্টা আগে