প্রতিনিধি, মিটফোর্ড (ঢাকা)

গত এক মাস যাবৎ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ভবনের একমাত্র লিফটটি অকেজো হয়ে পড়ে আছে। ঢাকা শহরে একমাত্র নন কোভিড হাসপাতাল হওয়ায় এখানে প্রতিদিন প্রচুর রোগী ভর্তি হচ্ছেন। এ অবস্থায় রোগীরা সিঁড়ি বেয়ে ওয়ার্ড পর্যন্ত পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মুমূর্ষু রোগীদের সিঁড়ি দিয়ে টেনে-হিঁচড়ে, ট্রলি দিয়ে দুই তলায়, তিন তলার তুলতে হচ্ছে স্বজনদের এবং এখানকার ট্রলি ব্যবহারকারী কর্মচারীদের। কর্তৃপক্ষ লিফট মেরামতে ব্যবস্থা করার কথা বললেও বাস্তবে নেই তাঁর প্রয়োগ।
নারিন্দা থেকে আগত বিধান দাস (৬০)। উচ্চ রক্তচাপে শারীরিক দুর্বলতায় অজ্ঞান হয়ে পড়েন তাঁর স্ত্রী সন্ধ্যা (৫৫)। মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে টিকিট কাটার পর তাঁকে ৩ নম্বর ভবনে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু ৩ নম্বর ভবনের ২ তলায় তুলতে তাঁদের চরম ভোগান্তি পোহাতে হয়। কষ্ট করে দোতলায় তুললে সেখানকার ডাক্তার তাঁদের রক্ত পরীক্ষা করিয়ে আনার জন্য টোকেন ধরিয়ে নিচ তলায় পাঠিয়ে দেন। আবার একই ভাবে কষ্ট করে সিঁড়ি দিয়ে নামতে হয় তাঁদের।
হাসপাতালের কর্মচারী ট্রলি ব্যবহারকারী লিটন বলেন, `রোগীরাও ভোগতেছে, আমরাও ভোগতেছি। অনেক ভারী ট্রলি ওপরে তোলার জন্য আমার কয়েকজন মানুষ একত্রিত হলে আনসাররা খুব খারাপ ব্যবহার করছে। প্রতিদিনই শুনি আগামীকাল ঠিক হয়ে যাবে। কিন্তু আগামীকাল আসছে না গত ২০ দিন যাবৎ। চিপা সিঁড়ি দিয়ে রোগী উঠতে গিয়ে গতকাল মারাত্মকভাবে পায়ে জখম হয়েছে আমার সহকর্মী আজাদের।'
মিটফোর্ড হাসপাতালের ইঞ্জিনিয়ারিং দপ্তরের সহকারী ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নয়ন রঞ্জন সরকার বলেন, লিফট নষ্ট না, কর্তৃপক্ষ হতে লিফট চালানো বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।
মিটফোর্ড হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রাশিদ উন নবী বলেন, `৩ নম্বর ভবনটি অনেক পুরাতন হওয়ায় লিফট চলাচল এখানে বিপদজনক। ইতিমধ্যে আমরা ভবনের মেরামত সম্পূর্ণ করেছি। আজকেও লিফট চলাচলের জন্য কাজ চলছে। আগামীকাল থেকে সচল হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।'

গত এক মাস যাবৎ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ভবনের একমাত্র লিফটটি অকেজো হয়ে পড়ে আছে। ঢাকা শহরে একমাত্র নন কোভিড হাসপাতাল হওয়ায় এখানে প্রতিদিন প্রচুর রোগী ভর্তি হচ্ছেন। এ অবস্থায় রোগীরা সিঁড়ি বেয়ে ওয়ার্ড পর্যন্ত পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মুমূর্ষু রোগীদের সিঁড়ি দিয়ে টেনে-হিঁচড়ে, ট্রলি দিয়ে দুই তলায়, তিন তলার তুলতে হচ্ছে স্বজনদের এবং এখানকার ট্রলি ব্যবহারকারী কর্মচারীদের। কর্তৃপক্ষ লিফট মেরামতে ব্যবস্থা করার কথা বললেও বাস্তবে নেই তাঁর প্রয়োগ।
নারিন্দা থেকে আগত বিধান দাস (৬০)। উচ্চ রক্তচাপে শারীরিক দুর্বলতায় অজ্ঞান হয়ে পড়েন তাঁর স্ত্রী সন্ধ্যা (৫৫)। মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে টিকিট কাটার পর তাঁকে ৩ নম্বর ভবনে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু ৩ নম্বর ভবনের ২ তলায় তুলতে তাঁদের চরম ভোগান্তি পোহাতে হয়। কষ্ট করে দোতলায় তুললে সেখানকার ডাক্তার তাঁদের রক্ত পরীক্ষা করিয়ে আনার জন্য টোকেন ধরিয়ে নিচ তলায় পাঠিয়ে দেন। আবার একই ভাবে কষ্ট করে সিঁড়ি দিয়ে নামতে হয় তাঁদের।
হাসপাতালের কর্মচারী ট্রলি ব্যবহারকারী লিটন বলেন, `রোগীরাও ভোগতেছে, আমরাও ভোগতেছি। অনেক ভারী ট্রলি ওপরে তোলার জন্য আমার কয়েকজন মানুষ একত্রিত হলে আনসাররা খুব খারাপ ব্যবহার করছে। প্রতিদিনই শুনি আগামীকাল ঠিক হয়ে যাবে। কিন্তু আগামীকাল আসছে না গত ২০ দিন যাবৎ। চিপা সিঁড়ি দিয়ে রোগী উঠতে গিয়ে গতকাল মারাত্মকভাবে পায়ে জখম হয়েছে আমার সহকর্মী আজাদের।'
মিটফোর্ড হাসপাতালের ইঞ্জিনিয়ারিং দপ্তরের সহকারী ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নয়ন রঞ্জন সরকার বলেন, লিফট নষ্ট না, কর্তৃপক্ষ হতে লিফট চালানো বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।
মিটফোর্ড হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রাশিদ উন নবী বলেন, `৩ নম্বর ভবনটি অনেক পুরাতন হওয়ায় লিফট চলাচল এখানে বিপদজনক। ইতিমধ্যে আমরা ভবনের মেরামত সম্পূর্ণ করেছি। আজকেও লিফট চলাচলের জন্য কাজ চলছে। আগামীকাল থেকে সচল হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।'

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১০ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে