নিজস্ব প্রতিবেদক, সাভার

রাজধানীর অন্যতম প্রবেশপথ সাভারের আমিনবাজারে চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে বিরুলিয়া, আশুলিয়া ও ধামরাইয়ের ইসলামপুরেও। পাশাপাশি নেতা-কর্মীদের গ্রেপ্তারে পুলিশ গতকাল শুক্রবার রাতেও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। আশুলিয়ায় আটক করা হয়েছে জামায়াতের ৪৩ নেতা-কর্মীকে।
গতকাল শুক্রবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে তল্লাশি চালায় সাভার মডেল থানার পুলিশ। আজও পুলিশের সদস্যরা ঢাকামুখী লেনে তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছেন। রাজধানীমুখী বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের গন্তব্য, কোথা থেকে এসেছেন এবং কী প্রয়োজনে ঢাকায় যাচ্ছেন—এসব জিজ্ঞাসা করছেন। এখান থেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আজ শনিবার সকালে অর্ধশত ব্যক্তিকে আটক করেছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘আজ শনিবার রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশের কথা রয়েছে। এই কর্মসূচিকে ঘিরে উদ্দেশ্যমূলকভাবে কেউ যেন ঢাকায় প্রবেশ করে নাশকতা বা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্য যানবাহনে তল্লাশি করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমিনবাজার তল্লাশি চৌকি থেকে সন্দেহজন কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাঁদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে আশুলিয়া থানার পুলিশ আজ শনিবার ভোরে জামায়াতের ৪৩ নেতা-কর্মীকে আটক করেছে। তাঁরা বাসে করে বগুড়া থেকে ঢাকায় যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে আশুলিয়া থানার এক কর্মকর্তা জানান, আজ ভোরে তাঁদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, ঢাকায় তাঁদের আজকের মহাসমাবেশে নেতা-কর্মীদের যেতে বাধা দিতে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা নানা অপতৎপরতা চালাচ্ছেন। সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সমাবেশের দিন ঢাকার প্রবেশের পথে বাধা এড়াতে আমাদের অধিকাংশ নেতা-কর্মী আগেই ঢাকায় চলে এসেছেন। যাঁরা এলাকায় রয়েছেন, তাঁরা আটক-গ্রেপ্তারের ভয়ে বাসায় থাকতে পারছেন না। নেতা-কর্মীদের বাড়িতে না পেয়ে পুলিশ তাঁদের স্বজনদের আটক করে আগের বিভিন্ন মামলায় জড়িত না থাকা সত্ত্বেও আসামি করছে।’
বিএনপির একাধিক নেতা-কর্মী অভিযোগ করেন, পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগের নেতা-কর্মীরাও তাদের নেতা-কর্মীদের সমাবেশে যেতে বাধা দেওয়ার চেষ্টা করছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও হকার্স লীগের নেতা-কর্মীরা সাভার বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করেছেন। এর আগে গতকাল শুক্রবার সকালে যুবলীগের নেতা-কর্মীরা থানা রোডে লাঠি হাতে অবস্থান কর্মসূচি পালন করেন।

রাজধানীর অন্যতম প্রবেশপথ সাভারের আমিনবাজারে চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে বিরুলিয়া, আশুলিয়া ও ধামরাইয়ের ইসলামপুরেও। পাশাপাশি নেতা-কর্মীদের গ্রেপ্তারে পুলিশ গতকাল শুক্রবার রাতেও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। আশুলিয়ায় আটক করা হয়েছে জামায়াতের ৪৩ নেতা-কর্মীকে।
গতকাল শুক্রবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে তল্লাশি চালায় সাভার মডেল থানার পুলিশ। আজও পুলিশের সদস্যরা ঢাকামুখী লেনে তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছেন। রাজধানীমুখী বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের গন্তব্য, কোথা থেকে এসেছেন এবং কী প্রয়োজনে ঢাকায় যাচ্ছেন—এসব জিজ্ঞাসা করছেন। এখান থেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আজ শনিবার সকালে অর্ধশত ব্যক্তিকে আটক করেছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘আজ শনিবার রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশের কথা রয়েছে। এই কর্মসূচিকে ঘিরে উদ্দেশ্যমূলকভাবে কেউ যেন ঢাকায় প্রবেশ করে নাশকতা বা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্য যানবাহনে তল্লাশি করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমিনবাজার তল্লাশি চৌকি থেকে সন্দেহজন কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাঁদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে আশুলিয়া থানার পুলিশ আজ শনিবার ভোরে জামায়াতের ৪৩ নেতা-কর্মীকে আটক করেছে। তাঁরা বাসে করে বগুড়া থেকে ঢাকায় যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে আশুলিয়া থানার এক কর্মকর্তা জানান, আজ ভোরে তাঁদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, ঢাকায় তাঁদের আজকের মহাসমাবেশে নেতা-কর্মীদের যেতে বাধা দিতে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা নানা অপতৎপরতা চালাচ্ছেন। সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সমাবেশের দিন ঢাকার প্রবেশের পথে বাধা এড়াতে আমাদের অধিকাংশ নেতা-কর্মী আগেই ঢাকায় চলে এসেছেন। যাঁরা এলাকায় রয়েছেন, তাঁরা আটক-গ্রেপ্তারের ভয়ে বাসায় থাকতে পারছেন না। নেতা-কর্মীদের বাড়িতে না পেয়ে পুলিশ তাঁদের স্বজনদের আটক করে আগের বিভিন্ন মামলায় জড়িত না থাকা সত্ত্বেও আসামি করছে।’
বিএনপির একাধিক নেতা-কর্মী অভিযোগ করেন, পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগের নেতা-কর্মীরাও তাদের নেতা-কর্মীদের সমাবেশে যেতে বাধা দেওয়ার চেষ্টা করছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও হকার্স লীগের নেতা-কর্মীরা সাভার বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করেছেন। এর আগে গতকাল শুক্রবার সকালে যুবলীগের নেতা-কর্মীরা থানা রোডে লাঠি হাতে অবস্থান কর্মসূচি পালন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩৪ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩৮ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে