নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের পাইপের ফুটো থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার (১৮ জুন) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেট-সংলগ্ন বাধিয়ারপাড় এলাকায় জুয়েল আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন জাহানারা বেগম (৪০), জুয়েল মিয়া (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩) ও জহুরুল ইসলাম (২৬)। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জিরাবো ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা আহমেদুল কবির জানান, দোতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটের রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাইপে ফুটো থাকায় গ্যাস নির্গত হয়ে পুরো ঘরে জমে ছিল। সকাল ৭টার দিকে রান্নার জন্য দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়। এতে বাড়ির আংশিক দেয়াল ধসে পড়ে এবং ঘরে থাকা সবাই দগ্ধ হন।

আহমেদুল কবির আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারী ও শিশুকেন্দ্র হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়।
নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন-অর-রশিদ জানান, দগ্ধ অবস্থায় পাঁচজনকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের পাইপের ফুটো থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার (১৮ জুন) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেট-সংলগ্ন বাধিয়ারপাড় এলাকায় জুয়েল আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন জাহানারা বেগম (৪০), জুয়েল মিয়া (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩) ও জহুরুল ইসলাম (২৬)। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জিরাবো ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা আহমেদুল কবির জানান, দোতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটের রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাইপে ফুটো থাকায় গ্যাস নির্গত হয়ে পুরো ঘরে জমে ছিল। সকাল ৭টার দিকে রান্নার জন্য দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়। এতে বাড়ির আংশিক দেয়াল ধসে পড়ে এবং ঘরে থাকা সবাই দগ্ধ হন।

আহমেদুল কবির আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারী ও শিশুকেন্দ্র হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়।
নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন-অর-রশিদ জানান, দগ্ধ অবস্থায় পাঁচজনকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে রোগীর স্বজনেরা। পরে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
৬ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্র বলছে, বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
৩৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় এক শিফটের পরীক্ষা শেষ হয়েছে। বেলা ৩টায় আরেক শিফটে পরীক্ষা হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা, বনানী ও রূপনগর থানা-পুলিশ। এর মধ্যে মুগদা থানায় ৯ জন, বনানী থানায় ৭ জন ও রূপনগর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে