নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার শত চেষ্টা করলেও বর্তমান প্রক্রিয়ায় একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত ‘ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড দ্য রুল অব ল ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘বর্তমান প্রসেস যদি থাকে, তাহলে শত চেষ্টা করলেও একটা নিউট্রাল নির্বাচন করতে পারবে না সরকার। গত ১৪-১৫ বছরের সরকারি কর্মকর্তা যাঁরা চাকরিতে ছিলেন, তাঁরা কি পলিটিক্যাল পার্টির ফেবার নেননি? সরকারি চাকরিজীবীরা জানেন, আজকে যদি আরেকটা সরকার আসে, তাহলে প্রথমে তার চাকরিটা নিয়ে টানাটানি করবে। ভালো ছাত্ররাই পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে যায়। ফাউন্ডেশন ট্রেনিংয়ে দুই মাস অনেক কিছু শেখানো হয়। সবকিছু বোঝানোর শেষের দিকে একটা লেকচার দেওয়া হয়। এই দুই মাসে যা শিখেছো, এর বাইরে মূল কথা হলো, বস কী চায় সেভাবে করতে হবে। এতেই তার বিদ্যা শেষ হয়ে যায়। ওই ছাত্র যা শিখে এসেছে আর যা শিখেছে, তার সবকিছু এখানে গোল্লায় যায়। এটি হচ্ছে ব্রিটিশদের দেওয়া পিরামিড অ্যাডমিনিস্ট্রেশন।’
আবদুর রউফ আরো বলেন, ‘বাংলাদেশের সংবিধানে দুটি জিনিস ঢোকানো হয়েছে এবং কেন ঢোকানো হয়েছে তা আমরা এখনো জানি না। দুটি জিনিস হচ্ছে গণতন্ত্র ও সমাজতন্ত্র। এগুলো তেল ও পানির মতো, যা একে অপরের সঙ্গে মেশে না। যাঁরা কনস্টিটিউশন ঢুকিয়েছেন, তাঁরাই বলতে পারবেন কেন এটি সেখানে ঢুকিয়েছেন। যাঁরা কনস্টিটিউশন ক্লেম করেছিলেন, তাঁদের মাথায় এটি এলেও তাঁরা বেকায়দায় পড়ে এটি করেছেন।’
সাবেক প্রধান নির্বাচন কমিশনার আক্ষেপ করে বলেন, ‘আইডি কার্ডের সিস্টেমটা আমি করেছিলাম। কিন্তু বর্তমান ইলেকশন কমিশনে আমার সময়কার কোনো রেকর্ড-পত্র নেই।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট ড. মো. গোলাম রহমান ভুঁইয়াসহ অন্যরা।

সরকার শত চেষ্টা করলেও বর্তমান প্রক্রিয়ায় একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত ‘ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড দ্য রুল অব ল ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘বর্তমান প্রসেস যদি থাকে, তাহলে শত চেষ্টা করলেও একটা নিউট্রাল নির্বাচন করতে পারবে না সরকার। গত ১৪-১৫ বছরের সরকারি কর্মকর্তা যাঁরা চাকরিতে ছিলেন, তাঁরা কি পলিটিক্যাল পার্টির ফেবার নেননি? সরকারি চাকরিজীবীরা জানেন, আজকে যদি আরেকটা সরকার আসে, তাহলে প্রথমে তার চাকরিটা নিয়ে টানাটানি করবে। ভালো ছাত্ররাই পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে যায়। ফাউন্ডেশন ট্রেনিংয়ে দুই মাস অনেক কিছু শেখানো হয়। সবকিছু বোঝানোর শেষের দিকে একটা লেকচার দেওয়া হয়। এই দুই মাসে যা শিখেছো, এর বাইরে মূল কথা হলো, বস কী চায় সেভাবে করতে হবে। এতেই তার বিদ্যা শেষ হয়ে যায়। ওই ছাত্র যা শিখে এসেছে আর যা শিখেছে, তার সবকিছু এখানে গোল্লায় যায়। এটি হচ্ছে ব্রিটিশদের দেওয়া পিরামিড অ্যাডমিনিস্ট্রেশন।’
আবদুর রউফ আরো বলেন, ‘বাংলাদেশের সংবিধানে দুটি জিনিস ঢোকানো হয়েছে এবং কেন ঢোকানো হয়েছে তা আমরা এখনো জানি না। দুটি জিনিস হচ্ছে গণতন্ত্র ও সমাজতন্ত্র। এগুলো তেল ও পানির মতো, যা একে অপরের সঙ্গে মেশে না। যাঁরা কনস্টিটিউশন ঢুকিয়েছেন, তাঁরাই বলতে পারবেন কেন এটি সেখানে ঢুকিয়েছেন। যাঁরা কনস্টিটিউশন ক্লেম করেছিলেন, তাঁদের মাথায় এটি এলেও তাঁরা বেকায়দায় পড়ে এটি করেছেন।’
সাবেক প্রধান নির্বাচন কমিশনার আক্ষেপ করে বলেন, ‘আইডি কার্ডের সিস্টেমটা আমি করেছিলাম। কিন্তু বর্তমান ইলেকশন কমিশনে আমার সময়কার কোনো রেকর্ড-পত্র নেই।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট ড. মো. গোলাম রহমান ভুঁইয়াসহ অন্যরা।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে