ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকার একটি বাসায় রুমি আক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ৩টার দিকে কাজলারপাড় স্কুল গলির বাসায় ঘটনাটি ঘটে। ফাঁস দেওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা বিকেল ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত রুমি নোয়াখালী জেলার মাইজদী থানার উত্তর ওয়াপদা গ্রামের গ্রামের মৃত বেল্লাল হোসেনের মেয়ে। বর্তমানে স্বামী ও এক কন্যা সন্তানকে নিয়ে কাজলারপাড়ে একটি বাসায় ভাড়া থাকতেন।
রুমির স্বামী রাজু হোসেন জানান, তাঁরা কাজলারপাড় স্কুল গলির একটি বাসার নিচতলায় ভাড়া থাকেন। তাঁদের ঘরে আড়াই বছরের এক মেয়ে রয়েছে। সে নিজে অটো রিকশা চালায়। তাঁর স্ত্রী রুমি বাসায়ই থাকতেন।
রাজু আরও জানায়, বেশ কিছুদিন যাবৎ তাঁর স্ত্রী রুমি অসুস্থ। কয়েকবার ডাক্তার দেখানো হয়েছে। আবারও ডাক্তার দেখাবে বলে আমার কাছে ১ হাজার টাকা চায়। এ বিষয় নিয়ে আজ দুপুরে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়। ঝগড়ার একপর্যায়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলে তাঁর স্ত্রী ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে বাড়িওয়ালার সহায়তায় দরজা ভেঙে দেখা যায় রুমি বাথরুমে কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকার একটি বাসায় রুমি আক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ৩টার দিকে কাজলারপাড় স্কুল গলির বাসায় ঘটনাটি ঘটে। ফাঁস দেওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা বিকেল ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত রুমি নোয়াখালী জেলার মাইজদী থানার উত্তর ওয়াপদা গ্রামের গ্রামের মৃত বেল্লাল হোসেনের মেয়ে। বর্তমানে স্বামী ও এক কন্যা সন্তানকে নিয়ে কাজলারপাড়ে একটি বাসায় ভাড়া থাকতেন।
রুমির স্বামী রাজু হোসেন জানান, তাঁরা কাজলারপাড় স্কুল গলির একটি বাসার নিচতলায় ভাড়া থাকেন। তাঁদের ঘরে আড়াই বছরের এক মেয়ে রয়েছে। সে নিজে অটো রিকশা চালায়। তাঁর স্ত্রী রুমি বাসায়ই থাকতেন।
রাজু আরও জানায়, বেশ কিছুদিন যাবৎ তাঁর স্ত্রী রুমি অসুস্থ। কয়েকবার ডাক্তার দেখানো হয়েছে। আবারও ডাক্তার দেখাবে বলে আমার কাছে ১ হাজার টাকা চায়। এ বিষয় নিয়ে আজ দুপুরে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়। ঝগড়ার একপর্যায়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলে তাঁর স্ত্রী ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে বাড়িওয়ালার সহায়তায় দরজা ভেঙে দেখা যায় রুমি বাথরুমে কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
১ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিতে এসে বাবার মৃত্যুসংবাদ পান এক পরীক্ষার্থী। শোক আর কান্না বুকে চেপেই শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন তিনি। ওই পরীক্ষার্থীর নাম সালমা খাতুন। তিনি জেলার চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের আব্দুস সামাদ মুন্সির মেয়ে।
২ ঘণ্টা আগে
দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির
২ ঘণ্টা আগে