নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক মাহমুদ হোসেনকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি আব্দুল করিম মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ আব্দুল করিমকে আদালতে হাজির করেন। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আই জিহান হোসাইন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামির পক্ষে তার আইনজীবী এমএ মালেক তালুকদার জামিন আবেদন করেন। আদালত জামিনের আবেদন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। একইসঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই এশারত আলী এসব তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, সাংবাদিক মাহমুদ হোসেন গত ১৬ ডিসেম্বর রাত ২টা ৪০ মিনিটের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এশা গার্ডেন সিএনজি পাম্পে প্রাইভেট গাড়িতে গ্যাস নিতে যান। সেখানে অন্য একটি প্রাইভেট গাড়ির চালকের সঙ্গে মাহমুদ হোসেনের গাড়ির চালক বাবর আলীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। মাহমুদ হোসেন পরিস্থিতি স্বাভাবিক করতে অন্য গাড়ির চালকের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতে অন্য গাড়ির চালক আরও উত্তেজিত হয়ে ফোন করে ২০/২৫ জন লোক জড়ো করে। লাঠিসোঁটা নিয়ে তারা মাহমুদ হোসেন ও তার ড্রাইভারসহ গাড়িতে হামলা করেন।
এতে গাড়ির ৫০ হাজার টাকার ক্ষতি হয়। দুর্বৃত্তরা তাদের কাছে থাকা ২৩ হাজার টাকা নিয়ে যায়। দুর্বৃত্তদের এলোপাতাড়ি আঘাতে মাহমুদ ও তার ড্রাইভার আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করার পর পুলিশ গতকাল বুধবার আব্দুল করিমকে গ্রেপ্তার করে।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে আব্দুল করিম সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক মাহমুদ হোসেনকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি আব্দুল করিম মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ আব্দুল করিমকে আদালতে হাজির করেন। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আই জিহান হোসাইন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামির পক্ষে তার আইনজীবী এমএ মালেক তালুকদার জামিন আবেদন করেন। আদালত জামিনের আবেদন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। একইসঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই এশারত আলী এসব তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, সাংবাদিক মাহমুদ হোসেন গত ১৬ ডিসেম্বর রাত ২টা ৪০ মিনিটের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এশা গার্ডেন সিএনজি পাম্পে প্রাইভেট গাড়িতে গ্যাস নিতে যান। সেখানে অন্য একটি প্রাইভেট গাড়ির চালকের সঙ্গে মাহমুদ হোসেনের গাড়ির চালক বাবর আলীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। মাহমুদ হোসেন পরিস্থিতি স্বাভাবিক করতে অন্য গাড়ির চালকের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতে অন্য গাড়ির চালক আরও উত্তেজিত হয়ে ফোন করে ২০/২৫ জন লোক জড়ো করে। লাঠিসোঁটা নিয়ে তারা মাহমুদ হোসেন ও তার ড্রাইভারসহ গাড়িতে হামলা করেন।
এতে গাড়ির ৫০ হাজার টাকার ক্ষতি হয়। দুর্বৃত্তরা তাদের কাছে থাকা ২৩ হাজার টাকা নিয়ে যায়। দুর্বৃত্তদের এলোপাতাড়ি আঘাতে মাহমুদ ও তার ড্রাইভার আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করার পর পুলিশ গতকাল বুধবার আব্দুল করিমকে গ্রেপ্তার করে।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে আব্দুল করিম সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৯ ঘণ্টা আগে